উত্তরকাশী, 17 নভেম্বর: সিল্কিয়ারা টানেলে আটকে থাকা শ্রমিকদের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল৷ উত্তরাখণ্ডের ওই টানেলে একটি শক্তিশালী মেশিন দিয়ে রাতভর কাজ করেছেন উদ্ধারকারীরা ৷ প্রায় 21 মিটার অংশ ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে এক রাতে ৷ উদ্ধারকারীরা ধস সরিয়ে 30 মিটার পর্যন্ত পৌঁছাতে পেরেছেন ৷ ওই টানেলের মধ্য়ে গত পাঁচ দিন ধরে 40 জন শ্রমিক আটকে রয়েছেন ৷
যে উদ্ধারকারী দল এই কাজে নেমেছে, তাকে সাহায্য করতে থাইল্যান্ড ও নরওয়ে থেকে একটি দলকে নিয়ে আসা হয়েছে ৷ এই দলটির এর আগে দুঃসাহসিক কিছু উদ্ধার অভিযানের অভিজ্ঞতা রয়েছে ৷ তার মধ্যে অন্যতম 2018 সালে থাইল্যান্ডের একটি গুহা থেকে আটকে পড়া শিশুদের সফলভাবে উদ্ধার করা ৷
যে টানেলে এই দুর্ঘটনা ঘটেছে, সেই টানেলের নির্মাণকারী সংস্থা এনএইচআইডিসিএল ৷ ওই সংস্থার ডিরেক্টর অংশু মণীশ খালখো জানিয়েছেন, 800 মিমি এবং 900 মিমি ব্যাসের পাইপ টানেলে প্রবেশ করানোর জন্য শ্রমিকদের এখনও 60 মিটার পর্যন্ত ড্রিল করতে হবে ৷ এর ফলে ওই পাইপ দিয়েই বের করতে আনা হবে আটকে পড়া শ্রমিকদের ৷
গত রবিবার সকালে ওই দুর্ঘটনা ঘটে ৷ ধসের কারণে টানেলে আটকে পড়েন 40 জন শ্রমিক ৷ উত্তরকাশীর জেলাশাসক অভিষেক রুহেলা জানিয়েছেন, আটকে পড়া শ্রমিকরা নিরাপদে রয়েছেন ৷ তাঁদের অক্সিজেন, ওষুধ এবং খাবার ও জল সরবরাহ করা হচ্ছে । এর জন্য পাঁচটি পাইপ ভিতর পর্যন্ত পাঠানো হয়েছে ৷ তাঁদের মনোবল ঠিক রাখতে তাঁদের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখা হচ্ছে ৷ যত দ্রুত সম্ভব উদ্ধার কাজ শেষ করার চেষ্টা চলছে ৷ তাছাড়া উদ্ধারের তাঁদের শারীরিক ও মানসিক চিকিৎসার জন্য চিকিৎসকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে ৷
আরও পড়ুন: