নয়াদিল্লি, 9 নভেম্বর : গুণীজনের স্বীকৃতি হিসাবে তাঁদের হাতে পদ্ম সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind) ৷ দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2021 পদ্ম সম্মান প্রদানের আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্টদের হাতে এই পুরস্কার তুলে দেন তিনি ৷ মরণোত্তর পদ্ম সম্মানে ভূষিত করা হয় ভারতের প্রয়াত মন্ত্রী তথা এলজেডি নেতা রামবিলাস পাসোয়ানকে ৷ পদ্ম সম্মানে ভূষিত করা হল 119 জনকে ৷ তাঁদের মধ্যে 29 জন মহিলা ৷ মরণোত্তর সম্মান জানানো হল 16 জনকে ৷
আরও পড়ুন : National Film Awards: রজনীকান্তকে দাদাসাহেব ফালকে, পুরস্কৃত কঙ্গনা-মনোজ-ধনুশ
-
LIVE: President Kovind presents Padma Awards at 2021 Civil Investiture Ceremony - II at Rashtrapati Bhavan https://t.co/TI3Awd6dFG
— President of India (@rashtrapatibhvn) November 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">LIVE: President Kovind presents Padma Awards at 2021 Civil Investiture Ceremony - II at Rashtrapati Bhavan https://t.co/TI3Awd6dFG
— President of India (@rashtrapatibhvn) November 9, 2021LIVE: President Kovind presents Padma Awards at 2021 Civil Investiture Ceremony - II at Rashtrapati Bhavan https://t.co/TI3Awd6dFG
— President of India (@rashtrapatibhvn) November 9, 2021
বাংলা থেকে এবছর পদ্মসম্মান (পদ্মশ্রী) পেয়েছেন মোট সাতজন ৷ তালিকায় রয়েছেন মৌমা দাস (ক্রীড়া), ধর্মনারায়ণ বর্মা (শিক্ষা এবং সাহিত্য), বীরেন কুমার বসাক (কলা), সুজিত চট্টোপাধ্যায় (শিক্ষা এবং সাহিত্য), জগদীশ চন্দ্র হালদার (শিক্ষা এবং সাহিত্য) এবং নারায়ণ দেবনাথ (কলা) ৷
রাষ্ট্রপতি ভবনে (Rashtrapati Bhavan) পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ এবারে মোট সাতজনকে পদ্মবিভূষণ, 10 জনকে পদ্মভূষণ এবং 102 জনকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয় ৷ প্রাপকদের তালিকায় একজন রূপান্তরকামী রয়েছেন ৷