দেরাদুন ও নয়াদিল্লি, 26 নভেম্বর: কয়েক ঘণ্টা থেকে কয়েকটা দিন। এবার আগামী সপ্তাহের মধ্যেও টানেল থেকে শ্রমিক উদ্ধারের কাজ সম্ভব হবে কি না সেই নিয়ে বাড়ছে সংশয়। খোদ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকই জানালেন উদ্ধার ঘিরে চলা আশঙ্কার কথা । আপাতত থমকে রয়েছে উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে উদ্ধারের কাজ ৷ 12 নভেম্বর থেকে 14 দিন ধরে 41 জন শ্রমিক টানেলে আটকে রয়েছেন ৷ ইতিমধ্যেই 25 টন ওজনের ভারী অগার মেশিনটি ভেঙে গিয়েছে ৷ তবে বিশেষজ্ঞরা অন্য আরও উপায় চিন্তাভাবনা করছেন ৷
-
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | International Tunneling Expert, Arnold Dix says, "...the auger machine failed, and we are having a lot of technical difficulties in getting the auger out from the pipe. That's (the process of cutting it out) going much faster this… pic.twitter.com/so0ITOoo1I
— ANI (@ANI) November 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | International Tunneling Expert, Arnold Dix says, "...the auger machine failed, and we are having a lot of technical difficulties in getting the auger out from the pipe. That's (the process of cutting it out) going much faster this… pic.twitter.com/so0ITOoo1I
— ANI (@ANI) November 26, 2023#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | International Tunneling Expert, Arnold Dix says, "...the auger machine failed, and we are having a lot of technical difficulties in getting the auger out from the pipe. That's (the process of cutting it out) going much faster this… pic.twitter.com/so0ITOoo1I
— ANI (@ANI) November 26, 2023
আন্তর্জাতিক টানেল বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স বলেন, "অগার মেশিন ব্যর্থ হয়েছে ৷ ওই পাইপ থেকে অগার মেশিনকে বের করতে গিয়ে অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে ৷ তবে আজ সকালে প্লাজমা কাটার এসেছে ৷ সাহসী লোকেরা প্লাজমা কাটার নিয়ে পাইপের মধ্যে ঢুকছে ৷ ওই যন্ত্রাংশগুলি টুকরো টুকরো করে কাটছে ৷ আজ সকালে দ্রুত গতিতে কাজ হচ্ছে ৷ একবার আমরা অগার মেশিনটাকে বের করে আনতে পারলে তখন বুঝতে পারব এর পর কী করতে হবে ৷"
তবে সূত্রের খবর, শ্রমিকরা এখন ভালো আছেন ৷ তাঁদের উদ্ধার করা হবে, তবে বেশি সময় লাগতে পারে ৷ এর মধ্যে ভার্টিক্যাল ড্রিলিং মেশিনটি টানেলের উপরে বসানো হয়েছে ৷
-
The horizontal access approach on which we were relying upon has met with some obstacles. There has been some breakage in the auger machine
— PIB India (@PIB_India) November 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Advanced machinery is required to cut the stuck parts of augur inside the tunnel, and assistance of @IAF_MCC is being sought to airlift… pic.twitter.com/UBHX2bOSh4
">The horizontal access approach on which we were relying upon has met with some obstacles. There has been some breakage in the auger machine
— PIB India (@PIB_India) November 25, 2023
Advanced machinery is required to cut the stuck parts of augur inside the tunnel, and assistance of @IAF_MCC is being sought to airlift… pic.twitter.com/UBHX2bOSh4The horizontal access approach on which we were relying upon has met with some obstacles. There has been some breakage in the auger machine
— PIB India (@PIB_India) November 25, 2023
Advanced machinery is required to cut the stuck parts of augur inside the tunnel, and assistance of @IAF_MCC is being sought to airlift… pic.twitter.com/UBHX2bOSh4
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর শীর্ষ আধিকারিক লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন সাংবাদিক বৈঠকে বলেন, "অনুভূমিকভাবে যে খননকার্য চলছিল, তাতে কিছু বাধা এসেছে ৷ অগার মেশিনে যান্ত্রিক গোলোযোগ দেখা দিয়েছে ৷ টানেলের মধ্যে অগার মেশিনের কিছু অংশ আটকে রয়েছে ৷ এই মেশিনটিকে এখান থেকে উড়িয়ে নিয়ে যেতে ভারতীয় বায়ুসেনার সাহায্য লাগবে ৷ আপাতত অগার মেশিনের সব কাজ বন্ধ রয়েছে ৷ একবার এই মেশিনটি বের করা গেলে পরের কাজ শুরু করা যাবে ৷ তবে তা আগের চেয়ে অনেক ধীর গতিতে হবে ৷ তবে সুখবর যে, একটা রুট পাওয়া গিয়েছে ৷ একবার ওই ভাঙাচোরা অংশগুলি বের করে আনতে পারলেই ফের কাজ শুরু করা যাবে ৷"
তিনি ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন এবং উদ্ধারের কোনও নির্দিষ্ট সময় উল্লেখ করেননি ৷ তবে দিনে দিনে এই উদ্ধারকার্য আরও জটিল হবে বলেই মনে করা হচ্ছে ৷ ইতিমধ্যে প্রায় 47 মিটার ড্রিলিংয়ের কাজ হয়ে গিয়েছে, জানিয়েছেন এনডিএমএ শীর্ষ আধিকারিক ৷
-
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | Latest visuals outside the tunnel where operation is underway to rescue the 41 workers who got trapped here on 12th November.
— ANI (@ANI) November 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Preparation of protection umbrella is underway inside the tunnel where the people from the rescue team… pic.twitter.com/2eKPJGNuk4
">#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | Latest visuals outside the tunnel where operation is underway to rescue the 41 workers who got trapped here on 12th November.
— ANI (@ANI) November 26, 2023
Preparation of protection umbrella is underway inside the tunnel where the people from the rescue team… pic.twitter.com/2eKPJGNuk4#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | Latest visuals outside the tunnel where operation is underway to rescue the 41 workers who got trapped here on 12th November.
— ANI (@ANI) November 26, 2023
Preparation of protection umbrella is underway inside the tunnel where the people from the rescue team… pic.twitter.com/2eKPJGNuk4
আরও পড়ুন: