নয়াদিল্লি, 6 নভেম্বর: বাজার মূল্য ও আয়ের নিরিখে তো বটেই, নিয়োগকারী সংস্থা হিসেবেও দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করল মুকেশ অম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ৷ আন্তর্জাতিক ম্যাগাজিন ফোর্বসের রিপোর্টে এই দাবি করা হয়েছে ৷ অর্থাৎ কর্মী নিয়োগের ক্ষেত্রে দেশের অন্যান্য সংস্থাগুলির তুলনায় এগিয়ে রয়েছে রিলায়েন্স (Reliance in Forbes List) ৷ পাশাপাশি, ফোর্বস ওয়ার্ল্ডস বেস্ট এমপ্লয়ার ব়্যাংকিংস 2022 রিপোর্টে বিশ্বের সেরা নিয়োগকারী সংস্থাগুলির যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে 20তম স্থানে রয়েছে ভারতীয় এই সংস্থা ৷ তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেক্ট্রনিক্স ৷
ফোর্বসের এই তালিকায় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে মাইক্রোসফ্ট, আইবিএম, অ্যালফাবেট ও অ্যাপেলের মতো মার্কিন সংস্থাগুলি ৷ তালিকার দ্বিতীয় থেকে দ্বাদশ স্থান রয়েছে মার্কিন সংস্থাগুলির দখলেই ৷ জার্মানির গাড়ি নির্মাতা সংস্থা বিএমডব্লু রয়েছে 13তম স্থানে ৷ আমাজন রয়েছে 14তম স্থানে ৷ ফরাসি সংস্থা ডেক্যাথলন তালিকার 15তম স্থানে জায়গা করে নিয়েছে (Forbes' World's Best Employers rankings 2022) ৷
আরও পড়ুন: আগেই মূল্যবৃদ্ধি নিয়ে পদক্ষেপ করলে পরিস্থিতি খারাপ হতে পারে, মন্তব্য আরবিআই গর্ভনরের
এই রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্সের টেলিকম, রিটেল, জ্বালানী ব্যবসায় বর্তমানে কর্মীসংস্থা 2 লক্ষ 30 হাজার ৷ যা ভারতে যেকোনও বেসরকারি সংস্থার নিরিখে সর্বোচ্চ (Reliance is the best employer in India according to forbes) ৷ নিয়োগকারী হিসেবে এই তালিকায় মার্সেডিজ, কোকাকোলা, হন্ডা, সৌদি আর্মাকোর মতো সংস্থাকেও পিছনে ফেলেছে রিলায়েন্স (Reliance industries) ৷ তালিকার সেরা 100টি সংস্থার মধ্যে একমাত্র ভারতীয় সংস্থা হিসেবে জায়গা পেয়েছে রিলায়েন্স ৷ এইচডিএফসি ব্যাঙ্ক রয়েছে 137 নম্বর স্থানে ৷ বাজাজ রয়েছে 173-এ ৷ এসবিআই রয়েছে 499 নম্বরে ৷ গৌতম আদানির আদানি এন্টারপ্রাইজ রয়েছে 547 নম্বরে ৷ তালিকার 668 নম্বরে স্থান পেয়েছে ইনফোসিস ৷ বিশ্বের 57টি দেশে সমীক্ষা চালিয়ে এই তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন ৷