নয়াদিল্লি, 19 মে : করোনা রোগীদের চিকিৎসা থেকে বাদ দেওয়া হতে পারে রেমডেসিভির ওষুধটি ৷ চিকিৎসায় কার্যকারিতা প্রমাণ না হওয়ায় ওই সিদ্ধান্ত নিতে পারেন বিশেষজ্ঞরা বলে জানালেন গঙ্গারাম হাসপাতালের চেয়ারপার্সন ডা. ডিএস রানা ৷ এর আগেই ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের (আইসিএমআর) পরামর্শে প্লাজমা থেরাপির ব্যবহার কোভিডের চিকিৎসা বাদ পড়েছে ৷ এবার শীঘ্রই বাদ পড়তে চলেছে রেমডেসিভির ড্রাগটিও ৷ পাশাপাশি ডা. রানা জানান, এই মুহূর্তে মোট তিনটি ড্রাগের কার্যকারিতা লক্ষ্য করা গিয়েছে ৷
ডা. রানা সংবাদমাধ্যমকে মঙ্গলবার জানান, প্লাজমা থেরাপিতে আগে থেকে সংক্রামিত রোগীকে একটি প্রি-ফরওয়ার্ডেড অ্যান্টিবডি দেওয়া হয় ৷ যাতে অ্যান্টিবডি ভাইরাসের সঙ্গে লড়াই করতে পারে । করোনার আক্রমণে সাধারণত অ্যান্টিবডি তৈরি হয় । গত এক বছরে দেখা গিয়েছে, প্লাজমা দেওয়া রোগী এবং অন্যান্য মানুষের অবস্থার মধ্যে কোনও পার্থক্য পাওয়া যায়নি ৷ এছাড়াও এটি সহজে পাওয়াও যায় না । বৈজ্ঞানিক ভিত্তি থাকায় কোভিড চিকিৎসায় প্লাজমা থেরাপির ব্যবহার শুরু হলেও এক্ষেত্রেও কার্যকারিতার প্রমাণের অভাবে তা বন্ধ করা হয়েছে। "
এরপরই তিনি রেমডেসিভির সম্পর্কে বলেন, "কোভিডের চিকিৎসায় যেসব ওষুধের ব্যবহার হয় তা নিয়ে কথা বলতে গেলে বলতে হবে এই চিকিৎসায় রেমডেসিভির ড্রাগটি কাজ করেই এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি ৷ এই অবস্থায় যেসব ড্রাগের চিকিৎসায় কোনও তাৎপর্য নেই, সেগুলি বন্ধ করতে হবে ৷ যেকোন পরীক্ষামূলক ওষুধ, সে প্লাজমা থেরাপি হোক বা রেমডেসিভির ড্রাগ, যদি কার্যকারিতার তথ্য প্রমাণ না পাওয়া যায় তবে সেগুলি বন্ধ করতে হবে ৷"
ডা রানা জানান, এই মুহূর্তে করোনার চিকিৎসায় তিনটি ওষুধ কাজে লাগছে ৷ গোটা বিষয়টিই পরীক্ষামূলক স্তরে রয়েছে ৷ প্রতিটি বিষয়ই তীক্ষ্ণ ভাবে লক্ষ্য করা হচ্ছে ৷ যতটা বেশি সম্ভব তথ্য সংগ্রহ করার চেষ্টাও করছেন চিকিৎসকরা ৷ তবে যতদিনে দরকারি সমস্ত তথ্য সংগ্রহ করা সম্ভব হবে ততদিনে হয়তো এই প্যানডেমিক কেটে যাবে ৷
সোমবার ইন্ডিয়ান মেডিকেল রিসার্চ কাউন্সিলের (আইসিএমআর) প্রকাশিত সর্বশেষ নির্দেশিকা অনুসারে করোনার প্রস্তাবিত চিকিৎসা প্রোটোকল থেকে কনভালসেন্ট প্লাজমা অর্থাৎ যা সাধারণ ভাবে প্লাজমা থেরাপি বলে পরিচিত তার ব্যবহার বাদ দেওয়া হয়েছে । দেশজুড়ে করোনার সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে আরও বেশি প্লাজমা ডোনার দরকার পড়ছিল ৷ সেই প্রয়োজন উত্তরোত্তর এত বৃদ্ধি পাচ্ছিল যে বিশেষজ্ঞরা প্লাজমা থেরাপির কার্যকারিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ।
আরও পড়ুন: তখতের দাপটে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে গুজরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী