ETV Bharat / bharat

PM on Ayodhya Ram Temple: অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে, জানালেন মোদি - Ram Mandir construction at Ayodhya

2020 সালের অগস্টে অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ শুরু হয় ৷ এটা 2022-এর অক্টোবর ৷ পরের বছর ডিসেম্বরেই রাম লালাকে দেখতে পাবেন ভক্তরা, জানালেন প্রধানমন্ত্রী (Ayodhya Ram Temple Constrution) ৷

Narendra Modi
ETV Bharat
author img

By

Published : Oct 12, 2022, 9:54 AM IST

Updated : Oct 12, 2022, 10:03 AM IST

নয়াদিল্লি, 12 অক্টোবর: জোর কদমে কাজ চলছে ৷ রামমন্দির নির্মাণ নিয়ে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 2020-র অগস্টে অযোধ্যায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল ৷ 2023 সালের ডিসেম্বরে পুণ্যার্থীরা তাঁদের রাম লালার (Ram Lalla) দর্শন পাবেন ৷ ভক্তদের জন্য 'পিলগ্রিমেজ ফেসিলিটেশন সেন্টার'-সহ কমপ্লেক্সে অন্য সব ভবনগুলি তৈরির কাজ খুব দ্রুত গতিতে হচ্ছে (Prime Minister Narendra Modi on Ram Mandir Construction) ৷

বর্তমান হিসেব অনুযায়ী, মন্দির এবং কমপ্লেক্স নির্মাণে জন্য খরচ প্রায় 1 হাজার 800 কোটি টাকা ৷ মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে শ্রী মহাকাল লোকের উদ্বোধনে মোদি বলেন, "অযোধ্যায় বিশাল শ্রী রাম মন্দির নির্মাণের কাজ হচ্ছে পুরো দমে ৷ কাশীর বিশ্বনাথ ধাম ভারতের সংস্কৃতিতে একটা নতুন সংযোজন ৷ সোমনাথ, কেদারনাথ এবং বদ্রীনাথ মন্দিরেও রেকর্ড উন্নয়ন হচ্ছে ৷"

আরও পড়ুন: 'চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধি 7 শতাংশের আশপাশে থাকবে', মত নির্মলার

প্রায় সাত দশক ধরে অযোধ্যার রাম জন্মভূমি সংক্রান্ত মামলার শুনানি হয়েছে দেশের বিভিন্ন আদালতে । এরপর 2019 সালের নভেম্বর মাসে ঐতিহাসিক রায় দেয় দেশের শীর্ষ আদালত । তারপর থেকেই ধীরে ধীরে শুরু হয় মন্দির নির্মাণের কাজ । 2020 সালের 5 অগস্ট অযোধ্যায় গিয়ে প্রধানমন্ত্রী মন্দিরের ভূমিপুজো করেন । করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মন্দিরের কাজে গতি আসে । এবার মন্দিরের কাজ কতটা এগিয়েছে তা নিয়ে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

নয়াদিল্লি, 12 অক্টোবর: জোর কদমে কাজ চলছে ৷ রামমন্দির নির্মাণ নিয়ে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 2020-র অগস্টে অযোধ্যায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল ৷ 2023 সালের ডিসেম্বরে পুণ্যার্থীরা তাঁদের রাম লালার (Ram Lalla) দর্শন পাবেন ৷ ভক্তদের জন্য 'পিলগ্রিমেজ ফেসিলিটেশন সেন্টার'-সহ কমপ্লেক্সে অন্য সব ভবনগুলি তৈরির কাজ খুব দ্রুত গতিতে হচ্ছে (Prime Minister Narendra Modi on Ram Mandir Construction) ৷

বর্তমান হিসেব অনুযায়ী, মন্দির এবং কমপ্লেক্স নির্মাণে জন্য খরচ প্রায় 1 হাজার 800 কোটি টাকা ৷ মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে শ্রী মহাকাল লোকের উদ্বোধনে মোদি বলেন, "অযোধ্যায় বিশাল শ্রী রাম মন্দির নির্মাণের কাজ হচ্ছে পুরো দমে ৷ কাশীর বিশ্বনাথ ধাম ভারতের সংস্কৃতিতে একটা নতুন সংযোজন ৷ সোমনাথ, কেদারনাথ এবং বদ্রীনাথ মন্দিরেও রেকর্ড উন্নয়ন হচ্ছে ৷"

আরও পড়ুন: 'চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধি 7 শতাংশের আশপাশে থাকবে', মত নির্মলার

প্রায় সাত দশক ধরে অযোধ্যার রাম জন্মভূমি সংক্রান্ত মামলার শুনানি হয়েছে দেশের বিভিন্ন আদালতে । এরপর 2019 সালের নভেম্বর মাসে ঐতিহাসিক রায় দেয় দেশের শীর্ষ আদালত । তারপর থেকেই ধীরে ধীরে শুরু হয় মন্দির নির্মাণের কাজ । 2020 সালের 5 অগস্ট অযোধ্যায় গিয়ে প্রধানমন্ত্রী মন্দিরের ভূমিপুজো করেন । করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মন্দিরের কাজে গতি আসে । এবার মন্দিরের কাজ কতটা এগিয়েছে তা নিয়ে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

Last Updated : Oct 12, 2022, 10:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.