ETV Bharat / bharat

Retail Inflation: খুচরো পণ্যে মুদ্রাস্ফীতির হার গত তিন মাসে সর্বোচ্চ - অগস্টে বাড়ল মুদ্রাস্ফীতি

চলতি বছরের এপ্রিল মাসে দেশে খুচরো পণ্যে মুদ্রাস্ফীতির (Retail Inflation) হার ছিল 7.79 শতাংশ ৷ এরপর টানা তিন মাস এই হার কমার পর অগস্টে ফের তা বেড়েছে (Retail inflation inches up in August) ৷

Retail Inflation in august
ETV Bharat
author img

By

Published : Sep 12, 2022, 11:03 PM IST

নয়াদিল্লি, 12 সেপ্টেম্বর: তিন মাস নিম্নমুখী থাকার পর ফের বাড়ল খুচরো পণ্যে মুদ্রাস্ফীতির হার (Retail Inflation) ৷ সোমবার জাতীয় পরিসংখ্যান দফতর যে তথ্য প্রকাশ করেছে সেখানে বলে হয়েছে, অগস্টে দেশে খুচরো পণ্যে মুদ্রাস্ফীতির হার বেড়ে হয়েছে 7 শতাংশ ৷ যা এর আগের তিন মাসের থেকে এনেকটাই বেশি (Retail inflation inches up to 7 pc in august) ৷

উল্লেখ্য, মুদ্রাস্ফীতির হার 7.79 শতাংশে পৌঁছেছিল গত এপ্রিল মাসে ৷ তারপর থেকে তা কমতে কমতে জুলাই মাসে 6.71 শতাংশে নেমে আসে ৷ কিন্তু গত মাসে তা আবার বৃদ্ধি পেয়ে 7 শতাংশে পৌঁছেছে ৷ গত বছর জুলাই ও অগস্ট মাসে এই মুদ্রাস্ফীতির হার ছিল যথাক্রমে 6.71 ও 5.3 শতাংশ ৷

আরও পড়ুন: অযাচিত ঋণ ফাঁদের সমান, হতে পারে দীর্ঘস্থায়ী সমস্যার কারণ

তথ্য অনুযায়ী অগস্টে খাদ্যপণ্যে মুদ্রাস্ফীতি ছিল 7.62 শতাংশ ৷ জুলাইতে ছিল 6.69 শতাংশ ৷ এই মুদ্রাস্ফীতির হার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এর নির্ধারিত 2-6 শতাংশ হারের থেকে অনেকটাই বেশি ৷ মনে করা হচ্ছে মূলত খাদ্য পণ্যের মূল্যবৃদ্ধির ফলে এই মুদ্রাস্ফীতি বেড়েছে ৷

নয়াদিল্লি, 12 সেপ্টেম্বর: তিন মাস নিম্নমুখী থাকার পর ফের বাড়ল খুচরো পণ্যে মুদ্রাস্ফীতির হার (Retail Inflation) ৷ সোমবার জাতীয় পরিসংখ্যান দফতর যে তথ্য প্রকাশ করেছে সেখানে বলে হয়েছে, অগস্টে দেশে খুচরো পণ্যে মুদ্রাস্ফীতির হার বেড়ে হয়েছে 7 শতাংশ ৷ যা এর আগের তিন মাসের থেকে এনেকটাই বেশি (Retail inflation inches up to 7 pc in august) ৷

উল্লেখ্য, মুদ্রাস্ফীতির হার 7.79 শতাংশে পৌঁছেছিল গত এপ্রিল মাসে ৷ তারপর থেকে তা কমতে কমতে জুলাই মাসে 6.71 শতাংশে নেমে আসে ৷ কিন্তু গত মাসে তা আবার বৃদ্ধি পেয়ে 7 শতাংশে পৌঁছেছে ৷ গত বছর জুলাই ও অগস্ট মাসে এই মুদ্রাস্ফীতির হার ছিল যথাক্রমে 6.71 ও 5.3 শতাংশ ৷

আরও পড়ুন: অযাচিত ঋণ ফাঁদের সমান, হতে পারে দীর্ঘস্থায়ী সমস্যার কারণ

তথ্য অনুযায়ী অগস্টে খাদ্যপণ্যে মুদ্রাস্ফীতি ছিল 7.62 শতাংশ ৷ জুলাইতে ছিল 6.69 শতাংশ ৷ এই মুদ্রাস্ফীতির হার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এর নির্ধারিত 2-6 শতাংশ হারের থেকে অনেকটাই বেশি ৷ মনে করা হচ্ছে মূলত খাদ্য পণ্যের মূল্যবৃদ্ধির ফলে এই মুদ্রাস্ফীতি বেড়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.