ETV Bharat / bharat

একদিনে রেকর্ড করোনা পরীক্ষা, দৈনিক মৃত্যু 4 হাজারের কম - করোনা ভাইরাসে মৃত্যু

শেষ 24 ঘণ্টায় রেকর্ড পরিমাণ টেস্ট হয়েছে ৷ 22 লাখ 55 হাজারটি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এটিই এখনও পর্যন্ত সর্বোচ্চ ৷ দেশে শেষ 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন 3 লাখ 69 হাজার 77 জন ৷

ভারতে করোনার সংক্রমণ
ভারতে করোনার সংক্রমণ
author img

By

Published : May 20, 2021, 11:20 AM IST

নয়াদিল্লি, 20 মে : দেশের 2.57 কোটিরও বেশি মানুষ ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৷ শেষ 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 2 লাখ 76 হাজার 70 জন ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 3 হাজার 874 জনের ৷ এখনও পর্যন্ত দেশে মোট 2 লাখ 87 হাজার 122 জনের মৃত্যু হয়েছে করোনার সংক্রমণে ৷ আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে মিউকরমাইকোসিসের সংক্রমণ ৷

তবে এরই মধ্যে বেশ কিছুটা স্বস্তি দিচ্ছে দেশে দৈনিক করোনা পরীক্ষার হার ৷ শেষ 24 ঘণ্টায় রেকর্ড পরিমাণ টেস্ট হয়েছে ৷ 22 লাখ 55 হাজারটি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এটিই এখনও পর্যন্ত সর্বোচ্চ ৷ দেশে শেষ 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন 3 লাখ 69 হাজার 77 জন ৷

এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা 31 লাখ 29 হাজার 878 ৷ এখনও পর্যন্ত মোট 18 কোটি 70 হাজার মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে ৷

মহারাষ্ট্র, কর্নাটক, কেরালা, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশে সংক্রমণ সবথেকে বেশি ৷ গতকাল মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ ছিল 34 হাজার ৷ দৈনিক মৃত্যু ছিল 594 ৷ এখনও পর্যন্ত সেখানে 90 জন মিউকরমাইকোসিসে প্রাণ হারিয়েছেন ৷

নয়াদিল্লি, 20 মে : দেশের 2.57 কোটিরও বেশি মানুষ ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৷ শেষ 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 2 লাখ 76 হাজার 70 জন ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 3 হাজার 874 জনের ৷ এখনও পর্যন্ত দেশে মোট 2 লাখ 87 হাজার 122 জনের মৃত্যু হয়েছে করোনার সংক্রমণে ৷ আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে মিউকরমাইকোসিসের সংক্রমণ ৷

তবে এরই মধ্যে বেশ কিছুটা স্বস্তি দিচ্ছে দেশে দৈনিক করোনা পরীক্ষার হার ৷ শেষ 24 ঘণ্টায় রেকর্ড পরিমাণ টেস্ট হয়েছে ৷ 22 লাখ 55 হাজারটি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এটিই এখনও পর্যন্ত সর্বোচ্চ ৷ দেশে শেষ 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন 3 লাখ 69 হাজার 77 জন ৷

এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা 31 লাখ 29 হাজার 878 ৷ এখনও পর্যন্ত মোট 18 কোটি 70 হাজার মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে ৷

মহারাষ্ট্র, কর্নাটক, কেরালা, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশে সংক্রমণ সবথেকে বেশি ৷ গতকাল মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ ছিল 34 হাজার ৷ দৈনিক মৃত্যু ছিল 594 ৷ এখনও পর্যন্ত সেখানে 90 জন মিউকরমাইকোসিসে প্রাণ হারিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.