বেতুল, 9 ডিসেম্বর: 65 ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি মধ্যপ্রদেশের বেতুলে 400 ফুট গভীর কুয়োতে পড়ে যাওয়া 8 বছরের তন্ময়কে ৷ তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা (Betul borewell incident)৷ তবে সময় যত গড়াচ্ছে উদ্বেগ ততই বাড়ছে ৷ জানা গিয়েছে, 400 ফুট ওই গভীর কুয়োর 55 ফুটে গিয়ে আটকে রয়েছে বালকটি (boy stuck in borewell in Madhya Pradesh) ৷
ওই কুয়োর সমান্তরালে একটি গর্ত খুঁড়ে তন্ময়কে সেই দিক দিয়ে বের করে আনার চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা ৷ এখনও পর্যন্ত 45 ফুট গভীর গর্ত খোঁড়া সম্ভব হয়েছে ৷ কিন্তু পাথুরে ওই জমিতে গর্ত খুঁড়তে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের ৷ নিয়ে আসা হয়েছে পাথর ভাঙার যন্ত্র (rescue operation in Betul is on) ৷
আরও পড়ুন: লখনউয়ের রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত যুবক, হাসপাতালে আরও এক
বেতুলের অতিরিক্ত জেলাশাসক শ্যামেন্দ্র জয়সওয়াল ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ৷ তিনি এই উদ্ধারকার্যের তদারকি করছেন ৷ উদ্ধার কাজে নামানো হয়েছে এসডিআরএফ , হোমগার্ড ও পুলিশকে ৷ তন্ময়ের বাবা সুনীল শাহু জানিয়েছেন, 6 তারিখ খেলতে খেলতেই ওই গর্তে পড়ে যায় সে ৷ বালকটির দিদি ঘটনাটি দেখতে পেরে বাড়িতে জানায় বিষয়টি (Betul boy had fallen in borewell) ৷