গাড়োয়া (ঝাড়খণ্ড), 18 ডিসেম্বর: নকশালদের বিরুদ্ধে অভিযান চালাকালীন ঝাড়খণ্ডের গাড়োয়ায় এনকাউন্টার । পুলিশ-নকশাল এনকাউন্টারে গুলিবিদ্ধ হয়েছেন রাঙ্কা থানার ইনচার্জ । চিকিৎসার জন্য তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । জানা গিয়েছে,গাড়োয়ায় নিষিদ্ধ নকশাল সংগঠন ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদের (জেজেএমপি) সঙ্গে পুলিশের এনকাউন্টার হয় । এই এনকাউন্টারে গাড়োয়ার রাঙ্কা থানার ইনচার্জ শংকর প্রসাদ কুশওয়াহা গুলিবিদ্ধ হন। তাঁর হাতে গুলি লাগে । তাঁকে চিকিৎসার জন্য প্রথমে গাড়োয়া সদর হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখানকার চিকিৎসকরা আরও ভালো চিকিৎসার জন্য তাঁকে রাঁচির মেডিকায় রেফার করেন । জানা গিয়েছে, আহত রাঙ্কা থানার ইনচার্জকে তাঁর সহযোগীরা অপারেশন এলাকা থেকে বের করে এনে চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করেন ৷
পুলিশের তরফে জানা গিয়েছে, ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদের নকশালরা রাঙ্কা এলাকায় রয়েছে বলে গাড়োয়া পুলিশ খবর পেয়েছিল । এই তথ্যের ভিত্তিতে তল্লাশি অভিযান শুরু করে গাড়োয়া পুলিশ । এই অভিযানের সময় পুলিশকে আসতে দেখে নকশালরা গুলি চালাতে শুরু করে । তাতে রাঙ্কা থানার ইনচার্জ গুলিবিদ্ধ হন । উভয় পক্ষ থেকে কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে ৷ আশংকা করা হচ্ছে, জেজেএমপির নকশালদেরও গুলি করা হয়েছে ।
এই এনকাউন্টারের পরে গাড়োয়া পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং নকশালদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালায় । পালামু সংলগ্ন সীমান্ত এলাকাও সিল করে দিয়েছে গাড়োয়া পুলিশ । পালামুর জোনাল আইজি রাজকুমার লাকড়া ঘটনার কথা স্বীকার করেছেন । তিনি জানান, আহত পুলিশ স্টেশন ইনচার্জকে চিকিৎসার জন্য রাঁচির মেডিকায় রেফার করা হয়েছে । দীর্ঘদিন পর গাড়োয়া এলাকায় পুলিশ ও জেজেএমপির মধ্যে এনকাউন্টার হয়েছে । এটি জেজেএমপি কমান্ডার তুনেশের স্কোয়াড ছিল যার সঙ্গে এনকাউন্টার হয় ।
আরও পড়ুন: