হায়দরাবাদ, 19 অক্টোবর: জি ইউরি রেড্ডির যাবতীয় অভিযোগ নস্যাৎ করল রামোজি গ্রুপ ৷ বিজনেস টাইকুন রামোজি রাওয়ের সংস্থার পালটা অভিযোগ, হায়দরাবাদে বসবাস করা একজন ব্যক্তি কেন হায়দরাবাদ রেজিস্ট্রার অফ কোম্পানিজ বা এনসিএলটি অথবা তেলেঙ্গানা পুলিশকে এড়িয়ে অন্ধ্রপ্রদেশে সিআইডির কাছে গিয়েছিলেন ?
মার্গদর্শী চিটফান্ড প্রাইভেট লিমিটেডের প্রাক্তন বিনিয়োগকারী গাদিরেদ্দি জগন্নাধা রেড্ডির ছেলে ইউরি রেড্ডির অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে । রামোজি গ্রুপের অভিযোগ, যাবতীয় ঘটনাক্রম রামোজি গ্রুপকে বদনাম করার জন্য অন্ধ্রপ্রদেশ সরকারের প্রচেষ্টা । ইউরি রেড্ডি দাবি করেছিলেন, মার্গদর্শী চিটফান্ডে তাঁর পরিবারের শেয়ারগুলি রামোজি গ্রুপের চেয়ারম্যান রামোজি রাও ‘জোর করে’, ‘হুমকি’ দিয়ে পরিবর্তন করেছিলেন।
এর আগে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট জানিয়ে দিয়েছিল, মার্গদর্শী চিটফান্ড কোম্পানির দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটানো যাবে না ৷ মার্গদর্শী চিটফান্ডের অফিসগুলিতে পরিদর্শন স্থগিত করার অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে অন্ধ্র হাইকোর্ট । অন্যদিকে তেলেঙ্গানা হাইকোর্টও অন্ধ্রপ্রদেশ সিআইডিকে মার্গদর্শী মামলার বিবরণ মিডিয়ার কাছে প্রকাশ না-করার জন্য মৌখিক নির্দেশ দিয়েছে ।
আরও পড়ুন: মার্গদর্শী চিটফান্ড মামলায় অন্ধ্র ও তেলেঙ্গানা হাইকোর্টের রায়ে স্বস্তিতে কোম্পানি
অন্যদিকে, 21 অগস্ট অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তেলেগু দেশম পার্টি (টিডিপি) প্রধান, এন চন্দ্রবাবু নাইডু রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং ওয়াইএসআর কংগ্রেস পার্টির সভাপতি ওয়াইএস জগন মোহন রেড্ডির বিরুদ্ধে ইটিভি নেটওয়ার্কের মালিক রামোজি রাওকে অহেতুক হয়রানি করার অভিযোগ আনেন ৷
টিডিপি প্রধান বলেন, ‘‘সংবাদমাধ্যমে ওয়াইএসআরসিপির কেলেঙ্কারি এবং নোংরা কাজগুলি প্রকাশ করার' খামোকা হয়রানি করা হচ্ছে রামোজি রাওকে ।’’ এক্সে একটি দীর্ঘ পোস্টে চন্দ্রবাবু নাইডু লিখেছেন, ‘‘প্রতিষ্ঠানগুলিকে ভেঙে ফেলার প্রবণতা অব্যাহত ৷ জগন মোহন রেড্ডি এখন মিডিয়াকে ধ্বংস করার চেষ্টা করছেন ৷ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বিপন্ন ।’’