ETV Bharat / bharat

করোনা আক্রান্ত মৃত কর্মীদের দায়িত্ব নেবে টাটা - করোনা আক্রান্ত মৃত কর্মীদের দায়িত্ব নেবে টাটা

করোনা আবহে টাটা স্টীলের কর্মীদের পাশে দাঁড়ালেন রতন টাটা ৷ সংস্থার তরফে একটি টুইটার প্রকাশ করা হয় ৷ সেখানে বলা হয় , সংস্থাটির যেসব কর্মীরা করোনা আক্রান্ত হয়ে মারা যাবেন , তাঁদের পরিবারের পাশে সর্বোতভাবে দাঁড়াবে টাটা স্টিল ৷

রতন টাটা
রতন টাটা
author img

By

Published : May 25, 2021, 8:54 PM IST

কলকাতা, 25 মে : মারণ ভাইরাস কেড়েছে বহু প্রাণ ৷ পাশাপাশি লকডাউন পরিস্থিতিতে কাজ হারিয়েছেন বহু বেসরকারি কর্মী ৷ সংসারের একমাত্র রোজগেরের চলে যাওয়ায় কার্যত পথে বসেছে বহু পরিবার ৷ এই পরিস্থিতিতে টাটা স্টিলের করোনা আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ালেন রতন টাটা ৷

টাটা স্টিলের তরফে এই মর্মে একটি টুইটার করা হয় ৷ সেই টুইটারের তারা জানিয়েছে, কোম্পানির পক্ষ থেকে একটি সামাজিক সুরক্ষা স্কিম চালু করা হল ৷ করোনায় কোনও কর্মচারী মারা গেলে , তাঁর 60 বছর পর্যন্ত তার পরিবারকে মাসিক বেতন দেওয়া হবে ৷ পাশাপাশি চিকিৎসা ও বসবাস সংক্রান্ত সুযোগ সুবিধাও প্রদান করা হবে ৷ এছাড়াও মৃতের সন্তানদের পড়াশোনার সমস্ত খরচাও বহন করবে সংস্থা ৷

আরও পড়ুন :বুদ্ধদেবের শারীরিক অবস্থার অবনতি, ভর্তি হাসপাতালে

রতন টাটার এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে সব মহল ৷ টুইটারে তিনি অন্যান্য বেসরকারি সংস্থাগুলিকেও কর্মীদের পাশে দাঁড়ানোর আবেদন করেছেন ৷ বরাবরই দেশের সঙ্কটকালীন পরিস্থিতিতে রতন টাটা এগিয়ে এসেছেন সঙ্কোটমোচনে ৷ কিছুদিন আগেই যখন অক্সিজেনের হাহাকারে গোটা দেশে টালমাটাল দশা চলছিল , সেইসময় অক্সিজেন জোগান দিয়েছিল টাটা স্টিল অথোরিটি অফ ইন্ডিয়া ৷ তাঁর এই মানবিক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে শিল্পমহলেও ৷

কলকাতা, 25 মে : মারণ ভাইরাস কেড়েছে বহু প্রাণ ৷ পাশাপাশি লকডাউন পরিস্থিতিতে কাজ হারিয়েছেন বহু বেসরকারি কর্মী ৷ সংসারের একমাত্র রোজগেরের চলে যাওয়ায় কার্যত পথে বসেছে বহু পরিবার ৷ এই পরিস্থিতিতে টাটা স্টিলের করোনা আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ালেন রতন টাটা ৷

টাটা স্টিলের তরফে এই মর্মে একটি টুইটার করা হয় ৷ সেই টুইটারের তারা জানিয়েছে, কোম্পানির পক্ষ থেকে একটি সামাজিক সুরক্ষা স্কিম চালু করা হল ৷ করোনায় কোনও কর্মচারী মারা গেলে , তাঁর 60 বছর পর্যন্ত তার পরিবারকে মাসিক বেতন দেওয়া হবে ৷ পাশাপাশি চিকিৎসা ও বসবাস সংক্রান্ত সুযোগ সুবিধাও প্রদান করা হবে ৷ এছাড়াও মৃতের সন্তানদের পড়াশোনার সমস্ত খরচাও বহন করবে সংস্থা ৷

আরও পড়ুন :বুদ্ধদেবের শারীরিক অবস্থার অবনতি, ভর্তি হাসপাতালে

রতন টাটার এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে সব মহল ৷ টুইটারে তিনি অন্যান্য বেসরকারি সংস্থাগুলিকেও কর্মীদের পাশে দাঁড়ানোর আবেদন করেছেন ৷ বরাবরই দেশের সঙ্কটকালীন পরিস্থিতিতে রতন টাটা এগিয়ে এসেছেন সঙ্কোটমোচনে ৷ কিছুদিন আগেই যখন অক্সিজেনের হাহাকারে গোটা দেশে টালমাটাল দশা চলছিল , সেইসময় অক্সিজেন জোগান দিয়েছিল টাটা স্টিল অথোরিটি অফ ইন্ডিয়া ৷ তাঁর এই মানবিক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে শিল্পমহলেও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.