হরিদ্বার, 4 অগস্ট: অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতির অসারতা নিয়ে ফের আসরে নামলেন যোগগুরু বাবা রামদেব ৷ এবার লক্ষ্য কোভিড-19 ভ্যাকসিন ৷ সম্প্রতি দু-দু'বার করোনা আক্রান্ত হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তিনি আগেই ভ্যাকসিন নিয়েছিলেন কিন্তু সংক্রামণের হাত থেকে রক্ষা পাননি ৷ আর তাই করোনা মোকাবিলায় তৈরি এই ভ্যাকসিন চিকিৎসা বিজ্ঞানের ব্যর্থতা বলে দাবি রামদেবের (Ramdev slams medical science over corona vaccine failure as Joe Biden infected with Corona) ৷
তিনি বলেন, "রাষ্ট্রপতি জো বাইডেন দু'বার কোভিড-19 ভ্যাকসিনের ডোজ নিয়েছেন ৷ এরপর বুস্টার ডোজও নিয়েছেন ৷ তা সত্ত্বেও তাঁর করোনা হয়েছে ৷" একথা উল্লেখ করে যোগগুরু জানান, আমেরিকা নিজেকে 'দুনিয়ার শাহেনশাহ' এবং 'সর্বশক্তিমান' ভাবে ৷ তারা বলে বেড়ায় তাদের থেকে শক্তিশালী আর কেউ নেই৷ অথচ সে দেশেই চিকিৎসা বিজ্ঞানের বিফলতা প্রমাণিত হয়েছে ৷ আর তাই তিনি মনে করেন, বিশ্ব ফের জড়িবুটির কাছেই ফিরে আসবে ৷
আরও পড়ুন: আমার করোনা ভ্যাকসিনের দরকার নেই, বললেন রামদেব
পতঞ্জলির আন্তর্জাতিক সম্মেলন চলছে ৷ তার তৃতীয়দিনে এই কথা বলে আরও একবার বিতর্ক উসকে দিলেন যোগগুরু ৷ তিনি আরও বলেন,"কোটি কোটি ব্যক্তি নিজের বাড়িতে তুলসী, অ্যালোভেরা আর গিলোয় (আর্যুরবেদিক ওষুধ) ব্যবহার করেছেন ৷ এগুলিই তাঁদের স্বাস্থ্য ও সমৃদ্ধি প্রদান করবে ৷"