ETV Bharat / bharat

ঝাড়খণ্ডে নকশালদের সঙ্গে এনকাউন্টারে গুলিবিদ্ধ পুলিশ আধিকারিক, সীমান্ত এলাকায় বাড়ল নিরাপত্তা

Naxalite Encounter in Jharkhand: গাড়োয়ায় পুলিশ-নকশাল এনকাউন্টারে গুলিবিদ্ধ রাঙ্কা থানার ইনচার্জ । নকশালদের বিরুদ্ধে অভিযান চলাকালীন জেজেএমপি'র সঙ্গে পুলিশের এনকাউন্টার হয় । তাতেই গুলবিদ্ধ হন আধিকারিক।

Naxalite Encounter in Jharkhand
এনকাউন্টারে গুলিবিদ্ধ পুলিশ
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 11:25 AM IST

Updated : Dec 18, 2023, 11:33 AM IST

গাড়োয়া (ঝাড়খণ্ড), 18 ডিসেম্বর: নকশালদের বিরুদ্ধে অভিযান চালাকালীন ঝাড়খণ্ডের গাড়োয়ায় এনকাউন্টার । পুলিশ-নকশাল এনকাউন্টারে গুলিবিদ্ধ হয়েছেন রাঙ্কা থানার ইনচার্জ । চিকিৎসার জন্য তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । জানা গিয়েছে,গাড়োয়ায় নিষিদ্ধ নকশাল সংগঠন ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদের (জেজেএমপি) সঙ্গে পুলিশের এনকাউন্টার হয় । এই এনকাউন্টারে গাড়োয়ার রাঙ্কা থানার ইনচার্জ শংকর প্রসাদ কুশওয়াহা গুলিবিদ্ধ হন। তাঁর হাতে গুলি লাগে । তাঁকে চিকিৎসার জন্য প্রথমে গাড়োয়া সদর হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখানকার চিকিৎসকরা আরও ভালো চিকিৎসার জন্য তাঁকে রাঁচির মেডিকায় রেফার করেন । জানা গিয়েছে, আহত রাঙ্কা থানার ইনচার্জকে তাঁর সহযোগীরা অপারেশন এলাকা থেকে বের করে এনে চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করেন ৷

পুলিশের তরফে জানা গিয়েছে, ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদের নকশালরা রাঙ্কা এলাকায় রয়েছে বলে গাড়োয়া পুলিশ খবর পেয়েছিল । এই তথ্যের ভিত্তিতে তল্লাশি অভিযান শুরু করে গাড়োয়া পুলিশ । এই অভিযানের সময় পুলিশকে আসতে দেখে নকশালরা গুলি চালাতে শুরু করে । তাতে রাঙ্কা থানার ইনচার্জ গুলিবিদ্ধ হন । উভয় পক্ষ থেকে কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে ৷ আশংকা করা হচ্ছে, জেজেএমপির নকশালদেরও গুলি করা হয়েছে ।

এই এনকাউন্টারের পরে গাড়োয়া পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং নকশালদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালায় । পালামু সংলগ্ন সীমান্ত এলাকাও সিল করে দিয়েছে গাড়োয়া পুলিশ । পালামুর জোনাল আইজি রাজকুমার লাকড়া ঘটনার কথা স্বীকার করেছেন । তিনি জানান, আহত পুলিশ স্টেশন ইনচার্জকে চিকিৎসার জন্য রাঁচির মেডিকায় রেফার করা হয়েছে । দীর্ঘদিন পর গাড়োয়া এলাকায় পুলিশ ও জেজেএমপির মধ্যে এনকাউন্টার হয়েছে । এটি জেজেএমপি কমান্ডার তুনেশের স্কোয়াড ছিল যার সঙ্গে এনকাউন্টার হয় ।

আরও পড়ুন:

  1. নকশাল দমনে জোর নারী শক্তিতে, 'বস্তার ফাইটার্সে' যোগ 280 জন মহিলার
  2. বাংলা থেকে এনআইএ'র ওয়ান্টেড নকশাল প্রদীপ মণ্ডল গ্রেফতার
  3. তিন দশক পর নকশাল অধ্য়ুষিত মিনপা গ্রামে রাস্তা তৈরিতে নিয়োগ হাজারেরও বেশি নিরাপত্তারক্ষী

গাড়োয়া (ঝাড়খণ্ড), 18 ডিসেম্বর: নকশালদের বিরুদ্ধে অভিযান চালাকালীন ঝাড়খণ্ডের গাড়োয়ায় এনকাউন্টার । পুলিশ-নকশাল এনকাউন্টারে গুলিবিদ্ধ হয়েছেন রাঙ্কা থানার ইনচার্জ । চিকিৎসার জন্য তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । জানা গিয়েছে,গাড়োয়ায় নিষিদ্ধ নকশাল সংগঠন ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদের (জেজেএমপি) সঙ্গে পুলিশের এনকাউন্টার হয় । এই এনকাউন্টারে গাড়োয়ার রাঙ্কা থানার ইনচার্জ শংকর প্রসাদ কুশওয়াহা গুলিবিদ্ধ হন। তাঁর হাতে গুলি লাগে । তাঁকে চিকিৎসার জন্য প্রথমে গাড়োয়া সদর হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখানকার চিকিৎসকরা আরও ভালো চিকিৎসার জন্য তাঁকে রাঁচির মেডিকায় রেফার করেন । জানা গিয়েছে, আহত রাঙ্কা থানার ইনচার্জকে তাঁর সহযোগীরা অপারেশন এলাকা থেকে বের করে এনে চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করেন ৷

পুলিশের তরফে জানা গিয়েছে, ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদের নকশালরা রাঙ্কা এলাকায় রয়েছে বলে গাড়োয়া পুলিশ খবর পেয়েছিল । এই তথ্যের ভিত্তিতে তল্লাশি অভিযান শুরু করে গাড়োয়া পুলিশ । এই অভিযানের সময় পুলিশকে আসতে দেখে নকশালরা গুলি চালাতে শুরু করে । তাতে রাঙ্কা থানার ইনচার্জ গুলিবিদ্ধ হন । উভয় পক্ষ থেকে কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে ৷ আশংকা করা হচ্ছে, জেজেএমপির নকশালদেরও গুলি করা হয়েছে ।

এই এনকাউন্টারের পরে গাড়োয়া পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং নকশালদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালায় । পালামু সংলগ্ন সীমান্ত এলাকাও সিল করে দিয়েছে গাড়োয়া পুলিশ । পালামুর জোনাল আইজি রাজকুমার লাকড়া ঘটনার কথা স্বীকার করেছেন । তিনি জানান, আহত পুলিশ স্টেশন ইনচার্জকে চিকিৎসার জন্য রাঁচির মেডিকায় রেফার করা হয়েছে । দীর্ঘদিন পর গাড়োয়া এলাকায় পুলিশ ও জেজেএমপির মধ্যে এনকাউন্টার হয়েছে । এটি জেজেএমপি কমান্ডার তুনেশের স্কোয়াড ছিল যার সঙ্গে এনকাউন্টার হয় ।

আরও পড়ুন:

  1. নকশাল দমনে জোর নারী শক্তিতে, 'বস্তার ফাইটার্সে' যোগ 280 জন মহিলার
  2. বাংলা থেকে এনআইএ'র ওয়ান্টেড নকশাল প্রদীপ মণ্ডল গ্রেফতার
  3. তিন দশক পর নকশাল অধ্য়ুষিত মিনপা গ্রামে রাস্তা তৈরিতে নিয়োগ হাজারেরও বেশি নিরাপত্তারক্ষী
Last Updated : Dec 18, 2023, 11:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.