দেরাদুন, 30 নভেম্বর: অবশেষে বাড়ির পথে অন্ধকূপে 17 দিন অবরুদ্ধ থাকা শ্রমিকরা ৷ তাঁদের চিকিৎসার পর মুক্তি দিয়েছে হাসপাতাল ৷ বিভিন্ন রাজ্যের নোডাল অফিসারদের সঙ্গে সংশ্লিষ্ট রাজ্যের কর্মীদের বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়েছে ৷
উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে 17 দিন আটকে থাকার পর দুঃসাহসী অভিযানে গত মঙ্গলবার উদ্ধার করা হয় 41 জন শ্রমিককে ৷ অন্ধকূপ থেকে বের করে আনার পর তাঁদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল এইমস ঋষিকেশে ৷ আজ তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷ রাজ্যগুলির নোডাল অফিসারদের সঙ্গে সমস্ত কর্মীদের তাঁদের বাড়ির পথে ফেরানো হয় । উত্তরপ্রদেশ সরকার তাদের কর্মীদের আনার জন্য ভলভো বাসের ব্যবস্থা করে । একইভাবে, অন্যান্য শ্রমিকদেরও বাড়ি ফেরার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয় ৷
কর্মীদের হাসপাতাল থেকে মুক্তি দেওয়ার আগে তাঁদের সঙ্গে দিয়ে দেখা করেন উত্তরাখণ্ডের রাজ্যপাল লেফটেন্যান্ট গুরমিত সিং ৷ তিনি ঋষিকেশ এইমসে গিয়ে সব শ্রমিকদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন । ঋষিকেশ এইমসের অধিকর্তা অধ্যাপক মীনু সিং সমস্ত কর্মীদের রাজ্যপালের সঙ্গে পরিচয় করিয়ে দেন । সব কর্মীদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল । তিনি চিকিৎসকের সঙ্গে কথা বলে শ্রমিকদের স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন ।
-
#WATCH | Rishikesh, Uttarakhand: Workers rescued from Silkyara Tunnel have been discharged from the hospital today and are leaving for their home states.
— ANI (@ANI) November 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Officials from various states have reached here to facilitate their return to their home states. pic.twitter.com/6kpBnP7l0v
">#WATCH | Rishikesh, Uttarakhand: Workers rescued from Silkyara Tunnel have been discharged from the hospital today and are leaving for their home states.
— ANI (@ANI) November 30, 2023
Officials from various states have reached here to facilitate their return to their home states. pic.twitter.com/6kpBnP7l0v#WATCH | Rishikesh, Uttarakhand: Workers rescued from Silkyara Tunnel have been discharged from the hospital today and are leaving for their home states.
— ANI (@ANI) November 30, 2023
Officials from various states have reached here to facilitate their return to their home states. pic.twitter.com/6kpBnP7l0v
উল্লেখ্য, উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া 41 জন শ্রমিককে প্রথমে চিনিয়ালিসাউর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল । সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করা হয় । এর পরে, পরের দিন অর্থাৎ 29 নভেম্বর বুধবার, সব শ্রমিককে বিমানে করে ঋষিকেশ এইমস-এ নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিত্সকরা শ্রমিকদের মেডিক্যাল পরীক্ষা-নীরিক্ষা করেন । এরপর তাঁদের বেশ কিছু সময় চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয় । আজ শ্রমিকদের মেডিক্যাল বুলেটিনে চিকিৎসকরা জানান যে, হাসপাতালে ভর্তি সব শ্রমিকই সম্পূর্ণ সুস্থ ৷ তাঁদের আজই হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হবে ৷
আরও পড়ুন: