ETV Bharat / bharat

Razzak Molla : ‘মমতা খোঁজ নেন’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অসুস্থ রেজ্জাক - mamata banerjee

ভাঙড়-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম এবং যুব নেতা রশিদ মোল্লা অসুস্থ রেজ্জাক মোল্লাকে দেখতে আজ তাঁর গ্রামের বাড়িতে যান । তাদের প্রবীণ নেতা বলেন, ‘ভাঙড় থেকেই রাজনৈতিক জীবন শুরু করেছিলাম, ভাঙড়েই শেষ করেছি । কিন্তু ভাঙড়ের জন্য আমার সর্বদাই মন টানে ।’

Razzak Molla
‘মমতা খোঁজ নেন’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অসুস্থ রেজ্জাক
author img

By

Published : Nov 6, 2021, 9:21 PM IST

ভাঙড়, 6 নভেম্বর : ‘মমতা বন্দ্যোপাধ্যায় ভাল মনের মানুষ, তিনি আমার খোঁজ রাখেন । জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ।’ হাসপাতাল থেকে ফিরে মমতার প্রশংসায় পঞ্চমুখ প্রবীণ নেতা আব্দুর রেজ্জাক মোল্লা।

দু'দিন আগেই ৭৫ বছর বয়সে চিকিৎসাধীন থাকা অবস্থায় প্রয়াত হয়েছেন বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায় । ৭৭ বছরের প্রবীণ নেতা রেজ্জাক মোল্লাও অসুস্থ । সদ্য হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে ফিরেছেন । পুরনো দলের কেউ তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজ না-রাখলেও খোঁজ নেন মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন অসুস্থ রেজ্জাক মোল্লা গ্রামের বাড়িতে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বলেন, দলকে আরও সংগঠিত করতে হবে ।

ভাঙড়-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম এবং যুব নেতা রশিদ মোল্লা রেজ্জাক মোল্লাকে দেখতে শনিবার তাঁর গ্রামের বাড়িতে যান । পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় অসুস্থ হয়ে প্রয়াত হওয়ার পর দলের প্রবীণতম নেতা রেজ্জাক মোল্লার শারীরিক পরিস্থিতির খোঁজ খবর নিতে এবং সৌজন্য সাক্ষাৎ করতে যান তাঁরা । দল নিয়ে এবং ভাঙড়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘক্ষণ তাদের মধ্যে আলোচনা হয় । প্রবীণ নেতা বলেন, ‘ভাঙড় থেকেই রাজনৈতিক জীবন শুরু করেছিলাম , ভাঙড়েই শেষ করেছি । কিন্তু ভাঙড়ের জন্য আমার সর্বদাই মন টানে ।’ ভাঙড়ের দুই তৃণমূল নেতা নান্নু হোসেন এবং অহিদুল ইসলামের মৃত্যুতে নেতৃত্ব শূন‍্য ভাঙড়ে আব্দুর রহিমের হাতে দায়িত্ব দিলে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস আরও সুসংগঠিত হবে বলেও তিনি জানান ।

আরও পড়ুন: Mukesh Ambani: দেশ ছাড়ছেন না আম্বানিরা, লন্ডনে কেনা সম্পত্তি ব্যবসারই অঙ্গ, জানাল রিলায়্যান্স

‘মমতা খোঁজ নেন’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অসুস্থ রেজ্জাক

ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে রাজনীতিতে হাতেখড়ি ভাঙড়ের বাঁকড়ি গ্রামের কৃষক পরিবারের সন্তান রেজ্জাকের । ১৯৭২ সালে এই কেন্দ্র থেকেই সিপিএমের টিকিটে জিতে বিধায়ক হন । ১৯৭৭ সাল থেকে ক্যানিং পূর্ব বিধানসভা থেকে সিপিএমের প্রার্থী । ২০১১ সাল পর্যন্ত ছিলেন সিপিএমের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী । ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে রেজ্জাক বার বার দল বিরোধী মন্তব্য করায় ২০১৪ সালে সিপিএম তাঁকে বহিষ্কার করে । ‘ন্যায়বিচার পার্টি’ তৈরি করে সামাজিক আন্দোলনে সামিল ছিলেন কিছু দিন । ২০১৬ সালে তৃণমূলে যোগ দেন । ওই বছরই তৃণমূলের টিকিটে জেতেন ভাঙড়ে । খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের দায়িত্বও পান । এক সময়ের দাপুটে নেতা এখন অসুস্থ । দীর্ঘ দিন ধরে ভুগছেন কিডনির অসুখে । চোখে সমস্যা, হৃদরোগ । সম্প্রতি পা ভেঙে আরও অসুস্থ হয়ে পড়েন । একসময়ের লড়াকু নেতার এখন সর্বক্ষণের সঙ্গী লাঠি বা হুইল চেয়ার ।

আরও পড়ুন: Rahul Gandhi: মোদিকে বিঁধে এলপিজি-র দাম নিয়ে নিয়ে কবিতা রাহুলের

ভাঙড়, 6 নভেম্বর : ‘মমতা বন্দ্যোপাধ্যায় ভাল মনের মানুষ, তিনি আমার খোঁজ রাখেন । জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ।’ হাসপাতাল থেকে ফিরে মমতার প্রশংসায় পঞ্চমুখ প্রবীণ নেতা আব্দুর রেজ্জাক মোল্লা।

দু'দিন আগেই ৭৫ বছর বয়সে চিকিৎসাধীন থাকা অবস্থায় প্রয়াত হয়েছেন বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায় । ৭৭ বছরের প্রবীণ নেতা রেজ্জাক মোল্লাও অসুস্থ । সদ্য হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে ফিরেছেন । পুরনো দলের কেউ তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজ না-রাখলেও খোঁজ নেন মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন অসুস্থ রেজ্জাক মোল্লা গ্রামের বাড়িতে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বলেন, দলকে আরও সংগঠিত করতে হবে ।

ভাঙড়-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম এবং যুব নেতা রশিদ মোল্লা রেজ্জাক মোল্লাকে দেখতে শনিবার তাঁর গ্রামের বাড়িতে যান । পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় অসুস্থ হয়ে প্রয়াত হওয়ার পর দলের প্রবীণতম নেতা রেজ্জাক মোল্লার শারীরিক পরিস্থিতির খোঁজ খবর নিতে এবং সৌজন্য সাক্ষাৎ করতে যান তাঁরা । দল নিয়ে এবং ভাঙড়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘক্ষণ তাদের মধ্যে আলোচনা হয় । প্রবীণ নেতা বলেন, ‘ভাঙড় থেকেই রাজনৈতিক জীবন শুরু করেছিলাম , ভাঙড়েই শেষ করেছি । কিন্তু ভাঙড়ের জন্য আমার সর্বদাই মন টানে ।’ ভাঙড়ের দুই তৃণমূল নেতা নান্নু হোসেন এবং অহিদুল ইসলামের মৃত্যুতে নেতৃত্ব শূন‍্য ভাঙড়ে আব্দুর রহিমের হাতে দায়িত্ব দিলে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস আরও সুসংগঠিত হবে বলেও তিনি জানান ।

আরও পড়ুন: Mukesh Ambani: দেশ ছাড়ছেন না আম্বানিরা, লন্ডনে কেনা সম্পত্তি ব্যবসারই অঙ্গ, জানাল রিলায়্যান্স

‘মমতা খোঁজ নেন’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অসুস্থ রেজ্জাক

ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে রাজনীতিতে হাতেখড়ি ভাঙড়ের বাঁকড়ি গ্রামের কৃষক পরিবারের সন্তান রেজ্জাকের । ১৯৭২ সালে এই কেন্দ্র থেকেই সিপিএমের টিকিটে জিতে বিধায়ক হন । ১৯৭৭ সাল থেকে ক্যানিং পূর্ব বিধানসভা থেকে সিপিএমের প্রার্থী । ২০১১ সাল পর্যন্ত ছিলেন সিপিএমের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী । ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে রেজ্জাক বার বার দল বিরোধী মন্তব্য করায় ২০১৪ সালে সিপিএম তাঁকে বহিষ্কার করে । ‘ন্যায়বিচার পার্টি’ তৈরি করে সামাজিক আন্দোলনে সামিল ছিলেন কিছু দিন । ২০১৬ সালে তৃণমূলে যোগ দেন । ওই বছরই তৃণমূলের টিকিটে জেতেন ভাঙড়ে । খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের দায়িত্বও পান । এক সময়ের দাপুটে নেতা এখন অসুস্থ । দীর্ঘ দিন ধরে ভুগছেন কিডনির অসুখে । চোখে সমস্যা, হৃদরোগ । সম্প্রতি পা ভেঙে আরও অসুস্থ হয়ে পড়েন । একসময়ের লড়াকু নেতার এখন সর্বক্ষণের সঙ্গী লাঠি বা হুইল চেয়ার ।

আরও পড়ুন: Rahul Gandhi: মোদিকে বিঁধে এলপিজি-র দাম নিয়ে নিয়ে কবিতা রাহুলের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.