ETV Bharat / bharat

Reliance Retail Ventures Ltd: রিলায়েন্স রিটেলে বাড়ল কেকেআরের শেয়ার - reliance retail receives full subscription

রিলায়েন্স রিটেল ভেঞ্চার লিমিটেডে কেকেআরের শেয়ারের পরিমাণ 1.17 শতাংশ থেকে বেড়ে হল 1.42 শতাংশ ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে একটি রেগুলেটরি(কর সম্পর্কিত) ফাইলে এই তথ্য পেশ করা হয়েছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 10:25 PM IST

নয়াদিল্লি, 25 সেপ্টেম্বর: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের খুচরো শাখা রিলায়েন্স রিটেল ভেঞ্চার লিমিটেড সাবস্ক্রিপশন পেল 2,069.50 কোটি টাকার ৷ বিশ্বে বিভিন্ন দেশে বিনিয়োগকারী এই সংস্থায় কেকেআরের শেয়ারে আছে 1.71 কোটির ৷ রিলায়েন্স রিটেল ভেঞ্চার লিমিটেডে কেকেআরের শেয়ারের পরিমাণ 1.17 শতাংশ থেকে বেড়ে হল 1.42 শতাংশ ৷

শনিবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে একটি রেগুলেটরি ফাইল (কর সম্পর্কিত) ফাইল পেশ করা হয় ৷ সেখানে উল্লেখ করা হয় রিলায়েন্স রিটেল ভেঞ্চার লিমিটেড অ্যালিজম এশিয়া হোল্ডিং (Alyssum Asia Holdings-II) থেকে 2,069.50 কোটি টাকার সাবস্ক্রিপশন পেয়েছে ৷ বিশ্বে বিভিন্ন দেশে বিনিয়োগকারী সংস্থা কেকেআরকে ইক্যুইটি শেয়ার বাবাদ বরাদ্দ করেছে 1,71,58,752টি ৷ চলতি মাসের শুরুতেই খুচরো ব্যবসায় (রিলায়েন্স রিটেল ভেঞ্চার লিমিটেডে) 2,069.50 কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করা হয়েছিল আম্বানি গোষ্ঠীর এই সংস্থার পক্ষ থেকে ৷ বলা যায় এই বিনিয়োগ 0.25 শতাংশ অতিরিক্ত স্টেক ৷ যা টাকার অঙ্কে 8.36 কোটি টাকা ৷

1976 সালে পথ চলা শুরু করে বিশ্বে বিভিন্ন দেশে বিনিয়োগকারী সংস্থা কেকেআর ৷ চলতি বছরের 30 জুন পর্যন্ত এই সংস্থার সম্পত্তির পরিমাণ 519 মার্কিন ডলার ৷ পিছিয়ে নেই রিলায়েন্স রিটেল ভেঞ্চার লিমিটেডও ৷ চলতি মাসের শুরুতেই কাতার ইনভেস্টমেন্ট অথরিটি (QIA) থেকে রিলায়েন্স রিটেল ভেঞ্চার 1 শতাংশ স্টেক পেয়েছে ৷ টাকার অঙ্কে যার মূল্য 8,278 কোটি টাকা (100 মার্কিন ডলার) ৷

দু'বছর আগে অর্থাৎ 2020 সালে রিলায়েন্স রিটেল প্রাইভেট লিমিটেড গ্লোবাল ইক্য়ুইটি ফান্ড থেকে 10.09 শতাংশ শেয়ার সংগ্রহ করেছে ৷ টাকার অংকে এই শেয়ারের মূল্য 47 হাজার 265 টাকা ৷ তারপর সংস্থার মূল্য 4.2 লক্ষ কোটিতে দাঁড়িয়েছে ৷ যা বর্তমানে সময়ে খুচরো বাজারে সবচেয়ে বড় বিনিয়োগ ৷ সিলভার লেক, কেকেআর, মুবাডালা, আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি, জিআইসি, টিপিজি, জেনারেল আটলান্টিক এবং সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড থেকে প্রায় 57 বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছিল ।

আরও পড়ুন: কলকাতা-সহ দেশের 8টি শহরে চালু হল জিও এয়ার ফাইবার, প্ল্যান শুরু কত থেকে?

রিলায়েন্স রিটেল ভেঞ্চার লিমিটেড দ্রুততার সঙ্গে তাদের ব্যবসার বৃদ্ধি ঘটাচ্ছে ৷ সংস্থার পরিকাঠমো বৃদ্ধিতেও বিনিয়োগ করছে ৷ ভারতে ব্যবসা শুরু করেছে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির মতো সংস্থা ৷ গত মাসেই রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় জানান, বেশ কয়েকটি মার্কিন সংস্থা রিলায়েন্সে বিনিয়োগের জন্য আগ্রহ দেখিয়েছে ৷

সূত্র: পিটিআই

নয়াদিল্লি, 25 সেপ্টেম্বর: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের খুচরো শাখা রিলায়েন্স রিটেল ভেঞ্চার লিমিটেড সাবস্ক্রিপশন পেল 2,069.50 কোটি টাকার ৷ বিশ্বে বিভিন্ন দেশে বিনিয়োগকারী এই সংস্থায় কেকেআরের শেয়ারে আছে 1.71 কোটির ৷ রিলায়েন্স রিটেল ভেঞ্চার লিমিটেডে কেকেআরের শেয়ারের পরিমাণ 1.17 শতাংশ থেকে বেড়ে হল 1.42 শতাংশ ৷

শনিবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে একটি রেগুলেটরি ফাইল (কর সম্পর্কিত) ফাইল পেশ করা হয় ৷ সেখানে উল্লেখ করা হয় রিলায়েন্স রিটেল ভেঞ্চার লিমিটেড অ্যালিজম এশিয়া হোল্ডিং (Alyssum Asia Holdings-II) থেকে 2,069.50 কোটি টাকার সাবস্ক্রিপশন পেয়েছে ৷ বিশ্বে বিভিন্ন দেশে বিনিয়োগকারী সংস্থা কেকেআরকে ইক্যুইটি শেয়ার বাবাদ বরাদ্দ করেছে 1,71,58,752টি ৷ চলতি মাসের শুরুতেই খুচরো ব্যবসায় (রিলায়েন্স রিটেল ভেঞ্চার লিমিটেডে) 2,069.50 কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করা হয়েছিল আম্বানি গোষ্ঠীর এই সংস্থার পক্ষ থেকে ৷ বলা যায় এই বিনিয়োগ 0.25 শতাংশ অতিরিক্ত স্টেক ৷ যা টাকার অঙ্কে 8.36 কোটি টাকা ৷

1976 সালে পথ চলা শুরু করে বিশ্বে বিভিন্ন দেশে বিনিয়োগকারী সংস্থা কেকেআর ৷ চলতি বছরের 30 জুন পর্যন্ত এই সংস্থার সম্পত্তির পরিমাণ 519 মার্কিন ডলার ৷ পিছিয়ে নেই রিলায়েন্স রিটেল ভেঞ্চার লিমিটেডও ৷ চলতি মাসের শুরুতেই কাতার ইনভেস্টমেন্ট অথরিটি (QIA) থেকে রিলায়েন্স রিটেল ভেঞ্চার 1 শতাংশ স্টেক পেয়েছে ৷ টাকার অঙ্কে যার মূল্য 8,278 কোটি টাকা (100 মার্কিন ডলার) ৷

দু'বছর আগে অর্থাৎ 2020 সালে রিলায়েন্স রিটেল প্রাইভেট লিমিটেড গ্লোবাল ইক্য়ুইটি ফান্ড থেকে 10.09 শতাংশ শেয়ার সংগ্রহ করেছে ৷ টাকার অংকে এই শেয়ারের মূল্য 47 হাজার 265 টাকা ৷ তারপর সংস্থার মূল্য 4.2 লক্ষ কোটিতে দাঁড়িয়েছে ৷ যা বর্তমানে সময়ে খুচরো বাজারে সবচেয়ে বড় বিনিয়োগ ৷ সিলভার লেক, কেকেআর, মুবাডালা, আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি, জিআইসি, টিপিজি, জেনারেল আটলান্টিক এবং সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড থেকে প্রায় 57 বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছিল ।

আরও পড়ুন: কলকাতা-সহ দেশের 8টি শহরে চালু হল জিও এয়ার ফাইবার, প্ল্যান শুরু কত থেকে?

রিলায়েন্স রিটেল ভেঞ্চার লিমিটেড দ্রুততার সঙ্গে তাদের ব্যবসার বৃদ্ধি ঘটাচ্ছে ৷ সংস্থার পরিকাঠমো বৃদ্ধিতেও বিনিয়োগ করছে ৷ ভারতে ব্যবসা শুরু করেছে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির মতো সংস্থা ৷ গত মাসেই রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় জানান, বেশ কয়েকটি মার্কিন সংস্থা রিলায়েন্সে বিনিয়োগের জন্য আগ্রহ দেখিয়েছে ৷

সূত্র: পিটিআই

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.