ETV Bharat / bharat

J-K Tunnel Collapse : শনিবার ভোরে রামবানে উদ্ধারকার্য শুরু হল, আটকে আছেন বাংলার 4 শ্রমিক - টানেলে ধস

বৃহস্পতিবার রাতে কাজ করতে রামবানের টানেলে কাজ আরম্ভ করেন শ্রমিকেরা ৷ তখনই ধস নামে আর আটকে যান 10 জন শ্রমিক ৷ একজন সেখানেই মারা যান ৷ বাকি 9 জন এখনও আটকে রয়েছেন (J-K Tunnel Collapse) ৷

T3 Tunnel Near Khooni Nallah Highway
খুনি নাল্লাহ জাতীয় সড়কের কাছে টি3 টানেল
author img

By

Published : May 21, 2022, 11:05 AM IST

বানিহাল, 21 মে : শুরু হল টানেলের ধ্বংসস্তূপ সরানোর কাজ ৷ জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় খুনি নাল্লাহ জাতীয় সড়কের কাছে টি3 টানেলের তলায় এখনও চাপা পড়ে আছেন ন'জন শ্রমিক ৷ তার মধ্যে চারজন পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷ বৃহস্পতিবার রাত 10.15 মিনিট নাগাদ কাজ আরম্ভ হলে টানেলে ভূমি ধস নামে ৷ ধ্বংস্তূপের নিচে আটকে পড়েন 10 জন শ্রমিক ৷ একজন ঘটনাস্থলেই প্রাণ হারান ৷ তিনি পশ্চিমবঙ্গের সুধীর রায় (31) ৷ বাকি ন'জন ধ্বংস্ততূপের তলায় এখনও বেঁচে আছেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে স্থানীয় কর্তৃপক্ষ (Ramban T3 tunnel rescue operation begins in Jammu and Kashmir) ৷

রামবানের ডেপুটি কমিশনার মুসসারত ইসলাম (Mussarat Islam) একটি টুইট করে লেখেন, "খুনি নাল্লাহ টানেলে 9 জন নিখোঁজের সন্ধানে শনিবার ভোর 5.30টায় অপারেশন শুরু হয়েছে ৷ এখনও তা চলছে ৷ এনডিআরএফ এবং এসডিআরএফ এই উদ্ধারকার্য চালাচ্ছে ৷"

শনিবার সকাল থেকে টানেলে উদ্ধারকার্য শুরু হয়েছে

আরও পড়ুন : Landslide in Nirsa : ধানবাদে বেআইনি কয়লা খনিতে ধস, বাংলার 40 জনের চাপা পড়ার আশঙ্কা

শুক্রবার বিকেলে ফের ধস নামে ৷ রামসু থানার স্টেশন হাউজ় অফিসার নইম-উল-হক-সহ 15 জনেরও বেশি উদ্ধারকারী খুব বেঁচে যান ৷ সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ বন্ধ করে দিতে হয় ৷ প্রচণ্ড বৃষ্টি, তার সঙ্গে পাহাড় থেকে নেমে আসা পাথর, ঝোড়ো হাওয়ায় আজ সকালের আগে উদ্ধারকার্য শুরু করা সম্ভব ছিল না ৷

আরও বেশি যন্ত্রাংশ নিয়ে শনিবার সকাল থেকে জোরকদমে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে ৷ সেখানে রয়েছেন খোদ ম্যাজিস্ট্রেট ৷ পশ্চিমবঙ্গের যাদব রায় (23), গৌতম রায় (22), দীপক রায় (33), পরিমল রায় (38) এখানে চাপা পড়ে আছেন ৷ এছাড়া অসমের শিব চৌহান (26), নেপালের নওরাজ চৌধুরী (26) এবং খুশি রাম (25), জম্মু ও কাশ্মীরের বাসিন্দা মুজফ্ফর (38) ও ইসরাত (30) রয়েছেন ৷ সবাই একটি কোম্পানির কর্মচারী ৷

এর আগে জম্মুর ডিভিশনাল কমিশনার রমেশ কুমার এবং জম্মু পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল মুকেশ সিং দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন ৷ লেফটেন্য়ান্ট গভর্নর মনোজ সিনহা কন্ট্রোল রুম থেকে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন ৷

বানিহাল, 21 মে : শুরু হল টানেলের ধ্বংসস্তূপ সরানোর কাজ ৷ জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় খুনি নাল্লাহ জাতীয় সড়কের কাছে টি3 টানেলের তলায় এখনও চাপা পড়ে আছেন ন'জন শ্রমিক ৷ তার মধ্যে চারজন পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷ বৃহস্পতিবার রাত 10.15 মিনিট নাগাদ কাজ আরম্ভ হলে টানেলে ভূমি ধস নামে ৷ ধ্বংস্তূপের নিচে আটকে পড়েন 10 জন শ্রমিক ৷ একজন ঘটনাস্থলেই প্রাণ হারান ৷ তিনি পশ্চিমবঙ্গের সুধীর রায় (31) ৷ বাকি ন'জন ধ্বংস্ততূপের তলায় এখনও বেঁচে আছেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে স্থানীয় কর্তৃপক্ষ (Ramban T3 tunnel rescue operation begins in Jammu and Kashmir) ৷

রামবানের ডেপুটি কমিশনার মুসসারত ইসলাম (Mussarat Islam) একটি টুইট করে লেখেন, "খুনি নাল্লাহ টানেলে 9 জন নিখোঁজের সন্ধানে শনিবার ভোর 5.30টায় অপারেশন শুরু হয়েছে ৷ এখনও তা চলছে ৷ এনডিআরএফ এবং এসডিআরএফ এই উদ্ধারকার্য চালাচ্ছে ৷"

শনিবার সকাল থেকে টানেলে উদ্ধারকার্য শুরু হয়েছে

আরও পড়ুন : Landslide in Nirsa : ধানবাদে বেআইনি কয়লা খনিতে ধস, বাংলার 40 জনের চাপা পড়ার আশঙ্কা

শুক্রবার বিকেলে ফের ধস নামে ৷ রামসু থানার স্টেশন হাউজ় অফিসার নইম-উল-হক-সহ 15 জনেরও বেশি উদ্ধারকারী খুব বেঁচে যান ৷ সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ বন্ধ করে দিতে হয় ৷ প্রচণ্ড বৃষ্টি, তার সঙ্গে পাহাড় থেকে নেমে আসা পাথর, ঝোড়ো হাওয়ায় আজ সকালের আগে উদ্ধারকার্য শুরু করা সম্ভব ছিল না ৷

আরও বেশি যন্ত্রাংশ নিয়ে শনিবার সকাল থেকে জোরকদমে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে ৷ সেখানে রয়েছেন খোদ ম্যাজিস্ট্রেট ৷ পশ্চিমবঙ্গের যাদব রায় (23), গৌতম রায় (22), দীপক রায় (33), পরিমল রায় (38) এখানে চাপা পড়ে আছেন ৷ এছাড়া অসমের শিব চৌহান (26), নেপালের নওরাজ চৌধুরী (26) এবং খুশি রাম (25), জম্মু ও কাশ্মীরের বাসিন্দা মুজফ্ফর (38) ও ইসরাত (30) রয়েছেন ৷ সবাই একটি কোম্পানির কর্মচারী ৷

এর আগে জম্মুর ডিভিশনাল কমিশনার রমেশ কুমার এবং জম্মু পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল মুকেশ সিং দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন ৷ লেফটেন্য়ান্ট গভর্নর মনোজ সিনহা কন্ট্রোল রুম থেকে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.