গুয়াহাটি, 18 অক্টোবর : সংখ্যালঘু উচ্ছেদ অভিযান নিয়ে ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছে তাঁরা । এবার ওই ঘটনা নিয়ে অসমের হিমন্ত বিশ্ব শর্মা সরকারকে সতর্ক করলেন গোয়েন্দারাও । সংখ্যালঘু নিপীড়ণের ওই ঘটনাকে হাতিয়ার করে জঙ্গি সংগঠন আল-কায়দা অসমকে অস্থির করে তোলার পরিকল্পনা করছে বলে দাবি গোয়েন্দাদের । পাকিস্তানি গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্স (আইএসআই)-ও অসমে সাম্প্রদায়িক হিংসায় ইন্ধন জোগানোর চেষ্টা করছে বলে দাবি গোয়েন্দাদের । তাতে অসম জুড়ে লাল সতর্কতা জারি করেছে সে রাজ্যের পুলিশ ।
অসম পুলিশের এডিজিপি (এসবি) হীরেননাথ রবিবার ইটিভি ভারতের মুখোমুখি হন ৷ তিনি জানান, গত 6 অক্টোবর গুয়াহাটি শহরের লাখরায় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয় ৷ তার পরই তদন্তে সন্ত্রাসী ষড়যন্ত্রের বিষয়টি উঠে আসে ৷ তাতেই দেরি না করে ডিরেক্টর জেনারেল অব পুলিশের দফতর থেকে সমস্ত এসপি পদাধিকারীকে আপদকালীন বার্তা পাঠানো হয় ৷ কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য আগে থেকে প্রস্তুত থাকতে বলা হয়েছে সকলকে ৷
আরও পড়ুন: Rail Roko India : আজ দেশজুড়ে ছয় ঘন্টার 'রেল রোকো' কর্মসূচি সংযুক্ত কিষাণ মোর্চার
নরেন্দ্র মোদী সরকারের অধীনে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি হুমকিমূলক ভিডিয়ো প্রকাশ করে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভ্যান্ট (আইসিস) ৷ তাতে অসমের প্রসঙ্গও তোলে জঙ্গিরা ৷ অসমে ইচ্ছাকৃতভাবে মুসলিমদের উপর আক্রমণ চালানো হচ্ছে বলে দাবি ভিডিয়োয় দাবি করে তারা ৷ জম্মু-কাশ্মীরের পর একইভাবে অসমের সাম্প্রতিক ঘটনাকে আল-কায়দা এবং আইএসআই আন্তর্জাতিক সমস্যা হিসেবে তুলে ধরার চেষ্টা করছে বলে মনে করছেন গোয়েন্দারা ৷ সম্প্রতি মুসলিম জনসংখ্যা অধ্যুষিত 57টি দেশ নিয়ে গঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-ও অসমের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ।
সরকারি জমি দখলমুক্ত করতে সম্প্রতি উচ্ছেদ অভিযানে নামে হিমন্ত সরকারের পুলিশ । কিন্তু উচ্ছেদ অভিযানের নামে শুধুমাত্র হতদরিদ্র সংখ্যালঘু সম্প্রদায়কেই ঘরছাড়া করা হয় বলে অভিযোগ । তা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষেও বেঁধে যায় ৷ তাতে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে ৷ উচ্ছেদের বিরুদ্ধে প্রতিরোধে নেমে পুলিশের গুলিতে মৃত্যু হয় এক প্রৌঢ়ের ৷ এমনকি তাঁর গুলিবিদ্ধ শরীর যখন মাটিতে পড়ে, পুলিশের সামনেই তাঁর উপর জান্তব উল্লাসে বারবার জুতোসুদ্ধ লাফিয়ে পড়তে দেখা যায় এক সরকারি চিত্রগ্রাহককে ৷ আধার কার্ড নিয়ে ফেরার পথে ঝামেলার মধ্যে পড়ে পুলিশের গুলিতে 12 বছরের এক কিশোরের মৃত্যুর খবরও সামনে আসে ৷ তাতে তীব্র সমালোচনার মুখে পড়েন হিমন্ত ৷
তবে তাতে কার্যত ভ্রূক্ষেপই করতে দেখা যায়নি তাঁকে । বরং ঘটনার কয়েক দিন পর একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে তাঁকে বলেত শোনা যায়, মুসলিম ভোটের কোনও প্রয়োজনই নেই তাঁর । তিনি মুসলিমদের কাছে ভোট চাইতে যান না ৷ রাজ্যের মুসলিমরাও তাঁর কাছে কোনও সাহায্য চাইতে আসেন না । তবে হিমন্তর এই মন্তব্য নিয়েও তীব্র বিতর্ক হয় । বলা হয়, রাজ্যের প্রসাশনিক প্রধান হিসেবে সংবিধান ছুঁয়ে সমস্ত নাগরিকের অধিকার রক্ষার শপথ নিয়েছিলেন হিমন্ত । তার পরেও একটি বিশেষ সম্প্রদায়ের প্রতি তাঁর এমন আচরণ শোভা পায় না ।