ETV Bharat / bharat

আগামীকাল দ্বিতীয় দফার টিকাকরণ, অনলাইনে আবেদন শুরু সকাল 9টায় - 2nd phase of corona vaccination

সকাল ন'টা থেকে কো উইন পোর্টালে ভ্যাকসিনের জন্য আবেদন করা যাবে ।

vaccination
vaccination
author img

By

Published : Feb 28, 2021, 10:10 PM IST

দিল্লি, 28 ফেব্রুয়ারি : রাত পোহালে দেশে দ্বিতীয় দফার টিকাকরণ ৷ এবার স্বাস্থ্যকর্মী ও করোনা যোদ্ধাদের পাশাপাশি সাধারণ মানুষও ভ্যাকসিন নিতে পারবেন ৷ এই দফায় ষাটোর্ধ্ব এবং 45 বছরের উর্ধ্বে কো-মর্বিডিটি যুক্ত ব্যক্তিরা টিকা নিতে পারবেন ৷ এর জন্য নির্দেশিকা প্রকাশ করেছে স্বাস্থ্যমন্ত্রক ৷ টিকা নিতে ইচ্ছুকরা আগামীকাল সকাল ন'টা থেকে কো উইন 2.0 অ্যাপে নাম নথিভুক্ত করতে পারবেন ৷

প্রথম দফায় দেড় কোটি মানুষ টিকা পেয়েছেন ৷ দ্বিতীয় দফায় গোটা দেশে 10 কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার ৷ দ্বিতীয় দফার টিকাকরণের আগে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, সোমবার সকাল ন'টা থেকে কো উইন 2.0 পোর্টালে রেজিস্ট্রেশন করা যাবে ৷ এছাড়া আরোগ্য সেতু অ্যাপের মতো আইটি অ্যাপ্লিকেশ থেকেও আবেদন করা যাবে ৷ নির্দেশিকায় দেওয়া তথ্য অনুযায়ী, টিকাকরণ কেন্দ্রে গিয়েও আবেদন করা যাবে ৷ আবেদনের সময় সকাল নটা থেকে বিকেল তিনটে পর্যন্ত ৷ যেমন, 1 মার্চ টিকা নেওয়ার জন্য সকাল ন'টা থেকে তিনটের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে ৷ পাশাপাশি স্লট দেখে টিকার জন্য আগাম বুকিংও করা যাবে ৷ একইদিনে দ্বিতীয় ডোজ়ের জন্যও বুকিং করা যাবে ৷ কেউ টিকার প্রথম ডোজ়ের বুকিং বাতিল করলে পরবর্তী ডোজ়ের আবেদনও বাতিল হয়ে যাবে ৷

সরকারি ক্ষেত্রে বিনামূল্যে ও বেসরকারি ক্ষেত্রে খরচ বেঁধে দেওয়া হয়েছে ৷ সর্বশেষ ঘোষণা অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলি প্রতি ডোজ়ে আড়াইশো টাকা পর্যন্ত ধার্য করতে পারে ৷ 45 থেকে 59 বছর বয়সীদের মধ্যে কীরকম কোমর্বিডিটি থাকলে টিকা পাওয়া যাবে তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ৷ যেমন-

  • হৃদযন্ত্রের সমস্যা নিয়ে অতীতে হাসপাতালে ভরতি হয়েছেন
  • করোনারি আর্টারি ডিজ়িজ
  • স্ট্রোক
  • 10 বছর ধরে ডায়াবেটিসের সমস্যায় যারা রয়েছেন
  • হাইপারটেনশন
  • কিডনির সমস্যার শেষ পর্যায়ে থাকা রোগী
  • ক্যানসারের রোগী

মোবাইল নম্বর দিয়ে কো উইন 2.0 অ্যাপে নাম নথিভুক্তকরণ করা যাবে ৷ একটি মোবাইল নম্বর থেকে চারজনের নথিভুক্ত করা যাবে ৷ অনলাইন রেজিস্ট্রেশনের জন্য লাগবে সচিত্র পরিচয়পত্র ৷ আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড অথবা পেনশন ডকুমেন্ট হলেই রেজিস্ট্রেশন করা যাবে ৷

দিল্লি, 28 ফেব্রুয়ারি : রাত পোহালে দেশে দ্বিতীয় দফার টিকাকরণ ৷ এবার স্বাস্থ্যকর্মী ও করোনা যোদ্ধাদের পাশাপাশি সাধারণ মানুষও ভ্যাকসিন নিতে পারবেন ৷ এই দফায় ষাটোর্ধ্ব এবং 45 বছরের উর্ধ্বে কো-মর্বিডিটি যুক্ত ব্যক্তিরা টিকা নিতে পারবেন ৷ এর জন্য নির্দেশিকা প্রকাশ করেছে স্বাস্থ্যমন্ত্রক ৷ টিকা নিতে ইচ্ছুকরা আগামীকাল সকাল ন'টা থেকে কো উইন 2.0 অ্যাপে নাম নথিভুক্ত করতে পারবেন ৷

প্রথম দফায় দেড় কোটি মানুষ টিকা পেয়েছেন ৷ দ্বিতীয় দফায় গোটা দেশে 10 কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার ৷ দ্বিতীয় দফার টিকাকরণের আগে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, সোমবার সকাল ন'টা থেকে কো উইন 2.0 পোর্টালে রেজিস্ট্রেশন করা যাবে ৷ এছাড়া আরোগ্য সেতু অ্যাপের মতো আইটি অ্যাপ্লিকেশ থেকেও আবেদন করা যাবে ৷ নির্দেশিকায় দেওয়া তথ্য অনুযায়ী, টিকাকরণ কেন্দ্রে গিয়েও আবেদন করা যাবে ৷ আবেদনের সময় সকাল নটা থেকে বিকেল তিনটে পর্যন্ত ৷ যেমন, 1 মার্চ টিকা নেওয়ার জন্য সকাল ন'টা থেকে তিনটের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে ৷ পাশাপাশি স্লট দেখে টিকার জন্য আগাম বুকিংও করা যাবে ৷ একইদিনে দ্বিতীয় ডোজ়ের জন্যও বুকিং করা যাবে ৷ কেউ টিকার প্রথম ডোজ়ের বুকিং বাতিল করলে পরবর্তী ডোজ়ের আবেদনও বাতিল হয়ে যাবে ৷

সরকারি ক্ষেত্রে বিনামূল্যে ও বেসরকারি ক্ষেত্রে খরচ বেঁধে দেওয়া হয়েছে ৷ সর্বশেষ ঘোষণা অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলি প্রতি ডোজ়ে আড়াইশো টাকা পর্যন্ত ধার্য করতে পারে ৷ 45 থেকে 59 বছর বয়সীদের মধ্যে কীরকম কোমর্বিডিটি থাকলে টিকা পাওয়া যাবে তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ৷ যেমন-

  • হৃদযন্ত্রের সমস্যা নিয়ে অতীতে হাসপাতালে ভরতি হয়েছেন
  • করোনারি আর্টারি ডিজ়িজ
  • স্ট্রোক
  • 10 বছর ধরে ডায়াবেটিসের সমস্যায় যারা রয়েছেন
  • হাইপারটেনশন
  • কিডনির সমস্যার শেষ পর্যায়ে থাকা রোগী
  • ক্যানসারের রোগী

মোবাইল নম্বর দিয়ে কো উইন 2.0 অ্যাপে নাম নথিভুক্তকরণ করা যাবে ৷ একটি মোবাইল নম্বর থেকে চারজনের নথিভুক্ত করা যাবে ৷ অনলাইন রেজিস্ট্রেশনের জন্য লাগবে সচিত্র পরিচয়পত্র ৷ আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড অথবা পেনশন ডকুমেন্ট হলেই রেজিস্ট্রেশন করা যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.