নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর: ইন্ডিয়া নাম বাদ দিয়ে নরেন্দ্র মোদির সরকার কি এবার দেশের নাম শুধুই ভারত রাখতে চলেছে ? জি20 বৈঠকের নৈশভোজের আমন্ত্রণপত্রে 'প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার' বদলে 'প্রেসিডেন্ট অফ ভারত' শব্দবন্ধ ব্যবহৃত হওয়ায় এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ মঙ্গলবার সকালে বিষয়টি সামনে আসতেই বিরোধিতায় সরব হয়েছে বিরোধীরা ৷ কংগ্রেসের লোকসভার সাংসদ শশী থারুরের মতে সাংবিধানিকভাবে ইন্ডিয়াকে ভারত নামে ডাকতে কোনও বাধা নেই ৷ কারণ সরকারিভাবে ইন্ডিয়া ও ভারত দুটোই দেশের পরিচয় ৷ তবে বিষয়টি নিয়ে কেন্দ্রকে খোঁচা দিতেও ছাড়েননি এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী । ইন্ডিয়া নামের 'ব্র্যান্ডভ্যালু'র কথা মনে করিয়ে দিয়েছেন ৷
মঙ্গলবার টুইটারে শশী থারুর লিখেছেন, "ইন্ডিয়াকে ভারত নামে ডাকতে সাংবিধানিকভাবে কোনও বাধা নেই ৷ দেশের দুটি সরকারি নামের অন্যমত ভারত ৷ আমি আশা করব সরকার 'ইন্ডিয়া' নাম থেকে সম্পূর্ণ দূরত্ব তৈরি করবে না কারণ এই নামটির একটা ব্র্যান্ডভ্যালু তৈরি হয়েছে বহু শতক ধরে ৷ আমাদের উচিত বিশ্ব যে নামে আমাদের চেনে সেই নাম পরিত্যাগ না করে দুটি নামই ব্যবহার করা ৷"
-
While there is no constitutional objection to calling India “Bharat”, which is one of the country’s two official names, I hope the government will not be so foolish as to completely dispense with “India”, which has incalculable brand value built up over centuries. We should… pic.twitter.com/V6ucaIfWqj
— Shashi Tharoor (@ShashiTharoor) September 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">While there is no constitutional objection to calling India “Bharat”, which is one of the country’s two official names, I hope the government will not be so foolish as to completely dispense with “India”, which has incalculable brand value built up over centuries. We should… pic.twitter.com/V6ucaIfWqj
— Shashi Tharoor (@ShashiTharoor) September 5, 2023While there is no constitutional objection to calling India “Bharat”, which is one of the country’s two official names, I hope the government will not be so foolish as to completely dispense with “India”, which has incalculable brand value built up over centuries. We should… pic.twitter.com/V6ucaIfWqj
— Shashi Tharoor (@ShashiTharoor) September 5, 2023
আরও পড়ুন: দেশের নাম ‘ইন্ডিয়া’ থেকে বদলে হবে ‘ভারত’ ! বিশেষ অধিবেশনে পাশ হতে পারে প্রস্তাব
এই নাম বদল প্রসঙ্গে কংগ্রেস অভিযোগ করেছে, নরেন্দ্র মোদি সরকারের আমলে দেশের 'যুক্ত রাষ্ট্রীয়' পরিচিতিই আক্রমণের মুখে পড়েছে ৷ এই প্রসঙ্গে কংগ্রেসের সোশাল মিডিয়া সেলের চেয়ারপার্সন সুপ্রিয়া শ্রীনাত জানিয়েছেন, দেশের সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ভারত ও ইন্ডিয়া এই দুটি নামই দেশের পরিচয় ৷ কিন্তু বাস্তব হল প্রধানমন্ত্রী 'ইন্ডিয়া' নাম নিয়ে ভীত ও সন্ত্রস্ত ৷ বিরোধীদের টেক্কা দিতে তিনি দেশের নামই পালটে দিতে চাইছেন ৷ কংগ্রেসের এই নেত্রীর কথায়, "নিজের মাতৃভূমির নাম কে পালটে দেয়? প্রধানমন্ত্রী সেই নাম বদলেরই চেষ্টা করছেন ৷" কংগ্রেসের অভিযোগ বিরোধী 'ইন্ডিয়া'জোটের সঙ্গে লড়তে গিয়ে দেশের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করছেন প্রধানমন্ত্রী ৷