ETV Bharat / bharat

Electoral Reforms Bill: লোকসভার পর রাজ্যসভাতেও পাশ নির্বাচনী আইন সংশোধনী বিল - লোকসভার পর রাজ্যসভাতেও পাশ নির্বাচনী আইন সংশোধনী বিল

বিরোধীদের আপত্তি সত্বেও সোমবারই লোকসভায় পাশ হয়েছিল নির্বাচনী আইন সংশোধনী বিল 2021 (The Election Laws Amendment bill 2021) ৷ মঙ্গলবার রাজ্যসভাতেও পাশ হয়ে গেল এই বিল ৷

Electoral Reforms Bill
লোকসভার পর রাজ্যসভাতেও পাশ নির্বাচনী আইন সংশোধনী বিল
author img

By

Published : Dec 21, 2021, 7:05 PM IST

নয়াদিল্লি, 21 ডিসেম্বর : সোমবার লোকসভার পর মঙ্গলবার রাজ্যসভাতেও পাশ হয়ে গেল নির্বাচনী আইন সংশোধনী বিল 2021 (The Election Laws Amendment bill 2021) ৷ ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ-সহ নির্বাচনী বিধি সংশোধন সংক্রান্ত একাধিক প্রস্তাব রয়েছে এই বিলে ৷ এরপর এই বিলটি সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে পাঠাবে কেন্দ্র ৷ তিনি সম্মতি দিলে আইনে পরিণত হবে এই সংশোধনী বিল ৷

লোকসভার মতো এদিন রাজ্যসভাতেও এই বিলের বিরুদ্ধে সরবব হন বিরোধীরা ৷ তবে সরকার পক্ষের সাংসদদের ধ্বনি ভোটে এদিন রাজ্যসভায় পাশ হয়ে যায় বিলটি ৷ প্রতিবাদে ওয়াক আউট করেন বিরোধীরা ৷ রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকাঅর্জুন খড়গে এদিন বলেন, "যেভাবে এদিন কোনও আলোচনা ছাড়াই বিল পাশ হল তা গণতন্ত্রের লজ্জা ৷"

আরও পড়ুন : অসংসদীয় আচরণ, রাজ্যসভা থেকে সাসপেন্ড ডেরেক

তবে বিরোধীদের আপত্তি উড়িয়ে কেন্দ্র এদিনও দাবি করেছে, এই বিল দেশে নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করবে, ভুয়ো ভোট বন্ধ হবে ৷

নয়াদিল্লি, 21 ডিসেম্বর : সোমবার লোকসভার পর মঙ্গলবার রাজ্যসভাতেও পাশ হয়ে গেল নির্বাচনী আইন সংশোধনী বিল 2021 (The Election Laws Amendment bill 2021) ৷ ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ-সহ নির্বাচনী বিধি সংশোধন সংক্রান্ত একাধিক প্রস্তাব রয়েছে এই বিলে ৷ এরপর এই বিলটি সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে পাঠাবে কেন্দ্র ৷ তিনি সম্মতি দিলে আইনে পরিণত হবে এই সংশোধনী বিল ৷

লোকসভার মতো এদিন রাজ্যসভাতেও এই বিলের বিরুদ্ধে সরবব হন বিরোধীরা ৷ তবে সরকার পক্ষের সাংসদদের ধ্বনি ভোটে এদিন রাজ্যসভায় পাশ হয়ে যায় বিলটি ৷ প্রতিবাদে ওয়াক আউট করেন বিরোধীরা ৷ রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকাঅর্জুন খড়গে এদিন বলেন, "যেভাবে এদিন কোনও আলোচনা ছাড়াই বিল পাশ হল তা গণতন্ত্রের লজ্জা ৷"

আরও পড়ুন : অসংসদীয় আচরণ, রাজ্যসভা থেকে সাসপেন্ড ডেরেক

তবে বিরোধীদের আপত্তি উড়িয়ে কেন্দ্র এদিনও দাবি করেছে, এই বিল দেশে নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করবে, ভুয়ো ভোট বন্ধ হবে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.