ETV Bharat / bharat

Ram Navami 2023: 1.25 লক্ষ বার রাম নাম লিখলেই ঋণ দেয় বারাণসীর এই ব্যাংক - রামনবমী 2023

উত্তরপ্রদেশের বারাণসীর রাম রমাপতি ব্যাংক অন্যান্য ব্যাংকের মতো কোনও ধরনের আর্থিক লেনদেন গ্রহণ করে না, ব্যাংকের ব্যবস্থাপক সুমিত মেহরোত্রা এ কথা জানিয়েছেন । তিনি আরও জানান যে, লাল বাহাদুর শাস্ত্রীর মা ও বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহার পরিবারের সদস্যরাও এই ব্যাংক থেকে ঋণ নিয়েছেন ।

ো
author img

By

Published : Mar 30, 2023, 6:58 PM IST

বারাণসী (উত্তরপ্রদেশ), 30 মার্চ: রাম নাম করলেই ঋণ দেয় ব্যাংক ৷ এমনই এক ব্যাংক রয়েছে উত্তরপ্রদেশের বারাণসীতে ৷ রাম নামের বিনিময়ে নেওয়া ঋণ পরিশোধ করতে হয় আট মাস দশ দিনের মধ্যে ৷ ব্যাংকের নামও রামের নামে ৷ রাম রমাপতি ব্যাংক ৷ 1926 সালে রামনবমী উপলক্ষে বাবা সত্যরাম দাসের নির্দেশে দাস চান্নুলাল এই ব্যাংকের প্রতিষ্ঠা করেন ।

এই ব্যাংকে আছেন একজন ম্যানেজার, একজন অ্যাকাউন্ট্যান্ট এবং লক্ষ লক্ষ অ্যাকাউন্ট হোল্ডার ৷ যাঁরা ব্যাংকের দেওয়া লাল কালি এবং কাগজে রামের নাম ঠিক 1.25 লক্ষ বার লেখেন । তারপর সেই কাগজ সংশ্লিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে জমা হয় । রামনবমী উপলক্ষে এই ব্যাংক তার 96তম বছর উদযাপন করছে ।

ইটিভি ভারতের সঙ্গে কথা বলার সময়, ব্যাংকের ব্যবস্থাপক সুমিত মেহরোত্রা বলেন, "আমার পিতামহের দাদা, দাস চান্নুলালজি প্রায় 96 বছর আগে এই ব্যাংকটি প্রতিষ্ঠা করেছিলেন । এই ব্যাংকের নাম রাম রমাপতি ব্যাংক এবং লোকেরা বেশিরভাগই এটিকে বাণিজ্যিক ব্যাংক হিসেবে ভাবে । যাঁরা এই ব্যাংক সম্পর্কে তেমন কিছু জানেন না, তাঁরা ভাবেন যে এই ব্যাংক তাঁদেরও ঋণ দেবে ৷ কিন্তু এটি একটি আধ্যাত্মিক ব্যাংক । টাকার কোনও মূল্য নেই । এই ব্যাংক কোনও আর্থিক লেনদেন গ্রহণ করে না । ভক্তরা তাঁদের ইচ্ছা পূরণের জন্য ঋণ পান । এখান থেকে ঋণ নিয়ে মানুষ তাঁদের লক্ষ্য অর্জন করে ।"

Ram Navami 2023
রাম নাম জমা হয় অ্যাকাউন্টে

মেহরোত্রা আরও জানান, রাম রমাপতি ব্যাংক হল সমগ্র বিশ্বের মধ্যে এক ধরনের ব্যাংক । সাধারণ ব্যাংক যে পদগুলিতে চাকরি দেয়, এই ব্যংকও সাধারণ মানুষকে সেই পদ অফার করে । এই ব্যাংকে একজন ম্যানেজার, একজন অ্যাকাউন্ট্যান্ট এবং অন্যান্য লোকজন রয়েছেন, যাঁরা দেখেন এই ব্যাংকের সুষ্ঠু ব্যবস্থাপনা চলছে কি না । শুধু ভারত থেকে নয়, সারা বিশ্বের মানুষ এখান থেকে ঋণ নিয়ে থাকেন । বর্তমানে এই ব্যাংকে জমা থাকা 19 বিলিয়ন 42 কোটি 34 লক্ষ 25 হাজার স্ক্রিপ্টে রামের নাম লেখা হয়েছে ।

আরও পড়ুন: রামনবমীর পুজো চলাকালীন ধসে গেল ছাদ ! ইন্দোরের মন্দিরে মৃত কমপক্ষে 13

এখানে একটি অ্যাকাউন্ট খুলতে রামনবমী উপলক্ষে শত শত মানুষ এই ব্যাংকে যান । তবে এখানে একটি অ্যাকাউন্ট খোলার পরে কিছু নিয়ম রয়েছে, যা মানুষকে অনুসরণ করতে হবে । ব্যাংক অ্যাকাউন্টধারীদের লাল কালি এবং একটি কালাম (কাঠের তৈরি কলম) প্রদান করে । ভোর 4টে থেকে সকাল 7টা পর্যন্ত ভক্তরা শুধু রামের নাম লিখতে পারবেন । নামটি অবশ্যই 1.25 লক্ষ বার লিখতে হবে এবং এই কাজটি অবশ্যই আট মাস দশ দিনের মধ্যে শেষ করতে হবে ।

এই পুরো প্রক্রিয়া চলাকালীন ভক্তদের আমিষ খাবার এবং পেঁয়াজ ও রসুনযুক্ত খাবার খেতে নিষেধ করা হয়েছে বলে জানিয়েছেন মেহরোত্রা । তিনি আরও বলেন, লাল বাহাদুর শাস্ত্রীর মা এবং বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহার পরিবারের সদস্যরাও এই ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন ।

রামের প্রবল ভক্ত এবং রাম রামপতি ব্যাংকের অ্যাকাউন্টধারী মীরা দেবী বলেন, "ভগবান রাম আমাকে আমার জীবনে অনেক কিছু দিয়েছেন । আমার মা এই ব্যাংক থেকে ঋণ নিয়ে ভগবান রামের নাম 1.25 লক্ষ বার লেখার পরে আমার জন্ম হয়েছিল । আজ পর্যন্ত আমি অন্তত চারবার এই প্রক্রিয়াটি করেছি এবং আমার সমস্ত ইচ্ছা পূরণ হয়েছে । আমি আরও লিখতে চাই ।"

বারাণসী (উত্তরপ্রদেশ), 30 মার্চ: রাম নাম করলেই ঋণ দেয় ব্যাংক ৷ এমনই এক ব্যাংক রয়েছে উত্তরপ্রদেশের বারাণসীতে ৷ রাম নামের বিনিময়ে নেওয়া ঋণ পরিশোধ করতে হয় আট মাস দশ দিনের মধ্যে ৷ ব্যাংকের নামও রামের নামে ৷ রাম রমাপতি ব্যাংক ৷ 1926 সালে রামনবমী উপলক্ষে বাবা সত্যরাম দাসের নির্দেশে দাস চান্নুলাল এই ব্যাংকের প্রতিষ্ঠা করেন ।

এই ব্যাংকে আছেন একজন ম্যানেজার, একজন অ্যাকাউন্ট্যান্ট এবং লক্ষ লক্ষ অ্যাকাউন্ট হোল্ডার ৷ যাঁরা ব্যাংকের দেওয়া লাল কালি এবং কাগজে রামের নাম ঠিক 1.25 লক্ষ বার লেখেন । তারপর সেই কাগজ সংশ্লিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে জমা হয় । রামনবমী উপলক্ষে এই ব্যাংক তার 96তম বছর উদযাপন করছে ।

ইটিভি ভারতের সঙ্গে কথা বলার সময়, ব্যাংকের ব্যবস্থাপক সুমিত মেহরোত্রা বলেন, "আমার পিতামহের দাদা, দাস চান্নুলালজি প্রায় 96 বছর আগে এই ব্যাংকটি প্রতিষ্ঠা করেছিলেন । এই ব্যাংকের নাম রাম রমাপতি ব্যাংক এবং লোকেরা বেশিরভাগই এটিকে বাণিজ্যিক ব্যাংক হিসেবে ভাবে । যাঁরা এই ব্যাংক সম্পর্কে তেমন কিছু জানেন না, তাঁরা ভাবেন যে এই ব্যাংক তাঁদেরও ঋণ দেবে ৷ কিন্তু এটি একটি আধ্যাত্মিক ব্যাংক । টাকার কোনও মূল্য নেই । এই ব্যাংক কোনও আর্থিক লেনদেন গ্রহণ করে না । ভক্তরা তাঁদের ইচ্ছা পূরণের জন্য ঋণ পান । এখান থেকে ঋণ নিয়ে মানুষ তাঁদের লক্ষ্য অর্জন করে ।"

Ram Navami 2023
রাম নাম জমা হয় অ্যাকাউন্টে

মেহরোত্রা আরও জানান, রাম রমাপতি ব্যাংক হল সমগ্র বিশ্বের মধ্যে এক ধরনের ব্যাংক । সাধারণ ব্যাংক যে পদগুলিতে চাকরি দেয়, এই ব্যংকও সাধারণ মানুষকে সেই পদ অফার করে । এই ব্যাংকে একজন ম্যানেজার, একজন অ্যাকাউন্ট্যান্ট এবং অন্যান্য লোকজন রয়েছেন, যাঁরা দেখেন এই ব্যাংকের সুষ্ঠু ব্যবস্থাপনা চলছে কি না । শুধু ভারত থেকে নয়, সারা বিশ্বের মানুষ এখান থেকে ঋণ নিয়ে থাকেন । বর্তমানে এই ব্যাংকে জমা থাকা 19 বিলিয়ন 42 কোটি 34 লক্ষ 25 হাজার স্ক্রিপ্টে রামের নাম লেখা হয়েছে ।

আরও পড়ুন: রামনবমীর পুজো চলাকালীন ধসে গেল ছাদ ! ইন্দোরের মন্দিরে মৃত কমপক্ষে 13

এখানে একটি অ্যাকাউন্ট খুলতে রামনবমী উপলক্ষে শত শত মানুষ এই ব্যাংকে যান । তবে এখানে একটি অ্যাকাউন্ট খোলার পরে কিছু নিয়ম রয়েছে, যা মানুষকে অনুসরণ করতে হবে । ব্যাংক অ্যাকাউন্টধারীদের লাল কালি এবং একটি কালাম (কাঠের তৈরি কলম) প্রদান করে । ভোর 4টে থেকে সকাল 7টা পর্যন্ত ভক্তরা শুধু রামের নাম লিখতে পারবেন । নামটি অবশ্যই 1.25 লক্ষ বার লিখতে হবে এবং এই কাজটি অবশ্যই আট মাস দশ দিনের মধ্যে শেষ করতে হবে ।

এই পুরো প্রক্রিয়া চলাকালীন ভক্তদের আমিষ খাবার এবং পেঁয়াজ ও রসুনযুক্ত খাবার খেতে নিষেধ করা হয়েছে বলে জানিয়েছেন মেহরোত্রা । তিনি আরও বলেন, লাল বাহাদুর শাস্ত্রীর মা এবং বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহার পরিবারের সদস্যরাও এই ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন ।

রামের প্রবল ভক্ত এবং রাম রামপতি ব্যাংকের অ্যাকাউন্টধারী মীরা দেবী বলেন, "ভগবান রাম আমাকে আমার জীবনে অনেক কিছু দিয়েছেন । আমার মা এই ব্যাংক থেকে ঋণ নিয়ে ভগবান রামের নাম 1.25 লক্ষ বার লেখার পরে আমার জন্ম হয়েছিল । আজ পর্যন্ত আমি অন্তত চারবার এই প্রক্রিয়াটি করেছি এবং আমার সমস্ত ইচ্ছা পূরণ হয়েছে । আমি আরও লিখতে চাই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.