ETV Bharat / bharat

Randeep Singh Surjewala on Inflation : নতুন বছরে দেশবাসীকে মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধি উপহার দিয়েছে কেন্দ্র, তোপ কংগ্রেসের - নরেন্দ্র মোদি সরকার

নতুন বছরের প্রথম দিন থেকেই নানা ক্ষেত্রে বর্ধিত কর কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার ৷ তারই প্রেক্ষিতে কেন্দ্রের সমালোচনায় সরব হল কংগ্রেস (Congress slams centre for Inflation and Price Hike) ৷ দলের নেতা রণদীপ সিং সুরজেওয়ালার অভিযোগ, নতুন বছরে দেশবাসীকে মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধি উপহার দিয়েছে মোদি সরকার (Randeep Singh Surjewala criticizing Narendra Modi Government) ৷

randeep singh surjewala criticizing narendra modi government for inflation and price hike in new year
Randeep Singh Surjewala on Inflation : নতুন বছরে দেশবাসীকে মুদ্রাস্ফিতী ও মূল্যবৃদ্ধি উপহার দিয়েছে কেন্দ্র, তোপ সুরজেওয়ালার
author img

By

Published : Jan 1, 2022, 7:57 PM IST

নয়াদিল্লি, 1 জানুয়ারি : বছর শুরুর দিনেই মোদি সরকারের সমালোচনায় সরব হল কংগ্রেস (Congress slams centre for Inflation and Price Hike) ৷ তাদের অভিযোগ, নতুন বছরে দেশবাসীকে মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধি উপহার দিয়েছে কেন্দ্র ৷ শনিবার এক সাংবাদিক সম্মেলনে এনিয়ে মুখ খোলেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা (Randeep Singh Surjewala criticizing Narendra Modi Government) ৷ তিনি বলেন, ‘‘মূল্যবৃদ্ধির বোঝা ক্রমশই বাড়ছে ৷ 2021 সালের নভেম্বর মাসে পাইকারি মূল্য সূচক 14.23 শতাংশে পৌঁছে গিয়েছিল ৷ যা গত 10 বছরে সর্বাধিক ৷ নতুন বছরে খুব শীঘ্রই এর প্রভাব বোঝা যাবে ৷ তাই নতুন বছরের শুরু থেকেই সমস্ত জিনিসের জন্য বাড়তি টাকা গুণতে প্রস্তুত থাকতে হবে আমাদের ৷ তা সে রোজের ব্যবহারের কোনও পণ্য হোক, কিংবা কোনও বিলাসবহুল জিনিস, অথবা ইস্পাত, সিমেন্ট কিংবা বিদ্যুৎ ৷’’

আরও পড়ুন : ATM Service Charge Increase : এটিএমের সার্ভিস সার্জ বৃদ্ধি হল 22-এর প্রথম দিন থেকেই

প্রসঙ্গত, শুক্রবারই জিএসটি কাউন্সিলের বৈঠক হয় ৷ সেখানে স্থির হয়, বস্ত্র শিল্পে জিএসটি-র পরিমাণ 5 শতাংশ বাড়িয়ে 12 শতাংশ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা আপাতত মুলতুবি রাখা হচ্ছে ৷ তবে জুতো শিল্পে এমন কোনও স্বস্তি দেওয়ার ভাবনা নেই সরকারের ৷ তারই ভিত্তিতে এদিন রণদীপ বলেন, ‘‘জুতো কেনা থেকে অটো বা ট্যাক্সি ভাড়া করা, কিংবা মোবাইল অ্য়াপের মাধ্যমে খাবারের অর্ডার দেওয়া, অথবা এটিএম থেকে টাকা তোলা, সবকিছুতেই 1 জানুয়ারি থেকে করের পরিমাণ বেড়ে যাচ্ছে ৷’’

আরও পড়ুন : LPG price reduced : বছরের প্রথম দিনেই কমল গ্যাসের দাম

কংগ্রেস নেতার অভিযোগ, পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত বস্ত্র শিল্পে জিএসটি বৃদ্ধির সিদ্ধান্ত মুলতুবি করে রাখা হয়েছে ৷ তারপর আরও একমাস হয়তো এই সিদ্ধান্ত বহাল রাখা হবে ৷ তিনি বলেন, ‘‘মনে রাখবেন, জিএসটি বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়নি ৷ যে মুহূর্তে নির্বাচন শেষ হয়ে যাবে, সরকার সঙ্গে সঙ্গে করের পরিমাণ বাড়িয়ে দেবে ৷’’ এই কারণেই এদিন বিজেপিকে ভোট না দেওয়ার জন্য মানুষের কাছে আবেদন জানান রণদীপ ৷

নয়াদিল্লি, 1 জানুয়ারি : বছর শুরুর দিনেই মোদি সরকারের সমালোচনায় সরব হল কংগ্রেস (Congress slams centre for Inflation and Price Hike) ৷ তাদের অভিযোগ, নতুন বছরে দেশবাসীকে মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধি উপহার দিয়েছে কেন্দ্র ৷ শনিবার এক সাংবাদিক সম্মেলনে এনিয়ে মুখ খোলেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা (Randeep Singh Surjewala criticizing Narendra Modi Government) ৷ তিনি বলেন, ‘‘মূল্যবৃদ্ধির বোঝা ক্রমশই বাড়ছে ৷ 2021 সালের নভেম্বর মাসে পাইকারি মূল্য সূচক 14.23 শতাংশে পৌঁছে গিয়েছিল ৷ যা গত 10 বছরে সর্বাধিক ৷ নতুন বছরে খুব শীঘ্রই এর প্রভাব বোঝা যাবে ৷ তাই নতুন বছরের শুরু থেকেই সমস্ত জিনিসের জন্য বাড়তি টাকা গুণতে প্রস্তুত থাকতে হবে আমাদের ৷ তা সে রোজের ব্যবহারের কোনও পণ্য হোক, কিংবা কোনও বিলাসবহুল জিনিস, অথবা ইস্পাত, সিমেন্ট কিংবা বিদ্যুৎ ৷’’

আরও পড়ুন : ATM Service Charge Increase : এটিএমের সার্ভিস সার্জ বৃদ্ধি হল 22-এর প্রথম দিন থেকেই

প্রসঙ্গত, শুক্রবারই জিএসটি কাউন্সিলের বৈঠক হয় ৷ সেখানে স্থির হয়, বস্ত্র শিল্পে জিএসটি-র পরিমাণ 5 শতাংশ বাড়িয়ে 12 শতাংশ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা আপাতত মুলতুবি রাখা হচ্ছে ৷ তবে জুতো শিল্পে এমন কোনও স্বস্তি দেওয়ার ভাবনা নেই সরকারের ৷ তারই ভিত্তিতে এদিন রণদীপ বলেন, ‘‘জুতো কেনা থেকে অটো বা ট্যাক্সি ভাড়া করা, কিংবা মোবাইল অ্য়াপের মাধ্যমে খাবারের অর্ডার দেওয়া, অথবা এটিএম থেকে টাকা তোলা, সবকিছুতেই 1 জানুয়ারি থেকে করের পরিমাণ বেড়ে যাচ্ছে ৷’’

আরও পড়ুন : LPG price reduced : বছরের প্রথম দিনেই কমল গ্যাসের দাম

কংগ্রেস নেতার অভিযোগ, পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত বস্ত্র শিল্পে জিএসটি বৃদ্ধির সিদ্ধান্ত মুলতুবি করে রাখা হয়েছে ৷ তারপর আরও একমাস হয়তো এই সিদ্ধান্ত বহাল রাখা হবে ৷ তিনি বলেন, ‘‘মনে রাখবেন, জিএসটি বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়নি ৷ যে মুহূর্তে নির্বাচন শেষ হয়ে যাবে, সরকার সঙ্গে সঙ্গে করের পরিমাণ বাড়িয়ে দেবে ৷’’ এই কারণেই এদিন বিজেপিকে ভোট না দেওয়ার জন্য মানুষের কাছে আবেদন জানান রণদীপ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.