ETV Bharat / bharat

Ramoji Film City : তেলাঙ্গানা পর্যটন পুরস্কার পাচ্ছে রামোজি ফিল্ম সিটি - বিশ্ব পর্যটন দিবস

পর্যটনে সেরার শিরোপা পেল রামোজি ফিল্ম সিটি (Ramoji Film City) ৷ তেলাঙ্গানা রাজ্য পর্যটন পুরস্কার (Telangana State Tourism Award) পেতে চলেছে হায়দরাবাদের এই পর্যটন স্থল ৷

ramoji-film-city-bags-telangana-tourism-award-for-giving-best-services-to-tourists
তেলাঙ্গানা পর্যটন পুরস্কার পাচ্ছে রামোজি ফিল্ম সিটি
author img

By

Published : Sep 26, 2021, 12:49 PM IST

হায়দরাবাদ, 26 সেপ্টেম্বর : পর্যটকদের পছন্দের ডেস্টিনেশনের মধ্যে অন্যতম হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটি (Ramoji Film City) ৷ রামোজি গ্রুপের এই প্রতিষ্ঠানের মুকুটে এ বার জুড়ল নয়া পালক ৷ 'বেস্ট সিভিক ম্যানেজমেন্ট অফ আ টুরিস্ট ডেস্টিনেশন' (Best Civic Management of a Tourist Destination) বিভাগে চলতি বছরের তেলাঙ্গানা রাজ্য পর্যটন পুরস্কার (Telangana State Tourism Award) জিতে নিয়েছে রামোজি ফিল্ম সিটি ৷

শনিবার পর্যটনে শ্রেষ্ঠত্বের বিচারে 16টি বিভাগে পুরস্কার ঘোষণা করেন তেলাঙ্গানার পর্যটন, ক্রীড়া ও শুল্ক দফতরের মন্ত্রী ভি শ্রীনিবাস গৌড় (V Srinivas)৷ আগামী সোমবার বিশ্ব পর্যটন দিবসে (World Tourism Day) বেগমপেটের প্লাজা হোটেলে বিজেতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে ৷

আরও পড়ুন: Mann Ki baat : আজ 'বিশ্ব নদী দিবস'-এ দেশজুড়ে নদী উৎসব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

পাঁচ তারা হোটেল ডিলাক্স ক্যাটেগরিতে পুরস্কার পেয়েছে ওয়েস্টিন হোটেল ৷ আর পাঁচ তারা হোটেলের বিভাগের পুরস্কার গিয়েছে বাঞ্জারা হিলসের পার্ক হায়াতের ঝুলিতে ৷

আরও পড়ুন: Cyclone Gulab : ধেয়ে আসছে গুলাব, আগাম সতর্কতায় বাতিল 24টি দূরপাল্লার ট্রেন

ফোর স্টার হোটেলের ক্যাটেগরিতে পুরস্কার পেয়েছে বাঞ্জারা হিলসের দশপাল্লা হোটেল ও ম্রুগাভানি রিসর্ট ৷ তিন তারা হোটেল বিভাগে লকরি-কা-পুলের বেস্ট ওয়েস্টার্ন অশোকা হোটেল জিতেছে সেরার পুরস্কার ৷ আর শ্রেষ্ঠ কনভেনশন সেন্টার বিভাগে পুরস্কার পাচ্ছে নোভাটেল ও এইচআইসিসি ৷

আরও পড়ুন: Bhawanipur By poll : ভবানীপুর উপনির্বাচনে ঘরের মেয়েকে ভোট দেওয়ার সুযোগ বিহারীবাবু পিকের

গ্রিন হোটেল (Green Hotels) বিভাগে প্রথম পুরস্কার দেওয়া হয়েছে তারামাটি বরাদরিকে ৷ দ্বিতীয় পুরস্কার পেয়েছে মুলুগু জেলার রামাপ্পা মন্দির প্রাঙ্গণের হরিতা হোটেল ৷ তৃতীয় স্থানে রয়েছে নিজামাবাদের আলিসাগরের হরিতা লেক রিসর্ট ৷

আরও পড়ুন: Narendra Modi : রাষ্ট্রসঙ্ঘে নাম না করে চিনের বিরুদ্ধে সমুদ্র অপব্যবহারের অভিযোগে সরব মোদি

হায়দরাবাদ, 26 সেপ্টেম্বর : পর্যটকদের পছন্দের ডেস্টিনেশনের মধ্যে অন্যতম হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটি (Ramoji Film City) ৷ রামোজি গ্রুপের এই প্রতিষ্ঠানের মুকুটে এ বার জুড়ল নয়া পালক ৷ 'বেস্ট সিভিক ম্যানেজমেন্ট অফ আ টুরিস্ট ডেস্টিনেশন' (Best Civic Management of a Tourist Destination) বিভাগে চলতি বছরের তেলাঙ্গানা রাজ্য পর্যটন পুরস্কার (Telangana State Tourism Award) জিতে নিয়েছে রামোজি ফিল্ম সিটি ৷

শনিবার পর্যটনে শ্রেষ্ঠত্বের বিচারে 16টি বিভাগে পুরস্কার ঘোষণা করেন তেলাঙ্গানার পর্যটন, ক্রীড়া ও শুল্ক দফতরের মন্ত্রী ভি শ্রীনিবাস গৌড় (V Srinivas)৷ আগামী সোমবার বিশ্ব পর্যটন দিবসে (World Tourism Day) বেগমপেটের প্লাজা হোটেলে বিজেতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে ৷

আরও পড়ুন: Mann Ki baat : আজ 'বিশ্ব নদী দিবস'-এ দেশজুড়ে নদী উৎসব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

পাঁচ তারা হোটেল ডিলাক্স ক্যাটেগরিতে পুরস্কার পেয়েছে ওয়েস্টিন হোটেল ৷ আর পাঁচ তারা হোটেলের বিভাগের পুরস্কার গিয়েছে বাঞ্জারা হিলসের পার্ক হায়াতের ঝুলিতে ৷

আরও পড়ুন: Cyclone Gulab : ধেয়ে আসছে গুলাব, আগাম সতর্কতায় বাতিল 24টি দূরপাল্লার ট্রেন

ফোর স্টার হোটেলের ক্যাটেগরিতে পুরস্কার পেয়েছে বাঞ্জারা হিলসের দশপাল্লা হোটেল ও ম্রুগাভানি রিসর্ট ৷ তিন তারা হোটেল বিভাগে লকরি-কা-পুলের বেস্ট ওয়েস্টার্ন অশোকা হোটেল জিতেছে সেরার পুরস্কার ৷ আর শ্রেষ্ঠ কনভেনশন সেন্টার বিভাগে পুরস্কার পাচ্ছে নোভাটেল ও এইচআইসিসি ৷

আরও পড়ুন: Bhawanipur By poll : ভবানীপুর উপনির্বাচনে ঘরের মেয়েকে ভোট দেওয়ার সুযোগ বিহারীবাবু পিকের

গ্রিন হোটেল (Green Hotels) বিভাগে প্রথম পুরস্কার দেওয়া হয়েছে তারামাটি বরাদরিকে ৷ দ্বিতীয় পুরস্কার পেয়েছে মুলুগু জেলার রামাপ্পা মন্দির প্রাঙ্গণের হরিতা হোটেল ৷ তৃতীয় স্থানে রয়েছে নিজামাবাদের আলিসাগরের হরিতা লেক রিসর্ট ৷

আরও পড়ুন: Narendra Modi : রাষ্ট্রসঙ্ঘে নাম না করে চিনের বিরুদ্ধে সমুদ্র অপব্যবহারের অভিযোগে সরব মোদি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.