দিল্লি, 18 নভেম্বর : সাহিত্য়ে অবদানের জন্য় আন্তর্জাতিক ভাতায়ান পুরস্কার পাচ্ছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডক্টর রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ৷ আগামী 21 নভেম্বর ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য়ে দিয়ে তাঁকে এই সম্মানে ভূষিত করা হবে ৷ লন্ডনের নেহরু সেন্টার কিংবা হাউস অফ লর্ডসে এই পুরস্কারের অনুষ্ঠান আয়োজিত হয় ৷ এবছর কোরোনা মহামারীর জন্য় তা ভার্চুয়ালি আয়োজন করা হয়েছে ৷
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রাজনৈতিক ব্য়ক্তিত্ব হওয়ার আগে একজন লেখক ৷ তিনি প্রায় 75 টি বই লিখেছেন ৷ যার মধ্য়ে কবিতা ও সাহিত্য় দুই রয়েছে ৷ তাঁর এই 75টি বই 10টির বেশি ভাষায় প্রকাশিত হয়েছে ৷ সাহিত্য়ে অনবদ্য় অবদানের জন্য় তাঁকে এই সম্মান দিচ্ছে ভাতায়ান অর্গানাইজ়েশন ৷
এই সংস্থাটি তৈরি হয়েছিল 2003 সালে ৷ 2014 সালে এই সংস্থাটি ফেডরিক পিনকট সম্মান পুরস্কার পেয়েছিল ৷ তবে, শুধুই ভাতায়ান সাহিত্য় সম্মান নয় ৷ রমেশ পোখরিয়াল এর আগে সাহিত্য়ে অবদানের জন্য় বহু দেশে ও বিদেশে পুরস্কার পেয়েছেন ৷ তাঁর মুকুটে যুক্ত হওয়া এই নয়া পালক নিয়ে রমেশ পোখরিয়াল বলেন, হিন্দি ভাষার বিশ্বায়নের জন্য় এই ধরনের পুরস্কার খুবই গুরুত্বপূর্ণ ৷ এই পুরস্কারটি তিনি হিন্দি ভাষা ও দেশের উদ্দেশ্য়ে উৎসর্গ করছেন বলে জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ৷
কবি মনোজ মুন্তাসির-কেও এই ভাতায়ান পুরস্কার দেওয়া হবে ওইদিন ৷ এছাড়াও, কেশরীনাথ ত্রিপাঠী, জাভেদ আখতার, প্রসূন যোশী, নিদা ফাজলি, কুনওয়ার বেচাইন, রাজেশ রেড্ডি, লক্ষ্মী শংকর বাজপেয়ী, ড. পুষ্পিতা আওয়াস্তি এবং নরেশ শান্ডিল্য়ের মতো ব্য়ক্তিত্বরা ভাতায়ান পুরস্কার পেয়েছেন ৷