ETV Bharat / bharat

Republic Day Celebrations : এবার নেতাজির জন্মজয়ন্তী থেকে শুরু সাধারণতন্ত্র দিবস উদযাপন - Republic Day Celebrations 2022

এই বছর থেকে সাধারণতন্ত্র দিবস উদযাপন (Republic Day Celebrations 2022) শুরু নেতাজির জন্মজয়ন্তী (Birth Anniversary of Subash Chandra Bose) থেকে ৷ এবার থেকে প্রত্যেক বছর তাই হবে বলে জানিয়েছে কেন্দ্র ৷

Republic Day
প্রজাতন্ত্র দিসব উদযাপন শুরু নেতাজির জন্মজয়ন্তী থেকে
author img

By

Published : Jan 15, 2022, 11:37 AM IST

Updated : Jan 15, 2022, 1:02 PM IST

নয়াদিল্লি, 15 জানুয়ারি : এবার থেকে প্রত্যেক বছর সাধারণতন্ত্র দিবস (Republic Day 2022) উদযাপন শুরু হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী থেকেই ৷ আগে সাধারণতন্ত্র দিবসের উদযাপন অনুষ্ঠান শুরু হত 24 জানুয়ারি থেকে ৷ তবে এবার তা শুরু হবে একদিন আগে 23 জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী (Birth Anniversary of Subash Chandra Bose) থেকে ৷

  • Republic Day Celebrations will now begin every year from 23rd January instead of 24th January to include the birth anniversary of Subash Chandra Bose: GoI Sources

    — ANI (@ANI) January 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, মোদি সরকার দেশের ইতিহাস এবং সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিকগুলি উদযাপন এবং স্মরণ করার লক্ষ্যে এই পদক্ষেপ করেছে ৷ কেন্দ্রীয় সরকার এর আগে নেতাজির জন্মজয়ন্তীকে পরাক্রম দিবস হিসাবে উদযাপন শুরু করেছিল ।

এই ধরনের অন্যান্য গুরুত্রপূর্ণ দিনগুলিও পালন করছে মোদি সরকার ৷ যেমন, 14 অগস্ট দেশভাগের যন্ত্রণা স্মরণ দিবস, 31 অক্টোবর সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মজয়ন্তীকে জাতীয় ঐক্য দিবস, 15 নভেম্বর বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে জনজাতি গৌরব দিবস, 26 নভেম্বর সংবিধান দিবস এবং 26 ডিসেম্বর গুরু গোবিন্দ সিংয়ের চার পুত্রের প্রতি শ্রদ্ধা জানাতে বীর বাল দিবস পালন করা হচ্ছে ৷

আরও পড়ুন : Delhi Weekend Curfew : দিল্লিতে শুরু সপ্তাহ শেষের কার্ফু, বিধি মেনে জরুরি পরিষেবায় ছাড়

নয়াদিল্লি, 15 জানুয়ারি : এবার থেকে প্রত্যেক বছর সাধারণতন্ত্র দিবস (Republic Day 2022) উদযাপন শুরু হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী থেকেই ৷ আগে সাধারণতন্ত্র দিবসের উদযাপন অনুষ্ঠান শুরু হত 24 জানুয়ারি থেকে ৷ তবে এবার তা শুরু হবে একদিন আগে 23 জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী (Birth Anniversary of Subash Chandra Bose) থেকে ৷

  • Republic Day Celebrations will now begin every year from 23rd January instead of 24th January to include the birth anniversary of Subash Chandra Bose: GoI Sources

    — ANI (@ANI) January 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, মোদি সরকার দেশের ইতিহাস এবং সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিকগুলি উদযাপন এবং স্মরণ করার লক্ষ্যে এই পদক্ষেপ করেছে ৷ কেন্দ্রীয় সরকার এর আগে নেতাজির জন্মজয়ন্তীকে পরাক্রম দিবস হিসাবে উদযাপন শুরু করেছিল ।

এই ধরনের অন্যান্য গুরুত্রপূর্ণ দিনগুলিও পালন করছে মোদি সরকার ৷ যেমন, 14 অগস্ট দেশভাগের যন্ত্রণা স্মরণ দিবস, 31 অক্টোবর সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মজয়ন্তীকে জাতীয় ঐক্য দিবস, 15 নভেম্বর বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে জনজাতি গৌরব দিবস, 26 নভেম্বর সংবিধান দিবস এবং 26 ডিসেম্বর গুরু গোবিন্দ সিংয়ের চার পুত্রের প্রতি শ্রদ্ধা জানাতে বীর বাল দিবস পালন করা হচ্ছে ৷

আরও পড়ুন : Delhi Weekend Curfew : দিল্লিতে শুরু সপ্তাহ শেষের কার্ফু, বিধি মেনে জরুরি পরিষেবায় ছাড়

Last Updated : Jan 15, 2022, 1:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.