ETV Bharat / bharat

Twin Tower Demolition টুইন টাওয়ার ধ্বংসের জেরে সমস্যা বাড়বে শ্বাসকষ্টের রোগীদের - শ্বাসকষ্টের সমস্যা

নয়ডার টুইন টাওয়ার (Twin Tower Demolition) ধ্বংসলীলার জের সমস্যায় ফেলতে পারে তার আশপাশে বসবাসকারী শ্বাসকষ্টের রোগীদের (Respiratory disease)৷ বিরাট বহুতল ভেঙে ফেলার পর প্রচুর দূষিত কণা মিশে গিয়েছে বাতাসে ৷ তার থেকেই নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

respiratory-disease-patients-may-face-problems-after-twin-tower-demolition
টুইন টাওয়ার ধ্বংসের জেরে বাড়বে শ্বাসকষ্টের সমস্যা
author img

By

Published : Aug 29, 2022, 1:03 PM IST

নয়াদিল্লি, 29 অগস্ট: নয়ডার সেক্টর 93-এ-র টুইন টাওয়ার (Twin Tower Demolition) গুঁড়িয়ে দেওয়ার জের সমস্যায় ফেলতে পারে তার আশপাশের বাসিন্দাদের ৷ বিশেষত যাঁরা শ্বাসকষ্টের রোগী (Respiratory disease) তাঁদের সেই সমস্যা আরও বাড়তে পারে ৷ বিরাট বহুতল ভেঙে ফেলার পর প্রচুর দূষিত কণা মিশে গিয়েছে বাতাসে ৷ তার থেকেই নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

সফদরজং হাসপাতালের কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের প্রধান যুগল কিশোর জানিয়েছেন, যাঁরা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিস অর্থাৎ সিওপিডি-র রোগী, অর্থাৎ যাঁদের ব্রংকাইটিস বা অ্যাস্থমার ক্রনিক সমস্যা রয়েছে, টুইন টাওয়ার ধ্বংসের জেরে তাঁদের সমস্যা আরও বাড়তে পারে, এমনকি অ্যাটকের মতো পরিস্থিতিও হতে পারে ৷ তাঁর আরও পরামর্শ, যাঁদের গলা ব্যথা ও অন্যান্য অ্যালার্জি জাতীয় সমস্যা রয়েছে, তাঁরা তাঁদের ওষুধের ডোজ বাড়িয়ে দিতে পারেন ৷

যুগল কিশোর (Jugal Kishore) বলেছেন, "যাঁরা এই সমস্যা বেড়েছে বলে মনে করছেন, তাঁরা ওষুধের ডোজ বাড়িয়ে দিন ৷ যখন এই বড় মাপের ধ্বংসলীলা চালানো হয়, তখন অন্যান্য নানা কণার মতো অ্যাসবেস্টস, সিলিকা-সহ এমন অনেক কিছু বাতাসে ছড়িয়ে পড়ে, যা শ্বাসকষ্টের সমস্যা বাড়ায় ৷" তাঁর মতে, যাঁরা কার্ডিয়োভাসকিউলার সমস্যার রোগী, তাঁদের সেই সমস্যা আরও বেড়ে যায় এবং বেড়ে যায় রক্তচাপের স্তর ৷ লক্ষণগুলি বড় আকারে দেখা দিলেই ওষুধ শুরু করে দেওয়া এই সমস্যা এড়ানোর সবচেয়ে ভালো উপায় বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: মুহূর্তে স্মৃতি, মাত্র 9 সেকেন্ডেই গুঁড়িয়ে গেল নয়ডার টুইন টাওয়ার

কিশোরের কথায়, "পরিবেশে মিশে যাওয়া ধুলোকে সামাল দিতে ওরা জল ছেটানোর ব্যবস্থা করেছিল ৷ প্রতিবেশীরাও এই পদ্ধতি ব্যবহার করতে পারেন ৷ তাঁরা সমস্যা কাটাতে বায়ু পরিশোধকও ব্যবহার করতে পারেন ৷"

দিল্লি এইমসের সেন্টার ফর কমিউনিটি মেডিসিনের অ্যাডিশনাল প্রফেসর হরীশ সালভে আবার বলছেন, "টুইন টাওয়ারের আশপাশে বসবাসকারী যাঁরা সিওপিডি ও অন্যান্য শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন, তাঁরা অবশ্যই বাইরে বেরোলে এন-95 মাস্ক ব্যবহার করুন ৷"

টুইট টাওয়ার ধ্বংসলীলার জেরে পরিবেশে যে সাংঘাতিক দূষণে বেড়েছে, তা কমতে অন্তত 10-15 দিন সময় লাগবে বলে মনে করছেন সালভে ৷

নয়াদিল্লি, 29 অগস্ট: নয়ডার সেক্টর 93-এ-র টুইন টাওয়ার (Twin Tower Demolition) গুঁড়িয়ে দেওয়ার জের সমস্যায় ফেলতে পারে তার আশপাশের বাসিন্দাদের ৷ বিশেষত যাঁরা শ্বাসকষ্টের রোগী (Respiratory disease) তাঁদের সেই সমস্যা আরও বাড়তে পারে ৷ বিরাট বহুতল ভেঙে ফেলার পর প্রচুর দূষিত কণা মিশে গিয়েছে বাতাসে ৷ তার থেকেই নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

সফদরজং হাসপাতালের কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের প্রধান যুগল কিশোর জানিয়েছেন, যাঁরা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিস অর্থাৎ সিওপিডি-র রোগী, অর্থাৎ যাঁদের ব্রংকাইটিস বা অ্যাস্থমার ক্রনিক সমস্যা রয়েছে, টুইন টাওয়ার ধ্বংসের জেরে তাঁদের সমস্যা আরও বাড়তে পারে, এমনকি অ্যাটকের মতো পরিস্থিতিও হতে পারে ৷ তাঁর আরও পরামর্শ, যাঁদের গলা ব্যথা ও অন্যান্য অ্যালার্জি জাতীয় সমস্যা রয়েছে, তাঁরা তাঁদের ওষুধের ডোজ বাড়িয়ে দিতে পারেন ৷

যুগল কিশোর (Jugal Kishore) বলেছেন, "যাঁরা এই সমস্যা বেড়েছে বলে মনে করছেন, তাঁরা ওষুধের ডোজ বাড়িয়ে দিন ৷ যখন এই বড় মাপের ধ্বংসলীলা চালানো হয়, তখন অন্যান্য নানা কণার মতো অ্যাসবেস্টস, সিলিকা-সহ এমন অনেক কিছু বাতাসে ছড়িয়ে পড়ে, যা শ্বাসকষ্টের সমস্যা বাড়ায় ৷" তাঁর মতে, যাঁরা কার্ডিয়োভাসকিউলার সমস্যার রোগী, তাঁদের সেই সমস্যা আরও বেড়ে যায় এবং বেড়ে যায় রক্তচাপের স্তর ৷ লক্ষণগুলি বড় আকারে দেখা দিলেই ওষুধ শুরু করে দেওয়া এই সমস্যা এড়ানোর সবচেয়ে ভালো উপায় বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: মুহূর্তে স্মৃতি, মাত্র 9 সেকেন্ডেই গুঁড়িয়ে গেল নয়ডার টুইন টাওয়ার

কিশোরের কথায়, "পরিবেশে মিশে যাওয়া ধুলোকে সামাল দিতে ওরা জল ছেটানোর ব্যবস্থা করেছিল ৷ প্রতিবেশীরাও এই পদ্ধতি ব্যবহার করতে পারেন ৷ তাঁরা সমস্যা কাটাতে বায়ু পরিশোধকও ব্যবহার করতে পারেন ৷"

দিল্লি এইমসের সেন্টার ফর কমিউনিটি মেডিসিনের অ্যাডিশনাল প্রফেসর হরীশ সালভে আবার বলছেন, "টুইন টাওয়ারের আশপাশে বসবাসকারী যাঁরা সিওপিডি ও অন্যান্য শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন, তাঁরা অবশ্যই বাইরে বেরোলে এন-95 মাস্ক ব্যবহার করুন ৷"

টুইট টাওয়ার ধ্বংসলীলার জেরে পরিবেশে যে সাংঘাতিক দূষণে বেড়েছে, তা কমতে অন্তত 10-15 দিন সময় লাগবে বলে মনে করছেন সালভে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.