ETV Bharat / bharat

India Weather Update: উত্তরে পশ্চিমী ঝঞ্ঝা, আগামী 4 দিনে শৈত্যপ্রবাহ কমার পূর্বাভাস

পশ্চিমী ঝঞ্ঝার (Westerlies in North) কারণে আগামী কয়েকদিনে বাড়বে উত্তর-পশ্চিম , উত্তর ও পূর্ব ভারতের তাপমাত্রা ৷ ফলে উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে গত কয়েক সপ্তাহ ধরে চলা শৈত্যপ্রবাহের দাপট থেকে কিছুটা হলেও রেহাই (Relief from Cold Waves) পাবে সাধারণ মানুষ ৷ এমনটাই জানিয়েছে মৌসম ভবন ৷

Relief from Cold Waves ETV BHARAT
Relief from Cold Waves
author img

By

Published : Jan 11, 2023, 10:54 AM IST

নয়াদিল্লি, 11 জানুয়ারি: উত্তর পাকিস্তান এবং সংলগ্ন জম্মু ও কাশ্মীরের উপরে তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ৷ যার ফলে গত 24 ঘণ্টায় জম্মু ও কাশ্মীরের কিছু অংশে হালকা বৃষ্টি ও তুষারপাত হয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন (Relief from Cold Waves in Next 4 Days Due to Westerlies in North) ৷ ফলত হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, তেলাঙ্গানা, ছত্তিশগড় ও অন্ধ্রপ্রদেশে সর্বনিম্ন তাপমাত্রা 2-3 ডিগ্রি বেড়েছে ৷ উত্তর-পূর্ব সহ-ভারতের বেশ কিছু অংশে শৈত্যপ্রবাহ অনেকটাই কম বলে জানানো হয়েছে ৷ ঠান্ডা কমলেও ঘন কুয়াশার দাপটে বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা ৷ উত্তর রেলের তরফে জানানো হয়েছে, ঘন কুয়াশার কারণে 26টি ট্রেন দেরিতে চলছে ৷

ঘন কুয়াশার কারণে প্রভাব পড়েছে বিমান পরিষেবাতেও ৷ দিল্লি বিমানবন্দর থেকে দিল্লি-শিমলা, দিল্লি-কাঠমান্ডু, দিল্লি-চেন্নাই, দিল্লি-জয়সালমের, দিল্লি-বারেলি, দিল্লি-মুম্বই, দিল্লি-বারাণসী, দিল্লি-শ্রীনগর, দিল্লি-জয়পুর ও দিল্লি-গুয়াহাটি উড়ানে প্রভাব পড়েছে ৷ হরিয়ানা, দিল্লি-সহ উত্তর-পূর্ব ও মধ্য ভারতের একাধিক রাজ্যে শৈত্যপ্রবাহ বন্ধ হলেও পঞ্জাবে পরিস্থিতি পুরোপুরি উলটো ৷ পঞ্জাবের ভাতিন্ডা এলাকায় এখনও শৈত্যপ্রবাহ জারি রয়েছে । ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা হ্রাস পেয়েছে ৷ শ্রীনগরেও ঘন কুয়াশায় জনজীবন ব্যাহত হয়েছে ৷ শ্রীনগরে তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে গিয়েছে বলে মৌসম ভবনের (IMD) তরফে জানানো হয়েছে ৷

  • Some flights (Delhi-Shimla, Delhi-Kathmandu, Delhi-Chennai, Delhi-Jaisalmer, Delhi-Bareilly, Delhi-Mumbai, Delhi-Varanasi, Delhi-Srinagar, Delhi-Jaipur, Delhi-Guwahati) are delayed due to fog and cold in the national capital.

    Visuals from Delhi airport. pic.twitter.com/ufCty0aPht

    — ANI (@ANI) January 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, রাজস্থানের উত্তরভাগে স্থানীয়ভাবে কিছু এলাকায় তুষারপাত হয়েছে ৷ এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে, উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আইএমডি ৷ অধিকাংশ অঞ্চলে শৈত্যপ্রবাহ থেমে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে ৷ তবে, আজ জম্মু ও কাশ্মীর, লাদাখ ও হিমাচলপ্রদেশের একাধিক জায়গায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে ৷ 11-13 জানুয়ারির মধ্যে এই বৃষ্টি ও তুষারপাতের পরিমাণ বাড়তে পারে ৷

আরও পড়ুন: সাগরমেলায় চড়বে পারদ, জেলাগুলিতে বজায় থাকবে শীতের আমেজ

এর ফলে পঞ্জাবের একাংশ, হরিয়ানা, দিল্লি ও বিহারের আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে ৷ এর ফলে উত্তর-পশ্চিম ভারতে গত 2 সপ্তাহ ধরে যে ব্যাপক শৈত্যপ্রবাহ চলছিল, তার থেকে আগামী 4-5 দিন রেহাই পাবে সাধারণ মানুষ ৷ তবে, ঘন কুয়াশার কারণে আজ সারাদিন উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে জনজীবন ব্যাহত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় মৌসম ভবন ৷

নয়াদিল্লি, 11 জানুয়ারি: উত্তর পাকিস্তান এবং সংলগ্ন জম্মু ও কাশ্মীরের উপরে তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ৷ যার ফলে গত 24 ঘণ্টায় জম্মু ও কাশ্মীরের কিছু অংশে হালকা বৃষ্টি ও তুষারপাত হয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন (Relief from Cold Waves in Next 4 Days Due to Westerlies in North) ৷ ফলত হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, তেলাঙ্গানা, ছত্তিশগড় ও অন্ধ্রপ্রদেশে সর্বনিম্ন তাপমাত্রা 2-3 ডিগ্রি বেড়েছে ৷ উত্তর-পূর্ব সহ-ভারতের বেশ কিছু অংশে শৈত্যপ্রবাহ অনেকটাই কম বলে জানানো হয়েছে ৷ ঠান্ডা কমলেও ঘন কুয়াশার দাপটে বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা ৷ উত্তর রেলের তরফে জানানো হয়েছে, ঘন কুয়াশার কারণে 26টি ট্রেন দেরিতে চলছে ৷

ঘন কুয়াশার কারণে প্রভাব পড়েছে বিমান পরিষেবাতেও ৷ দিল্লি বিমানবন্দর থেকে দিল্লি-শিমলা, দিল্লি-কাঠমান্ডু, দিল্লি-চেন্নাই, দিল্লি-জয়সালমের, দিল্লি-বারেলি, দিল্লি-মুম্বই, দিল্লি-বারাণসী, দিল্লি-শ্রীনগর, দিল্লি-জয়পুর ও দিল্লি-গুয়াহাটি উড়ানে প্রভাব পড়েছে ৷ হরিয়ানা, দিল্লি-সহ উত্তর-পূর্ব ও মধ্য ভারতের একাধিক রাজ্যে শৈত্যপ্রবাহ বন্ধ হলেও পঞ্জাবে পরিস্থিতি পুরোপুরি উলটো ৷ পঞ্জাবের ভাতিন্ডা এলাকায় এখনও শৈত্যপ্রবাহ জারি রয়েছে । ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা হ্রাস পেয়েছে ৷ শ্রীনগরেও ঘন কুয়াশায় জনজীবন ব্যাহত হয়েছে ৷ শ্রীনগরে তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে গিয়েছে বলে মৌসম ভবনের (IMD) তরফে জানানো হয়েছে ৷

  • Some flights (Delhi-Shimla, Delhi-Kathmandu, Delhi-Chennai, Delhi-Jaisalmer, Delhi-Bareilly, Delhi-Mumbai, Delhi-Varanasi, Delhi-Srinagar, Delhi-Jaipur, Delhi-Guwahati) are delayed due to fog and cold in the national capital.

    Visuals from Delhi airport. pic.twitter.com/ufCty0aPht

    — ANI (@ANI) January 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, রাজস্থানের উত্তরভাগে স্থানীয়ভাবে কিছু এলাকায় তুষারপাত হয়েছে ৷ এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে, উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আইএমডি ৷ অধিকাংশ অঞ্চলে শৈত্যপ্রবাহ থেমে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে ৷ তবে, আজ জম্মু ও কাশ্মীর, লাদাখ ও হিমাচলপ্রদেশের একাধিক জায়গায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে ৷ 11-13 জানুয়ারির মধ্যে এই বৃষ্টি ও তুষারপাতের পরিমাণ বাড়তে পারে ৷

আরও পড়ুন: সাগরমেলায় চড়বে পারদ, জেলাগুলিতে বজায় থাকবে শীতের আমেজ

এর ফলে পঞ্জাবের একাংশ, হরিয়ানা, দিল্লি ও বিহারের আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে ৷ এর ফলে উত্তর-পশ্চিম ভারতে গত 2 সপ্তাহ ধরে যে ব্যাপক শৈত্যপ্রবাহ চলছিল, তার থেকে আগামী 4-5 দিন রেহাই পাবে সাধারণ মানুষ ৷ তবে, ঘন কুয়াশার কারণে আজ সারাদিন উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে জনজীবন ব্যাহত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় মৌসম ভবন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.