ETV Bharat / bharat

Gitanjali Aiyar Passes Away: ঝকঝকে ইংরেজিতে মুগ্ধ হত দেশ, প্রয়াত সংবাদপাঠিকা গীতাঞ্জলি আইয়ার - প্রয়াত সংবাদপাঠিকা গীতাঞ্জলি আইয়ার

দূরদর্শনের প্রথম আমলের অন্যতম সফল সংবাদপাঠিকা গীতাঞ্জলি আইয়ার ৷ তিনিই অন্যতম প্রথম সংবাদপাঠিকা, যিনি ঝরঝরে ইংরেজিতে সংবাদ পড়তেন ৷ তাঁকে দেখা যেত কাগজের বিজ্ঞাপনেও ৷ এই বৈচিত্র্যময় জীবনের অবসান হল বুধবার ৷

ETV Bharat
গীতাঞ্জলি আইয়ার
author img

By

Published : Jun 8, 2023, 8:14 AM IST

Updated : Jun 8, 2023, 8:47 AM IST

নয়াদিল্লি, 8 জুন: প্রয়াত গীতাঞ্জলি আইয়ার ৷ তিনি দেশের অন্যতম প্রথম সংবাদপাঠিকা ৷ দূরদর্শনে ইংরেজি ভাষায় সংবাদ পড়তেন গীতাঞ্জলি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় 75 বছর ৷ একাধিক পুরস্কার জয়ী এই সংবাদপাঠক শেষ জীবনে পারকিনসন'স ভুগছিলেন ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি বুধবার হাঁটতে বেরিয়েছিলেন ৷ বাড়ি ফিরে তাঁর মৃত্যু হয় ৷ তাঁর মৃত্যুতে বহু বিশিষ্ট ব্যক্তিত্ব সামাজিক মাধ্যমে শোকবার্তা জানিয়েছেন ৷

গীতাঞ্জলি আইয়ারের এক বন্ধু বলেন, "তাঁর পারকিনস'স হয়েছিল ৷ তার চিকিৎসাও চলছিল ৷ বাড়ি ফেরার পর তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন ৷" দেশের অন্যতম প্রথম ইংরেজি ভাষার এই সংবাদপাঠিকা কলকাতার লরেটো কলেজ থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন ৷ 1971 সালে তিনি দূরদর্শনে যোগ দেন ৷ চার বার শ্রেষ্ঠ সঞ্চালিকার পুরস্কার পেয়েছেন সংবাদপাঠিকা আইয়ার ৷ 1989 সালে ইন্দিরা গান্ধি প্রিয়দর্শিনী অ্যাওয়ার্ড পান তিনি ৷

আরও পড়ুন: জীবন যুদ্ধে হার মানলেন পর্দার শকুনি মামা, প্রয়াত অভিনেতা গুফি পেন্টাল

শুধুমাত্র সংবাদজগতেই সীমিত ছিল না তাঁর জীবন ৷ গীতাঞ্জলি ন্যাশনাল স্কুল অফ ড্রামা বা এনএসডি থেকে ডিপ্লোমা পেয়েছিলেন ৷ সাতের দশকে একাধিক বিজ্ঞাপনের জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন আইয়ার ৷ সংবাদপত্রে বিভিন্ন বিজ্ঞাপনে তাঁর ছবি দেখা যেত সে সময় ৷ তিনি 'খানদান' নামক একটি ধারাবাহিকেও অভিনয় করেছিলেন ৷ তাঁর কেরিয়ার জীবন বর্ণময় ছিল ৷ ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন সংবাদপাঠিকা গীতাঞ্জলি ৷

  • Deeply saddened to hear about the passing of Gitanjali Aiyar, one of the first and finest English news anchors on Doordarshan and All India Radio.

    A trailblazer & pioneer, she brought credibility, professionalism, and a distinct voice to every news report, leaving an indelible… pic.twitter.com/MvaR7kgLmB

    — Anurag Thakur (@ianuragthakur) June 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোক প্রকাশ করে টুইট করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ তিনি লিখেছেন, "গীতাঞ্জলি আইয়ারের মৃত্যুর খবর শুনে গভীরভাবে শোকাহত ৷ তিনি অল ইন্ডিয়া রেডিয়ো, দূরদর্শনে দেশের অন্যতম প্রথম এবং সুন্দর সংবাদপাঠিকা ৷ এই দুঃসময়ে তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল ৷ ওম শান্তি !" সাতের দশকে গীতাঞ্জলি আইয়ারের প্রাসঙ্গিকতা নিয়ে অনুরাগ লেখেন, প্রতিটি সংবাদে তাঁর বাচনভঙ্গি আলাদা ছিল ৷ তিনি সংবাদজগতে একজন পথপ্রদর্শক ৷ সেই সময় সঞ্চালিকার পেশায় বিশ্বাসযোগ্যতা, পেশারদারিত্ব এনেছিলেন গীতাঞ্জলি আইয়ার ৷ সাংবাদিকতা এবং সম্প্রচার ইন্ডাস্ট্রিতে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন ৷ মন্ত্রী ছাড়াও বহু সাংবাদিকও গীতাঞ্জলি আইয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ করে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন ৷

  • Lost an old friend #GitanjaliAiyar today. Words cannot describe her dignity and poise. Tried my best as CEO of Prasar Bharati to remodel DD News to reach the standards left by her and others of her generation. https://t.co/FF97C6V4gG

    — Jawhar Sircar (@jawharsircar) June 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোকবার্তা জানিয়েছেন প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার ৷ তিনি লিখেছেন, "আজ আমি আমার এক পুরনো বন্ধুকে হারালাম ৷ তাঁর ব্যক্তিত্ব ও গুরুত্ব প্রকাশ করতে শব্দ যথেষ্ট নয় ৷ ডিডিনিউজকে তিনি একটি উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ৷ প্রসার ভারতীয় সিইও হিসেবে সেইভাবে সংস্কারের সবরকম চেষ্টা করেছিলাম ৷"

আরও পড়ুন: প্রয়াত বিগ বির 'অনস্ক্রিন মা' সুলোচনা লতকর, চলে গেলেন কোলালামও

নয়াদিল্লি, 8 জুন: প্রয়াত গীতাঞ্জলি আইয়ার ৷ তিনি দেশের অন্যতম প্রথম সংবাদপাঠিকা ৷ দূরদর্শনে ইংরেজি ভাষায় সংবাদ পড়তেন গীতাঞ্জলি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় 75 বছর ৷ একাধিক পুরস্কার জয়ী এই সংবাদপাঠক শেষ জীবনে পারকিনসন'স ভুগছিলেন ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি বুধবার হাঁটতে বেরিয়েছিলেন ৷ বাড়ি ফিরে তাঁর মৃত্যু হয় ৷ তাঁর মৃত্যুতে বহু বিশিষ্ট ব্যক্তিত্ব সামাজিক মাধ্যমে শোকবার্তা জানিয়েছেন ৷

গীতাঞ্জলি আইয়ারের এক বন্ধু বলেন, "তাঁর পারকিনস'স হয়েছিল ৷ তার চিকিৎসাও চলছিল ৷ বাড়ি ফেরার পর তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন ৷" দেশের অন্যতম প্রথম ইংরেজি ভাষার এই সংবাদপাঠিকা কলকাতার লরেটো কলেজ থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন ৷ 1971 সালে তিনি দূরদর্শনে যোগ দেন ৷ চার বার শ্রেষ্ঠ সঞ্চালিকার পুরস্কার পেয়েছেন সংবাদপাঠিকা আইয়ার ৷ 1989 সালে ইন্দিরা গান্ধি প্রিয়দর্শিনী অ্যাওয়ার্ড পান তিনি ৷

আরও পড়ুন: জীবন যুদ্ধে হার মানলেন পর্দার শকুনি মামা, প্রয়াত অভিনেতা গুফি পেন্টাল

শুধুমাত্র সংবাদজগতেই সীমিত ছিল না তাঁর জীবন ৷ গীতাঞ্জলি ন্যাশনাল স্কুল অফ ড্রামা বা এনএসডি থেকে ডিপ্লোমা পেয়েছিলেন ৷ সাতের দশকে একাধিক বিজ্ঞাপনের জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন আইয়ার ৷ সংবাদপত্রে বিভিন্ন বিজ্ঞাপনে তাঁর ছবি দেখা যেত সে সময় ৷ তিনি 'খানদান' নামক একটি ধারাবাহিকেও অভিনয় করেছিলেন ৷ তাঁর কেরিয়ার জীবন বর্ণময় ছিল ৷ ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন সংবাদপাঠিকা গীতাঞ্জলি ৷

  • Deeply saddened to hear about the passing of Gitanjali Aiyar, one of the first and finest English news anchors on Doordarshan and All India Radio.

    A trailblazer & pioneer, she brought credibility, professionalism, and a distinct voice to every news report, leaving an indelible… pic.twitter.com/MvaR7kgLmB

    — Anurag Thakur (@ianuragthakur) June 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোক প্রকাশ করে টুইট করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ তিনি লিখেছেন, "গীতাঞ্জলি আইয়ারের মৃত্যুর খবর শুনে গভীরভাবে শোকাহত ৷ তিনি অল ইন্ডিয়া রেডিয়ো, দূরদর্শনে দেশের অন্যতম প্রথম এবং সুন্দর সংবাদপাঠিকা ৷ এই দুঃসময়ে তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল ৷ ওম শান্তি !" সাতের দশকে গীতাঞ্জলি আইয়ারের প্রাসঙ্গিকতা নিয়ে অনুরাগ লেখেন, প্রতিটি সংবাদে তাঁর বাচনভঙ্গি আলাদা ছিল ৷ তিনি সংবাদজগতে একজন পথপ্রদর্শক ৷ সেই সময় সঞ্চালিকার পেশায় বিশ্বাসযোগ্যতা, পেশারদারিত্ব এনেছিলেন গীতাঞ্জলি আইয়ার ৷ সাংবাদিকতা এবং সম্প্রচার ইন্ডাস্ট্রিতে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন ৷ মন্ত্রী ছাড়াও বহু সাংবাদিকও গীতাঞ্জলি আইয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ করে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন ৷

  • Lost an old friend #GitanjaliAiyar today. Words cannot describe her dignity and poise. Tried my best as CEO of Prasar Bharati to remodel DD News to reach the standards left by her and others of her generation. https://t.co/FF97C6V4gG

    — Jawhar Sircar (@jawharsircar) June 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোকবার্তা জানিয়েছেন প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার ৷ তিনি লিখেছেন, "আজ আমি আমার এক পুরনো বন্ধুকে হারালাম ৷ তাঁর ব্যক্তিত্ব ও গুরুত্ব প্রকাশ করতে শব্দ যথেষ্ট নয় ৷ ডিডিনিউজকে তিনি একটি উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ৷ প্রসার ভারতীয় সিইও হিসেবে সেইভাবে সংস্কারের সবরকম চেষ্টা করেছিলাম ৷"

আরও পড়ুন: প্রয়াত বিগ বির 'অনস্ক্রিন মা' সুলোচনা লতকর, চলে গেলেন কোলালামও

Last Updated : Jun 8, 2023, 8:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.