ETV Bharat / bharat

Cyclone Jawad : বাংলার দিকে এগোনোর পর শক্তি হারাবে জাওয়াদ, সোমবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত - cyclone jawad likely to weaken into deep depression

রাজ্যবাসীকে স্বস্তি দিল ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad ) ৷ পুরী থেকে বাংলার দিকে আসার পথেই শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এই ঘূর্ণিঝড় ৷ ফলে ঘূর্ণিঝড়ের কবলে পড়তে হবে না রাজ্যবাসীকে (relief for west bengal) ৷ তবে ঝড়-বৃষ্টি থেকে অব্যাহতি মিলছে না ৷

Cyclone Jawad
জাওয়াদ
author img

By

Published : Dec 5, 2021, 6:59 AM IST

কলকাতা, 5 ডিসেম্বর : জাওয়াদের অর্থ উদার বা করুণাময় ৷ দিনের শেষে তার নামের প্রতি সুবিচার করল ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad) ৷ ভরা ডিসেম্বরে যে ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গবাসীর ঘুম উড়িয়ে দিয়েছিল তা বড়সড় কোনও ক্ষয়ক্ষতি ঘটাল না ৷ ভূভাগে আছড়ে না পড়ায় বঙ্গোপসাগরের উপরই ধীরে ধীরে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এটি ৷ এতে বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে এ যাত্রায় বেঁচে গেল অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ ৷ তবে শক্তি হারালেও এর প্রভাবে রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে ৷ রবিবার রাত পর্যন্ত আবহাওয়া একই থাকবে ৷

বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে ঘূর্ণিঝড় জাওয়াদ ৷ মৌসম ভবনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ওড়িশার গোপালপুর থেকে 200 কিমি দূরে অবস্থান করছে এটি ৷ এরপর রবিবার সকালে উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরতে শুরু করবে ঘূর্ণিঝড় ৷ দুপুর নাগাদ পুরী পৌঁছাবে ৷ তবে পুরীতে পৌঁছানোর পর ঘূর্ণিঝড় শক্তি হারাবে ৷ এ রাজ্যের দিকে ধেয়ে আসার পথে আরও কিছুটা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে জাওয়াদ (cyclone jawad likely to weaken into deep depression) ৷ তাই পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গ উপকূলে কোনও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই ৷ রাজ্যবাসীকে এই সুখবর দিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : Cyclone Jawad Updates : জাওয়াদের জেরে দিঘায় শুরু হল জলোচ্ছ্বাস

জাওয়াদ আছড়ে না পড়লেও শনিবার সন্ধের পর থেকেই রাজ্যের উপকূলভাগে ঝোড়ো হাওয়া শুরু হয়েছে ৷ হাওয়ার গতি রয়েছে 35-45 কিমি প্রতি ঘণ্টা, যা সর্বোচ্চ 55 কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে ৷ রবিবার বিকেলের পর থেকে এই হাওয়ার দাপট কমবে ৷ পাশাপাশি সোমবার পর্যন্ত রাজ্যে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ বৃষ্টি হবে মূলত রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে ৷ শনিবার ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৷ রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে ৷ সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে ৷ পশ্চিমবঙ্গের পাশাপাশি রবিবার বৃষ্টি হবে ওড়িশা, অসম, ত্রিপুরা ও মেঘালয়ের বিভিন্ন প্রান্তে ৷

আরও পড়ুন : Cyclone Jawad Updates : সাগরেই শক্তিক্ষয়, রাজ্যে আসছে না ঘূর্ণিঝড় জাওয়াদ

গতবছর আমফান এবং চলতি বছরে ইয়াস ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়েছিল এ রাজ্যে ৷ প্রচুর ক্ষয়ক্ষতি, প্রাণহানির মতো ঘটনা ঘটে ৷ উপকূলীয় এলাকাগুলিতে ক্ষতিক্ষতির পরিমাণ ছিল বেশি ৷ বছর শেষে আরও একটি ঘূর্ণিঝড় চোখ পাকালেও আপাতত উপরোক্ত দুটি ঘূর্ণিঝড়ের মতো বাংলার মানুষকে বিপদে ফেলছে না জাওয়াদ (relief for west bengal ) ৷ পশ্চিমবঙ্গবাসীর জন্য এটুকুই স্বস্তির ৷

কলকাতা, 5 ডিসেম্বর : জাওয়াদের অর্থ উদার বা করুণাময় ৷ দিনের শেষে তার নামের প্রতি সুবিচার করল ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad) ৷ ভরা ডিসেম্বরে যে ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গবাসীর ঘুম উড়িয়ে দিয়েছিল তা বড়সড় কোনও ক্ষয়ক্ষতি ঘটাল না ৷ ভূভাগে আছড়ে না পড়ায় বঙ্গোপসাগরের উপরই ধীরে ধীরে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এটি ৷ এতে বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে এ যাত্রায় বেঁচে গেল অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ ৷ তবে শক্তি হারালেও এর প্রভাবে রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে ৷ রবিবার রাত পর্যন্ত আবহাওয়া একই থাকবে ৷

বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে ঘূর্ণিঝড় জাওয়াদ ৷ মৌসম ভবনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ওড়িশার গোপালপুর থেকে 200 কিমি দূরে অবস্থান করছে এটি ৷ এরপর রবিবার সকালে উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরতে শুরু করবে ঘূর্ণিঝড় ৷ দুপুর নাগাদ পুরী পৌঁছাবে ৷ তবে পুরীতে পৌঁছানোর পর ঘূর্ণিঝড় শক্তি হারাবে ৷ এ রাজ্যের দিকে ধেয়ে আসার পথে আরও কিছুটা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে জাওয়াদ (cyclone jawad likely to weaken into deep depression) ৷ তাই পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গ উপকূলে কোনও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই ৷ রাজ্যবাসীকে এই সুখবর দিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : Cyclone Jawad Updates : জাওয়াদের জেরে দিঘায় শুরু হল জলোচ্ছ্বাস

জাওয়াদ আছড়ে না পড়লেও শনিবার সন্ধের পর থেকেই রাজ্যের উপকূলভাগে ঝোড়ো হাওয়া শুরু হয়েছে ৷ হাওয়ার গতি রয়েছে 35-45 কিমি প্রতি ঘণ্টা, যা সর্বোচ্চ 55 কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে ৷ রবিবার বিকেলের পর থেকে এই হাওয়ার দাপট কমবে ৷ পাশাপাশি সোমবার পর্যন্ত রাজ্যে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ বৃষ্টি হবে মূলত রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে ৷ শনিবার ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৷ রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে ৷ সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে ৷ পশ্চিমবঙ্গের পাশাপাশি রবিবার বৃষ্টি হবে ওড়িশা, অসম, ত্রিপুরা ও মেঘালয়ের বিভিন্ন প্রান্তে ৷

আরও পড়ুন : Cyclone Jawad Updates : সাগরেই শক্তিক্ষয়, রাজ্যে আসছে না ঘূর্ণিঝড় জাওয়াদ

গতবছর আমফান এবং চলতি বছরে ইয়াস ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়েছিল এ রাজ্যে ৷ প্রচুর ক্ষয়ক্ষতি, প্রাণহানির মতো ঘটনা ঘটে ৷ উপকূলীয় এলাকাগুলিতে ক্ষতিক্ষতির পরিমাণ ছিল বেশি ৷ বছর শেষে আরও একটি ঘূর্ণিঝড় চোখ পাকালেও আপাতত উপরোক্ত দুটি ঘূর্ণিঝড়ের মতো বাংলার মানুষকে বিপদে ফেলছে না জাওয়াদ (relief for west bengal ) ৷ পশ্চিমবঙ্গবাসীর জন্য এটুকুই স্বস্তির ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.