ETV Bharat / bharat

কানাড়া ব্যাঙ্কে কর্মী নিয়োগ - latest job

মোট 220টি শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে কানাড়া ব্যাঙ্ক । আবেদন শুরু হবে 25 নভেম্বর থেকে । চলবে 15 ডিসেম্বর পর্যন্ত ।

Canara Bank Recruitment
কানাড়া ব্যাঙ্কে কর্মী নিয়োগ
author img

By

Published : Nov 23, 2020, 6:00 AM IST

ব্যাকআপ অ্যাডমিনিস্ট্র্যাটর, BI স্পেশালিস্ট, অ্যান্টিভাইরাস অ্যাডমিনিস্ট্র্যাটর, ম্যানেজার, চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং অন্যান্য পদে কর্মী নিতে চলেছে কানাড়া ব্যাঙ্ক । মোট শূন্যপদের সংখ্যা 220 । যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা 25 নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন । চলবে 15 ডিসেম্বর পর্যন্ত । SC/ST/PWBD-দের জন্য আবেদন ফি 100 টাকা । বাকিদের ক্ষেত্রে 600 টাকা । বেতনকাঠামো 23,700 থেকে 51,490 টাকা ।

টেকনিক্যাল পদে আবেদন করতে হলে BE/B.Tech./ME/M.Tech. অথবা MCA করে থাকতে হবে । ম্যানেজার(ল) অভিজ্ঞতাসহ আইনে স্নাতক হতে হবে । বাকি ম্যানেজার পদের জন্য MBA করে থাকতে হবে । চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য চাটার্ড অ্যাকাউন্টস করে থাকতে হবে । বয়স হতে হবে 20 থেকে 35 বছরের মধ্যে ।

বিস্তারিত জানতে কানাড়া ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট https://www.canarabank.com-এ চোখ রাখুন । চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

ব্যাকআপ অ্যাডমিনিস্ট্র্যাটর, BI স্পেশালিস্ট, অ্যান্টিভাইরাস অ্যাডমিনিস্ট্র্যাটর, ম্যানেজার, চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং অন্যান্য পদে কর্মী নিতে চলেছে কানাড়া ব্যাঙ্ক । মোট শূন্যপদের সংখ্যা 220 । যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা 25 নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন । চলবে 15 ডিসেম্বর পর্যন্ত । SC/ST/PWBD-দের জন্য আবেদন ফি 100 টাকা । বাকিদের ক্ষেত্রে 600 টাকা । বেতনকাঠামো 23,700 থেকে 51,490 টাকা ।

টেকনিক্যাল পদে আবেদন করতে হলে BE/B.Tech./ME/M.Tech. অথবা MCA করে থাকতে হবে । ম্যানেজার(ল) অভিজ্ঞতাসহ আইনে স্নাতক হতে হবে । বাকি ম্যানেজার পদের জন্য MBA করে থাকতে হবে । চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য চাটার্ড অ্যাকাউন্টস করে থাকতে হবে । বয়স হতে হবে 20 থেকে 35 বছরের মধ্যে ।

বিস্তারিত জানতে কানাড়া ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট https://www.canarabank.com-এ চোখ রাখুন । চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.