ETV Bharat / bharat

GST Council meeting: জিএসটি'র আওতায় নয় পেট্রল-ডিজেল, করোনার ওষুধে বাড়ল ছাড়ের সময়সীমা - কেন্দ্রীয় অর্থমন্ত্রী

পেট্রল-ডিজেল নিয়ে কোনও আশার খবর না-থাকলেও জিএসটি বৈঠকের শেষে করোনার ওষুধের উপর ছাড়ের সময়সীমা বাড়ানোর পাশাপাশি ক্যানসারের ওষুধের উপর থেকে কর কমানো হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । আগে ক্যানসারের চিকিৎসায় প্রয়োগ করা ওষুধে 12 শতাংশ জিএসটি ছিল ৷ এবার তা কমিয়ে সর্বনিম্ন 5 শতাংশ করা হয়েছে।

GST Council meeting
জিএসটি'র আওতায় নয় পেট্রল-ডিজেল
author img

By

Published : Sep 17, 2021, 10:26 PM IST

লখনউ, 17 সেপ্টেম্বর : কাউন্সিলের বৈঠকে পেট্রল-ডিজেল নিয়ে আলোচনা হলেও তা এল না জিএসটি-র আওতায় ৷ ফলে গাড়ির মালিকদের জন্য কোনও আশার খবর শোনা গেল না জিএসটি বৈঠক শেষে ৷ কারণ আপাতত চড়া দামেই কিনতে হবে জ্বালানি ৷ তবে ছাড়ের সময়সীমা বাড়ানো হল করোনার ওষুধের দামে ৷ যা জারি থাকবে 31 ডিসেম্বর পর্যন্ত ৷

জল্পনা থাকলেও জিএসটি-র আওতায় আনা হল না পেট্রল ও ডিজেলকে ৷ এদিন লখনউতে বসেছিল 45তম জিএসটি কাউন্সিলের বৈঠক । এখনই জিএসটি-র আওতায় পেট্রল ও ডিজেলকে আনা সম্ভব হচ্ছে না । শুক্রবার বৈঠক শেষে একথা জানিয়ে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । পেট্রোপণ্য নিয়ে বেশ কয়েকটি রাজ্য বিরোধিতার কারণেই না কি, এই সিদ্ধান্ত ৷ করোনা আবহে এটাই ছিল জিএসটি কাউন্সিলের প্রথম সামনা-সামনি বৈঠক ৷ শেষবার 2019 সালের 18 ডিসেম্বর সামনাসামনি বৈঠকে বসেছিলেন কাউন্সিলের সদস্যরা ৷

বৈঠক শেষে এদিন সংবাদিকদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, "করোনার সঙ্গে সম্পর্ক না-থাকলেও বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দামি ওষুধে জিএসটি ছাড় দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে Zolgensma ও Viltepso দুটি ওষুধ। যার দাম 16 কেটি টাকা ৷" এছাড়াও এদিনের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে, কোভিড-19 এর 11টি ওষুধের উপর কর ছাড়ের সময়সীমা বাড়ানো এবং ক্যানসার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধের উপর থেকে জিএসটি 12 থেকে কমিয়ে 5 শতাংশ করা ৷

আরও পড়ুন: জিএসটি দেওয়া বন্ধ করে দিন, ব্য়বসায়ীদের পরামর্শ প্রধানমন্ত্রীর ভাইয়ের

এদিন সকাল 11টায় শুরু হয়েছিল জিএসটি কাউন্সিলের বৈঠক। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীরা। কেরালা হাইকোর্টের এক নির্দেশ পেট্রল, ডিজেলকে জিএসটি-র অন্তর্গত করার কথা বলেছিল । সেই নির্দেশিকার জেরে পেট্রোপণ্য নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয় । কিন্তু অধিকাংশ রাজ্য জ্বালানি তেলকে জিএসটি-র আওতায় আনার বিরোধিতা করায় এ নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি জিএসটি কাউন্সিল ৷

লখনউ, 17 সেপ্টেম্বর : কাউন্সিলের বৈঠকে পেট্রল-ডিজেল নিয়ে আলোচনা হলেও তা এল না জিএসটি-র আওতায় ৷ ফলে গাড়ির মালিকদের জন্য কোনও আশার খবর শোনা গেল না জিএসটি বৈঠক শেষে ৷ কারণ আপাতত চড়া দামেই কিনতে হবে জ্বালানি ৷ তবে ছাড়ের সময়সীমা বাড়ানো হল করোনার ওষুধের দামে ৷ যা জারি থাকবে 31 ডিসেম্বর পর্যন্ত ৷

জল্পনা থাকলেও জিএসটি-র আওতায় আনা হল না পেট্রল ও ডিজেলকে ৷ এদিন লখনউতে বসেছিল 45তম জিএসটি কাউন্সিলের বৈঠক । এখনই জিএসটি-র আওতায় পেট্রল ও ডিজেলকে আনা সম্ভব হচ্ছে না । শুক্রবার বৈঠক শেষে একথা জানিয়ে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । পেট্রোপণ্য নিয়ে বেশ কয়েকটি রাজ্য বিরোধিতার কারণেই না কি, এই সিদ্ধান্ত ৷ করোনা আবহে এটাই ছিল জিএসটি কাউন্সিলের প্রথম সামনা-সামনি বৈঠক ৷ শেষবার 2019 সালের 18 ডিসেম্বর সামনাসামনি বৈঠকে বসেছিলেন কাউন্সিলের সদস্যরা ৷

বৈঠক শেষে এদিন সংবাদিকদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, "করোনার সঙ্গে সম্পর্ক না-থাকলেও বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দামি ওষুধে জিএসটি ছাড় দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে Zolgensma ও Viltepso দুটি ওষুধ। যার দাম 16 কেটি টাকা ৷" এছাড়াও এদিনের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে, কোভিড-19 এর 11টি ওষুধের উপর কর ছাড়ের সময়সীমা বাড়ানো এবং ক্যানসার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধের উপর থেকে জিএসটি 12 থেকে কমিয়ে 5 শতাংশ করা ৷

আরও পড়ুন: জিএসটি দেওয়া বন্ধ করে দিন, ব্য়বসায়ীদের পরামর্শ প্রধানমন্ত্রীর ভাইয়ের

এদিন সকাল 11টায় শুরু হয়েছিল জিএসটি কাউন্সিলের বৈঠক। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীরা। কেরালা হাইকোর্টের এক নির্দেশ পেট্রল, ডিজেলকে জিএসটি-র অন্তর্গত করার কথা বলেছিল । সেই নির্দেশিকার জেরে পেট্রোপণ্য নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয় । কিন্তু অধিকাংশ রাজ্য জ্বালানি তেলকে জিএসটি-র আওতায় আনার বিরোধিতা করায় এ নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি জিএসটি কাউন্সিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.