ETV Bharat / bharat

Appointment of Governors: মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল রমেশ বৈশ, বদল আরও 12 জায়গায় - 12 Governors and a Lt Governor

12টি রাজ্যের নতুন রাজ্য়পাল ও লাদাখের লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ করলেন রাষ্ট্রপতি ৷ রবিবার রাষ্ট্রপতি ভবন থেকে নতুন রাজ্যপালদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে ৷ মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির পদত্যাগপত্র গ্রহণ করেছেন তিনি (President of India Droupadi Murmu appoints 12 Governors and a Lt Governor) ৷

রাষ্ট্রপতি দ্রৌপদী র্মুর্মু
রাজ্যপাল
author img

By

Published : Feb 12, 2023, 11:04 AM IST

Updated : Feb 12, 2023, 11:59 AM IST

নয়াদিল্লি, 12 ফেব্রুয়ারি: বেশ কয়েকজন নতুন রাজ্যপাল নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি ও লাদাখের লেফটেন্যান্ট গভর্নর রাধা কৃষ্ণ মাথুরের ইস্তফাপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি ৷ তাঁর বদলে মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ বৈশ ৷ রবিবার রাষ্ট্রপতি ভবন থেকে 12 টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেফটেন্যান্ট গভর্নরের নাম ঘোষণা করা হয়েছে ৷ লাদাখের নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) (ডঃ) বিডি মিশ্র ৷ তিনি অরুণাচলপ্রদেশের রাজ্যপাল ছিলেন ৷

নবনিযুক্ত 12 জন রাজ্য়পালের মধ্যে 6 জন নতুন ৷ এঁদের মধ্যে 4 জন বিজেপি নেতা এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ৷ বিচারপতি এ আবদুল নাজির অন্ধ্রপ্রদেশের নতুন রাজ্যপাল (Former Supreme Court judge S Adbul Nazeer) ৷ দেশের সর্বোচ্চ আদালতের এই বিচারপতি অযোধ্যা মামলায় সাংবিধানিক বেঞ্চের সদস্য ছিলেন ৷ এই বেঞ্চটি অযোধ্যার প্রত্নতত্ত্ব রিপোর্টকে (archaeological report on Ayodhya) সম্মতি দিয়েছিল ৷ মামলার ফলাফলে এই রিপোর্টটির বড় ভূমিকা ছিল বলে মনে করা হয় ৷

আরও পড়ুন: ভাষণ-বিতর্কে জল ঢালতে শাহকে চিঠি কোশিয়ারির

রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গিয়েছে, সিকিমের নতুন রাজ্যপাল হয়েছেন বিজেপি নেতা লক্ষ্মণ প্রসাদ আচার্য ৷ ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পেয়েছেন সিপি রাধাকৃষ্ণণ ৷ হিমাচল প্রদেশে রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা ৷ রাজস্থানের বিরোধী দলনেতা গুলাব চন্দ কাতারিয়া অসমের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন ৷ লেফটেন্যান্ট জেনারেল কে টি পারনায়ক অরুণাচলপ্রদেশের নতুন রাজ্যপাল ৷

অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন ছত্তিশগড়ের দায়িত্ব নিয়েছেন ৷ এদিকে ছত্তিশগড়ের রাজ্যপাল অনুসুইয়া উকিয়ে (Governor of Chhattisgarh Anusuiya Uikye) মণিপুরের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিচ্ছেন ৷ মণিপুরের রাজ্যপাল লা গণেশন নাগাল্যান্ডের নতুন রাজ্যপাল ৷ পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় দেশের উপ-রাষ্ট্রপতি হওয়ার পর অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছিলেন লা গণেশন ৷ বিহারের রাজ্যপাল ফাগু চৌহান মেঘালয়ের নতুন রাজ্যপাল ৷ হিমাচলপ্রদেশের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর বিহারের নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন ৷

আরও পড়ুন: ধনকড়ের ইস্তফা গ্রহণ রাষ্ট্রপতির, মণিপুরের সঙ্গে বাংলারও রাজ্যপালের দায়িত্বে গণেশন

নয়াদিল্লি, 12 ফেব্রুয়ারি: বেশ কয়েকজন নতুন রাজ্যপাল নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি ও লাদাখের লেফটেন্যান্ট গভর্নর রাধা কৃষ্ণ মাথুরের ইস্তফাপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি ৷ তাঁর বদলে মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ বৈশ ৷ রবিবার রাষ্ট্রপতি ভবন থেকে 12 টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেফটেন্যান্ট গভর্নরের নাম ঘোষণা করা হয়েছে ৷ লাদাখের নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) (ডঃ) বিডি মিশ্র ৷ তিনি অরুণাচলপ্রদেশের রাজ্যপাল ছিলেন ৷

নবনিযুক্ত 12 জন রাজ্য়পালের মধ্যে 6 জন নতুন ৷ এঁদের মধ্যে 4 জন বিজেপি নেতা এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ৷ বিচারপতি এ আবদুল নাজির অন্ধ্রপ্রদেশের নতুন রাজ্যপাল (Former Supreme Court judge S Adbul Nazeer) ৷ দেশের সর্বোচ্চ আদালতের এই বিচারপতি অযোধ্যা মামলায় সাংবিধানিক বেঞ্চের সদস্য ছিলেন ৷ এই বেঞ্চটি অযোধ্যার প্রত্নতত্ত্ব রিপোর্টকে (archaeological report on Ayodhya) সম্মতি দিয়েছিল ৷ মামলার ফলাফলে এই রিপোর্টটির বড় ভূমিকা ছিল বলে মনে করা হয় ৷

আরও পড়ুন: ভাষণ-বিতর্কে জল ঢালতে শাহকে চিঠি কোশিয়ারির

রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গিয়েছে, সিকিমের নতুন রাজ্যপাল হয়েছেন বিজেপি নেতা লক্ষ্মণ প্রসাদ আচার্য ৷ ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পেয়েছেন সিপি রাধাকৃষ্ণণ ৷ হিমাচল প্রদেশে রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা ৷ রাজস্থানের বিরোধী দলনেতা গুলাব চন্দ কাতারিয়া অসমের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন ৷ লেফটেন্যান্ট জেনারেল কে টি পারনায়ক অরুণাচলপ্রদেশের নতুন রাজ্যপাল ৷

অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন ছত্তিশগড়ের দায়িত্ব নিয়েছেন ৷ এদিকে ছত্তিশগড়ের রাজ্যপাল অনুসুইয়া উকিয়ে (Governor of Chhattisgarh Anusuiya Uikye) মণিপুরের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিচ্ছেন ৷ মণিপুরের রাজ্যপাল লা গণেশন নাগাল্যান্ডের নতুন রাজ্যপাল ৷ পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় দেশের উপ-রাষ্ট্রপতি হওয়ার পর অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছিলেন লা গণেশন ৷ বিহারের রাজ্যপাল ফাগু চৌহান মেঘালয়ের নতুন রাজ্যপাল ৷ হিমাচলপ্রদেশের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর বিহারের নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন ৷

আরও পড়ুন: ধনকড়ের ইস্তফা গ্রহণ রাষ্ট্রপতির, মণিপুরের সঙ্গে বাংলারও রাজ্যপালের দায়িত্বে গণেশন

Last Updated : Feb 12, 2023, 11:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.