ETV Bharat / bharat

Child Mountaineer summits Mullayanagiri Peak: তিন বছর পাঁচ মাস বয়সে ফের শিখর জয় ! নয়া রেকর্ড অনভির

author img

By

Published : Jan 22, 2023, 8:08 PM IST

অনভি চেতন ঘাটগের (Anvi Chetan Ghatge) বয়স মাত্র 3 বছর 5 মাস ৷ গত 12 জানুয়ারি কর্ণাটকের উচ্চতম শিখর মুল্লায়নাগিরি (Mullayanagiri Peak) জয় করে সে ৷ আর কী কী কীর্তি রয়েছে এই খুদে পর্বোতারোহীর ?

Record Holder Child Mountaineer Anvi Chetan Ghatge summits Mullayanagiri Peak
অনভির সফর

কোলাপুর, 22 জানুয়ারি: একাধিক রেকর্ডধারী খুদে পর্বতারোহী (Record Holder Child Mountaineer) অনভি চেতন ঘাটগের (Anvi Chetan Ghatge) মুকুটে যোগ হল নতুন পালক ৷ বয়স মাত্র 3 বছর 5 মাস ৷ আর এই বয়সেই কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গ জয় করে ফেলেছে সে ! তার এই কীর্তি দেখে তাজ্জব হয়ে গিয়েছেন পোড় খাওয়া পর্বতারোহীরাও ৷ তাঁরা সকলেই এই খুদে 'চ্য়াম্পিয়ন'কে অভিনন্দন জানিয়েছেন ৷ পাশাপাশি, প্রশাসনের নানা স্তর থেকেও অনভির প্রশংসা করা হচ্ছে ৷

প্রসঙ্গত, কর্ণাটকের উচ্চতম শিখর হল মুল্লায়নাগিরি (Mullayanagiri Peak) ৷ সমুদ্র সমতল থেকে এর উচ্চতা, 1 হাজার 930 মিটার ৷ গত 12 জানুয়ারি মুল্লায়নাগিরি শৃঙ্গের সর্বোচ্চস্থানে পৌঁছে যায় ছোট্ট অনভি ৷ সঙ্গে ছিলেন তার মা অনিতা ঘাটগে এবং বাবা চেতন ঘাটগে ৷ উল্লেখ্য, 12 জানুয়ারি রাজমাতা জিজাউয়ের জন্মজয়ন্তী ৷ সেই উপলক্ষে তাঁর সম্মানেই এই দিনটিকে বেছে নেওয়া হয় শৃঙ্গজয়ের জন্য ৷ শৃঙ্গে পৌঁছনোর পর রাজমাতা জিজাউকে প্রণাম জানায় ছোট্ট অনভি ৷

আরও পড়ুন: পুরনো জুতোয় রেকর্ড সময়ে কেনিয়ার নেলিয়ানায়, নজির সত্যরূপের

অনভির বাবা-মা জানিয়েছেন, গত 11 জানুয়ারি তাঁরা কোলাপুর থেকে মেয়েকে সঙ্গে নিয়ে রওনা দেন ৷ উদ্দেশ্য ছিল, 12 জানুয়ারি মুল্লায়নাগিরি অভিযান সফল করা ৷ সেই উদ্যোগ তাঁদের ব্যর্থ হয়নি ৷ তবে, গত 12 জানুয়ারি প্রবল গরম ছিল ওই এলাকায় ৷ চড়া রোদে যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারতেন ৷ কিন্তু, তাতেও আটকে রাখা যায়নি অনভিকে ৷ পর্বতের পাদদেশ থেকে শিখর পর্যন্ত পথ চড়া রোদ মাথায় নিয়েই পাড়ি দেয় সে ৷ এর জন্য টানা আড়াই ঘণ্টা ট্রেক করতে হয় তাকে ৷

অনভির এই সাফল্যের সঙ্গী শুধুমাত্র তার বাবা-মা নয় ৷ এই অভিযানে সামিল হয়েছিলেন অনভির মামা রোহন মানে এবং হর্ষদা মানে ৷ এছাড়াও, চিকমাগালুর বন বিভাগের বনকর্মীরাও অনভি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে থেকে সবরকম সহযোগিতা করেছেন ৷ প্রসঙ্গত, এর আগে এত কম বয়সে কেউ কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গে আরোহন করেনি ৷ তাই স্থানীয় বন বিভাগের পক্ষ থেকে অনভিকে অভিনন্দন জানানোর পাশাপাশি শংসাপত্রও দেওয়া হয় ৷

এর আগে মাত্র 2 বছর 11 মাস বয়সে মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ কলসুবাই (Kalsubai Peak) জয় করেছিল অনভি ৷ তার এই কীর্তি ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ড এবং এশিয়া বুক অফ রেকর্ডে নথিভুক্ত করা হয়েছে ৷ পাশাপাশি, বিশ্ব রেকর্ড কমিটিও অনভিকে তার কৃতিত্বের জন্য সম্মানিত করেছে ৷

কোলাপুর, 22 জানুয়ারি: একাধিক রেকর্ডধারী খুদে পর্বতারোহী (Record Holder Child Mountaineer) অনভি চেতন ঘাটগের (Anvi Chetan Ghatge) মুকুটে যোগ হল নতুন পালক ৷ বয়স মাত্র 3 বছর 5 মাস ৷ আর এই বয়সেই কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গ জয় করে ফেলেছে সে ! তার এই কীর্তি দেখে তাজ্জব হয়ে গিয়েছেন পোড় খাওয়া পর্বতারোহীরাও ৷ তাঁরা সকলেই এই খুদে 'চ্য়াম্পিয়ন'কে অভিনন্দন জানিয়েছেন ৷ পাশাপাশি, প্রশাসনের নানা স্তর থেকেও অনভির প্রশংসা করা হচ্ছে ৷

প্রসঙ্গত, কর্ণাটকের উচ্চতম শিখর হল মুল্লায়নাগিরি (Mullayanagiri Peak) ৷ সমুদ্র সমতল থেকে এর উচ্চতা, 1 হাজার 930 মিটার ৷ গত 12 জানুয়ারি মুল্লায়নাগিরি শৃঙ্গের সর্বোচ্চস্থানে পৌঁছে যায় ছোট্ট অনভি ৷ সঙ্গে ছিলেন তার মা অনিতা ঘাটগে এবং বাবা চেতন ঘাটগে ৷ উল্লেখ্য, 12 জানুয়ারি রাজমাতা জিজাউয়ের জন্মজয়ন্তী ৷ সেই উপলক্ষে তাঁর সম্মানেই এই দিনটিকে বেছে নেওয়া হয় শৃঙ্গজয়ের জন্য ৷ শৃঙ্গে পৌঁছনোর পর রাজমাতা জিজাউকে প্রণাম জানায় ছোট্ট অনভি ৷

আরও পড়ুন: পুরনো জুতোয় রেকর্ড সময়ে কেনিয়ার নেলিয়ানায়, নজির সত্যরূপের

অনভির বাবা-মা জানিয়েছেন, গত 11 জানুয়ারি তাঁরা কোলাপুর থেকে মেয়েকে সঙ্গে নিয়ে রওনা দেন ৷ উদ্দেশ্য ছিল, 12 জানুয়ারি মুল্লায়নাগিরি অভিযান সফল করা ৷ সেই উদ্যোগ তাঁদের ব্যর্থ হয়নি ৷ তবে, গত 12 জানুয়ারি প্রবল গরম ছিল ওই এলাকায় ৷ চড়া রোদে যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারতেন ৷ কিন্তু, তাতেও আটকে রাখা যায়নি অনভিকে ৷ পর্বতের পাদদেশ থেকে শিখর পর্যন্ত পথ চড়া রোদ মাথায় নিয়েই পাড়ি দেয় সে ৷ এর জন্য টানা আড়াই ঘণ্টা ট্রেক করতে হয় তাকে ৷

অনভির এই সাফল্যের সঙ্গী শুধুমাত্র তার বাবা-মা নয় ৷ এই অভিযানে সামিল হয়েছিলেন অনভির মামা রোহন মানে এবং হর্ষদা মানে ৷ এছাড়াও, চিকমাগালুর বন বিভাগের বনকর্মীরাও অনভি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে থেকে সবরকম সহযোগিতা করেছেন ৷ প্রসঙ্গত, এর আগে এত কম বয়সে কেউ কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গে আরোহন করেনি ৷ তাই স্থানীয় বন বিভাগের পক্ষ থেকে অনভিকে অভিনন্দন জানানোর পাশাপাশি শংসাপত্রও দেওয়া হয় ৷

এর আগে মাত্র 2 বছর 11 মাস বয়সে মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ কলসুবাই (Kalsubai Peak) জয় করেছিল অনভি ৷ তার এই কীর্তি ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ড এবং এশিয়া বুক অফ রেকর্ডে নথিভুক্ত করা হয়েছে ৷ পাশাপাশি, বিশ্ব রেকর্ড কমিটিও অনভিকে তার কৃতিত্বের জন্য সম্মানিত করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.