ETV Bharat / bharat

মহারাষ্ট্রে সোমবার থেকে খুলবে ধর্মীয় স্থান - Religious places in the Maharashtra to re-open from Monday

গত সপ্তাহে দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে ধর্মীয় স্থান খোলার ইঙ্গিত দিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ।

সোমবার থেকে ধর্মীয় স্থান খোলার অনুমতি দিল মহারাষ্ট্র সরকার
সোমবার থেকে ধর্মীয় স্থান খোলার অনুমতি দিল মহারাষ্ট্র সরকার
author img

By

Published : Nov 14, 2020, 6:41 PM IST

মুম্বই, 14 নভেম্বর : দেশের মধ্যে কোরোনা সংক্রমণের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মহারাষ্ট্রে । তাই দেশের অন্যান্য রাজ্যে ধর্মীয় স্থান খুলে গেলেও মহারাষ্ট্রের মন্দির-মসজিদ-গির্জার দরজা বন্ধই ছিল । অবশেষে প্রায় আটমাস পর ধর্মীয় স্থান খোলার অনুমতি দিল মহারাষ্ট্র সরকার । শীঘ্রই তারা কোরোনা ভাইরাস সংক্রান্ত সুরক্ষা বিধি প্রকাশ করবে । যা ধর্মীয় স্থানে আসা মানুষজনদের মেনে চলতে হবে ।

গত মার্চ মাসে মহারাষ্ট্রের ধর্মীয় স্থানগুলি বন্ধ করে দেওয়া হয় । গত সপ্তাহে দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে ধর্মীয় স্থান খোলার ইঙ্গিত দিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে । তিনি বলেন, "বয়স্ক মানুষদের স্বাস্থ্যের কথা ভেবেই এতদিন ধর্মীয় স্থান বন্ধ রাখা হয়েছে । কারণ চিকিৎসকদের মতে, ষাট বছর বা তার বেশি বয়সী মানুষদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি । মন্দির, মসজিদ সহ অন্যান্য জায়গায় ভিড় এড়ানো প্রয়োজন ।" সঙ্গে তিনি এটাও জানিয়েছেন, দিওয়ালির পরই খুলে যাবে স্কুল (শুধুমাত্র 9-12 শ্রেণি) । দুটি ক্ষেত্রেই রাজ্যের দেওয়া নির্দেশিকা মেনে চলতে হবে ।

বয়স্ক মানুষদের স্বাস্থ্যের কথা ভেবে এতদিন ধর্মীয় স্থান বন্ধ ছিল
বয়স্ক মানুষদের স্বাস্থ্যের কথা ভেবে এতদিন ধর্মীয় স্থান বন্ধ ছিল

স্ট্র্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর সম্পর্কে তিনি জানান, ধর্মীয় স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে । ধর্মীয় স্থানে কাউকে মাস্ক ছাড়া দেখা গেলে জরিমানা করা হবে বলেও সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "মানুষ আমার সমালোচনা করুক । আমি তার মুখোমুখি হওয়ার জন্য তৈরি । আমি সিনিয়র সিটিজ়েনদের জন্য চিন্তান্বিত । একজন কোরোনা আক্রান্ত মাস্ক ছাড়া বের হলে 400 জনকে সংক্রমিত করতে পারে । চিকিৎসকদের মত এমনটাই ।"

মুম্বই, 14 নভেম্বর : দেশের মধ্যে কোরোনা সংক্রমণের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মহারাষ্ট্রে । তাই দেশের অন্যান্য রাজ্যে ধর্মীয় স্থান খুলে গেলেও মহারাষ্ট্রের মন্দির-মসজিদ-গির্জার দরজা বন্ধই ছিল । অবশেষে প্রায় আটমাস পর ধর্মীয় স্থান খোলার অনুমতি দিল মহারাষ্ট্র সরকার । শীঘ্রই তারা কোরোনা ভাইরাস সংক্রান্ত সুরক্ষা বিধি প্রকাশ করবে । যা ধর্মীয় স্থানে আসা মানুষজনদের মেনে চলতে হবে ।

গত মার্চ মাসে মহারাষ্ট্রের ধর্মীয় স্থানগুলি বন্ধ করে দেওয়া হয় । গত সপ্তাহে দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে ধর্মীয় স্থান খোলার ইঙ্গিত দিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে । তিনি বলেন, "বয়স্ক মানুষদের স্বাস্থ্যের কথা ভেবেই এতদিন ধর্মীয় স্থান বন্ধ রাখা হয়েছে । কারণ চিকিৎসকদের মতে, ষাট বছর বা তার বেশি বয়সী মানুষদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি । মন্দির, মসজিদ সহ অন্যান্য জায়গায় ভিড় এড়ানো প্রয়োজন ।" সঙ্গে তিনি এটাও জানিয়েছেন, দিওয়ালির পরই খুলে যাবে স্কুল (শুধুমাত্র 9-12 শ্রেণি) । দুটি ক্ষেত্রেই রাজ্যের দেওয়া নির্দেশিকা মেনে চলতে হবে ।

বয়স্ক মানুষদের স্বাস্থ্যের কথা ভেবে এতদিন ধর্মীয় স্থান বন্ধ ছিল
বয়স্ক মানুষদের স্বাস্থ্যের কথা ভেবে এতদিন ধর্মীয় স্থান বন্ধ ছিল

স্ট্র্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর সম্পর্কে তিনি জানান, ধর্মীয় স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে । ধর্মীয় স্থানে কাউকে মাস্ক ছাড়া দেখা গেলে জরিমানা করা হবে বলেও সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "মানুষ আমার সমালোচনা করুক । আমি তার মুখোমুখি হওয়ার জন্য তৈরি । আমি সিনিয়র সিটিজ়েনদের জন্য চিন্তান্বিত । একজন কোরোনা আক্রান্ত মাস্ক ছাড়া বের হলে 400 জনকে সংক্রমিত করতে পারে । চিকিৎসকদের মত এমনটাই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.