ETV Bharat / bharat

মার্চে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার বেড়ে 5.52 শতাংশ

খুচরো বাজারে ফের বাড়ল মূল্যবৃদ্ধির হার ৷ মার্চে এর পরিমাণ ছিল 5.52 শতাংশ ৷ খাদ্যপণ্য ও জ্বালানির দাম বাড়াতেই এই বৃদ্ধি ৷

Retail inflation rises to 5.52 per cent in March
মার্চে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার বেড়ে 5.52 শতাংশ
author img

By

Published : Apr 12, 2021, 6:59 PM IST

নয়াদিল্লি, 12 এপ্রিল : মার্চ মাসে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার 5.52 শতাংশ ৷ মূলত খাদ্যপণ্যের দাম বাড়াতেই এই বৃদ্ধি ৷ একইসঙ্গে জ্বালানির দামবৃদ্ধির প্রভাবও খুচরো বাজারের উপর প্রভাব ফেলেছে ৷ সোমবার সরকারের প্রকাশিত পরিসংখ্যান থেকেই তা স্পষ্ট ৷

গত ফেব্রুয়ারি মাসে মূল্যবৃদ্ধির এই হার কিছুটা হলেও কম ছিল ৷ গ্রাহক মূল্য সূচক (সিপিআই) স্থির ছিল 5.03 শতাংশে ৷ সোমবার জাতীয় পরিসংখ্যান কার্যালয় (এনএসও)-এর তরফে যে হিসাব পেশ করা হয়েছে, সেই অনুযায়ী, মার্চে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির পরিবর্তনের হার ছিল 4.94 শতাংশ ৷ অথচ তার আগের মাসেই এই পরিমাণটা ছিল 3.87 শতাংশ ৷

এর আগে রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর তরফে বলা হয়েছিল, 2020-21 অর্থবর্ষের শেষ তিন মাসে অর্থাৎ গত জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার হবে 5 শতাংশ ৷ আর চলতি অর্থবর্ষের প্রথম ছ’মাসে তা আরও খানিকটা বেড়ে হবে 5.2 শতাংশ ৷ কিন্তু সেই ভবিষ্যৎবাণী মার্চেই পেরিয়ে গেল মূল্যবৃদ্ধির সূচক ৷

আরও পড়ুন : ‘‘জনতার পকেট খালি করে বন্ধুদের ফ্রি-তে দিচ্ছেন’’, জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে মোদিকে তোপ রাহুলের

প্রসঙ্গত, গত বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত টানা ছ’মাস মূল্যবৃদ্ধির হার ছিল 6 শতাংশেরও বেশি ৷ শেষমেশ 2020 সালের ডিসেম্বর মধ্যে তা কিছুটা হলেও লাগামে আসে ৷ মূল্যবৃদ্ধির হার কমে 2021-এর জানুয়ারিতেও ৷ সবজি ও শস্যের দাম কমায় মূল্যবৃদ্ধি কমে হয় 4.1 শতাংশ ৷ কিন্তু ফেব্রুয়ারিতে তা ফের বেড়ে হয় 5 শতাংশ ৷

নয়াদিল্লি, 12 এপ্রিল : মার্চ মাসে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার 5.52 শতাংশ ৷ মূলত খাদ্যপণ্যের দাম বাড়াতেই এই বৃদ্ধি ৷ একইসঙ্গে জ্বালানির দামবৃদ্ধির প্রভাবও খুচরো বাজারের উপর প্রভাব ফেলেছে ৷ সোমবার সরকারের প্রকাশিত পরিসংখ্যান থেকেই তা স্পষ্ট ৷

গত ফেব্রুয়ারি মাসে মূল্যবৃদ্ধির এই হার কিছুটা হলেও কম ছিল ৷ গ্রাহক মূল্য সূচক (সিপিআই) স্থির ছিল 5.03 শতাংশে ৷ সোমবার জাতীয় পরিসংখ্যান কার্যালয় (এনএসও)-এর তরফে যে হিসাব পেশ করা হয়েছে, সেই অনুযায়ী, মার্চে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির পরিবর্তনের হার ছিল 4.94 শতাংশ ৷ অথচ তার আগের মাসেই এই পরিমাণটা ছিল 3.87 শতাংশ ৷

এর আগে রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর তরফে বলা হয়েছিল, 2020-21 অর্থবর্ষের শেষ তিন মাসে অর্থাৎ গত জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার হবে 5 শতাংশ ৷ আর চলতি অর্থবর্ষের প্রথম ছ’মাসে তা আরও খানিকটা বেড়ে হবে 5.2 শতাংশ ৷ কিন্তু সেই ভবিষ্যৎবাণী মার্চেই পেরিয়ে গেল মূল্যবৃদ্ধির সূচক ৷

আরও পড়ুন : ‘‘জনতার পকেট খালি করে বন্ধুদের ফ্রি-তে দিচ্ছেন’’, জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে মোদিকে তোপ রাহুলের

প্রসঙ্গত, গত বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত টানা ছ’মাস মূল্যবৃদ্ধির হার ছিল 6 শতাংশেরও বেশি ৷ শেষমেশ 2020 সালের ডিসেম্বর মধ্যে তা কিছুটা হলেও লাগামে আসে ৷ মূল্যবৃদ্ধির হার কমে 2021-এর জানুয়ারিতেও ৷ সবজি ও শস্যের দাম কমায় মূল্যবৃদ্ধি কমে হয় 4.1 শতাংশ ৷ কিন্তু ফেব্রুয়ারিতে তা ফের বেড়ে হয় 5 শতাংশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.