ETV Bharat / bharat

ধনকড়ের হাতে ফের সাসপেন্ড ডেরেক ও'ব্রায়েন, তুমুল হইচই রাজ্যসভায় - অমিত শাহ

Derek O Brien Suspended: সকাল থেকেই তুমুল হই-হট্টগোল রাজ্যসভায় ৷ তার জেরে তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনকে ফের সাসপেন্ড করা হয়েছে ৷ চলতি শীতকালীন অধিবেশনের বাকি দিনে আর রাজ্যসভায় ঢুকতে পারবেন না তিনি ৷

Derek O Brien Derek O BrienSuspended
রাজ্যসভা থেকে ফের সাসপেন্ড ডেরেক
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 12:46 PM IST

Updated : Dec 14, 2023, 3:08 PM IST

নয়াদিল্লি, 14 ডিসেম্বর: রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও'ব্রায়েনকে আবারও সাসপেন্ড করা হল রাজ্যসভা থেকে ৷ সংসদে 'অবৈধ ও খারাপ আচরণ' করার অভিযোগে রাজ্যসভার শীতকালীন অধিবেশনের বাকি অংশের জন্য তৃণমূল সাংসদকে সাসপেন্ড করার প্রস্তাব বৃহস্পতিবার রাজ্যসভায় গৃহীত হয়েছে ৷ রাজ্যসভার দলনেতা পীযূষ গোয়েল তিনি ডেরেকের বিরুদ্ধে রুল 256-র অধীনে প্রস্তাব আনেন, তাঁকে অবিলম্বে শীতকালীন আধিবেশন থেকে সাসপেন্ড করা হোক । সেই প্রস্তাবই গৃহীত হয় । রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের মতে, ডেরেক ও'ব্রায়েন অধিবেশন কক্ষের ভেতরে ঢুকে স্লোগান দেন ৷ বিরোধীরা আজ যখন গতকালের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার প্রসঙ্গ উত্থাপন করেন, তখন অধিবেশনের কাজ ব্যাহত করার অভিযোগ আনা হয়েছে ডেরেকের বিরুদ্ধে ৷

বুধবার সংসদের নিরাপত্তার গাফিলতির ঘটনার জবাব দিতে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অধিবেশন কক্ষে উপস্থিত থাকার দাবিতে সরব হয়েছিলেন বিরোধী দলের সাংসদেরা ৷ রাজ্যসভায় তীব্র বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা, আর সেই বিক্ষোভকে নেতৃত্ব দেন ডেরেক ৷ তাঁরা গতকাল সংসদে অনুপ্রবেশের ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধিবেশন কক্ষে উপস্থিতি এবং বিবৃতি দাবি করেন ৷ ওয়েলে নেমে এসে স্লোগান দিতে থাকেন তাঁরা ৷ রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় সাংসদদের নিজের জায়গায় গিয়ে বসতে বলেন ৷ যদিও সে কথা না শুনে ডেরেকের নেতৃত্বে বিরোধীরা বিক্ষোভ চালিয়ে যান ৷ এর আগেও বেশ কয়েকবার বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ধনকড় ও ডেরেকের ৷ তারই ফলস্বরূপ চলতি বছরের অগস্ট মাসেও রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল ডেরেককে ৷

  • Rajya Sabha adopts motion for suspension of TMC MP Derek O' Brien for the remainder part of the winter session for "ignoble misconduct" pic.twitter.com/A3MVk0Top9

    — ANI (@ANI) December 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংসদের উচ্চকক্ষে তৃণমূল সাংসদকে বরখাস্ত করার প্রস্তাব গৃহীত হয় । সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নিয়ে আলোচনার দাবি করেছিলেন ডেরেক ৷ এই নিয়ে বিক্ষোভের মধ্যেই তৃণমূল সাংসদের নাম ধরে ডেকে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় ডেরেককে অধিবেশন কক্ষ ছেড়ে চলে যেতে বলেন ৷

সংসদের বাইরে বক্তৃতা দিতে গিয়ে তৃণমূল সাংসদ দোলা সেন বিজেপি সাংসদ প্রতাপ সিমহার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন ৷ সংসদে অনুপ্রবেশে অভিযুক্ত মনোরঞ্জনকে সংসদের ভিজিটর পাশ পেতে সাহায্য করেছিলেন বিজেপি সাংসদ । দোলা বলেন, "এ বিষয়ে এথিকস কমিটি কেন চুপ ? প্রতাপ সিমহা যিনি একজন বিজেপি সাংসদ, তাঁকে কেন বহিষ্কার করা হচ্ছে না ? আমরা গুরুত্বের সঙ্গে জানতে চাই, যদি সংসদ সদস্যদের নিরাপত্তার সঙ্গে আপস করা হয়, তাহলে দেশের মানুষের কী হবে ? স্বরাষ্ট্রমন্ত্রী একটি কথাও বলেননি । সঠিক তদন্ত দাবি করে তৃণমূল ৷"

  • #WATCH | On the suspension of Trinamool Congress (TMC) MP Derek O'Brien from the Rajya Sabha for "unruly behaviour", TMC MP Dola Sen says, "Today Derek O'Brien has been suspended. It is our right to go to the well and raise people's issues. Derek O'Brien has done nothing wrong.… pic.twitter.com/ZD8IfEVgoZ

    — ANI (@ANI) December 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ দিকে, লোকসভা সচিবালয় নিরাপত্তার ত্রুটির কারণে বৃহস্পতিবার আটজন নিরাপত্তা কর্মীকে বরখাস্ত করেছে ৷ 2001 সালের সংসদে সন্ত্রাসবাদী হামলার বার্ষিকীতে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটে অধিবেশন কক্ষে । দুই ব্যক্তি - সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি - জিরো আওয়ারে পাবলিক গ্যালারি থেকে লোকসভার চেম্বারে ঝাঁপিয়ে পড়েন, ক্যানিস্টার থেকে হলুদ গ্যাস ছড়িয়ে দেন তাঁরা ৷ সাংসদরা তাঁদের ধরে ফেলেন ৷ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিরাপত্তা লঙ্ঘন নিয়ে সংসদের ভিতরে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন । অন্যদিকে, বিরোধী নেতারা উভয় কক্ষেই এই নিয়ে বক্তব্য দাবি করছেন ।

আরও পড়ুন:

  1. সংসদে হামলায় নিরাপত্তায় গাফিলতি ! সাসপেন্ড 8 আধিকারিক, সতর্ক থাকার বার্তা রাজনাথের
  2. সংসদে হামলার তদন্তে নয়া মোড়! 5 অভিযুক্তের নেপথ্যে ষড়যন্ত্রী অন্য কেউ, চাঞ্চল্যকর দাবি দিল্লি পুলিশের
  3. সংসদে হামলা ! 5 অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দিল্লি পুলিশের

নয়াদিল্লি, 14 ডিসেম্বর: রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও'ব্রায়েনকে আবারও সাসপেন্ড করা হল রাজ্যসভা থেকে ৷ সংসদে 'অবৈধ ও খারাপ আচরণ' করার অভিযোগে রাজ্যসভার শীতকালীন অধিবেশনের বাকি অংশের জন্য তৃণমূল সাংসদকে সাসপেন্ড করার প্রস্তাব বৃহস্পতিবার রাজ্যসভায় গৃহীত হয়েছে ৷ রাজ্যসভার দলনেতা পীযূষ গোয়েল তিনি ডেরেকের বিরুদ্ধে রুল 256-র অধীনে প্রস্তাব আনেন, তাঁকে অবিলম্বে শীতকালীন আধিবেশন থেকে সাসপেন্ড করা হোক । সেই প্রস্তাবই গৃহীত হয় । রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের মতে, ডেরেক ও'ব্রায়েন অধিবেশন কক্ষের ভেতরে ঢুকে স্লোগান দেন ৷ বিরোধীরা আজ যখন গতকালের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার প্রসঙ্গ উত্থাপন করেন, তখন অধিবেশনের কাজ ব্যাহত করার অভিযোগ আনা হয়েছে ডেরেকের বিরুদ্ধে ৷

বুধবার সংসদের নিরাপত্তার গাফিলতির ঘটনার জবাব দিতে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অধিবেশন কক্ষে উপস্থিত থাকার দাবিতে সরব হয়েছিলেন বিরোধী দলের সাংসদেরা ৷ রাজ্যসভায় তীব্র বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা, আর সেই বিক্ষোভকে নেতৃত্ব দেন ডেরেক ৷ তাঁরা গতকাল সংসদে অনুপ্রবেশের ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধিবেশন কক্ষে উপস্থিতি এবং বিবৃতি দাবি করেন ৷ ওয়েলে নেমে এসে স্লোগান দিতে থাকেন তাঁরা ৷ রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় সাংসদদের নিজের জায়গায় গিয়ে বসতে বলেন ৷ যদিও সে কথা না শুনে ডেরেকের নেতৃত্বে বিরোধীরা বিক্ষোভ চালিয়ে যান ৷ এর আগেও বেশ কয়েকবার বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ধনকড় ও ডেরেকের ৷ তারই ফলস্বরূপ চলতি বছরের অগস্ট মাসেও রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল ডেরেককে ৷

  • Rajya Sabha adopts motion for suspension of TMC MP Derek O' Brien for the remainder part of the winter session for "ignoble misconduct" pic.twitter.com/A3MVk0Top9

    — ANI (@ANI) December 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংসদের উচ্চকক্ষে তৃণমূল সাংসদকে বরখাস্ত করার প্রস্তাব গৃহীত হয় । সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নিয়ে আলোচনার দাবি করেছিলেন ডেরেক ৷ এই নিয়ে বিক্ষোভের মধ্যেই তৃণমূল সাংসদের নাম ধরে ডেকে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় ডেরেককে অধিবেশন কক্ষ ছেড়ে চলে যেতে বলেন ৷

সংসদের বাইরে বক্তৃতা দিতে গিয়ে তৃণমূল সাংসদ দোলা সেন বিজেপি সাংসদ প্রতাপ সিমহার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন ৷ সংসদে অনুপ্রবেশে অভিযুক্ত মনোরঞ্জনকে সংসদের ভিজিটর পাশ পেতে সাহায্য করেছিলেন বিজেপি সাংসদ । দোলা বলেন, "এ বিষয়ে এথিকস কমিটি কেন চুপ ? প্রতাপ সিমহা যিনি একজন বিজেপি সাংসদ, তাঁকে কেন বহিষ্কার করা হচ্ছে না ? আমরা গুরুত্বের সঙ্গে জানতে চাই, যদি সংসদ সদস্যদের নিরাপত্তার সঙ্গে আপস করা হয়, তাহলে দেশের মানুষের কী হবে ? স্বরাষ্ট্রমন্ত্রী একটি কথাও বলেননি । সঠিক তদন্ত দাবি করে তৃণমূল ৷"

  • #WATCH | On the suspension of Trinamool Congress (TMC) MP Derek O'Brien from the Rajya Sabha for "unruly behaviour", TMC MP Dola Sen says, "Today Derek O'Brien has been suspended. It is our right to go to the well and raise people's issues. Derek O'Brien has done nothing wrong.… pic.twitter.com/ZD8IfEVgoZ

    — ANI (@ANI) December 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ দিকে, লোকসভা সচিবালয় নিরাপত্তার ত্রুটির কারণে বৃহস্পতিবার আটজন নিরাপত্তা কর্মীকে বরখাস্ত করেছে ৷ 2001 সালের সংসদে সন্ত্রাসবাদী হামলার বার্ষিকীতে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটে অধিবেশন কক্ষে । দুই ব্যক্তি - সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি - জিরো আওয়ারে পাবলিক গ্যালারি থেকে লোকসভার চেম্বারে ঝাঁপিয়ে পড়েন, ক্যানিস্টার থেকে হলুদ গ্যাস ছড়িয়ে দেন তাঁরা ৷ সাংসদরা তাঁদের ধরে ফেলেন ৷ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিরাপত্তা লঙ্ঘন নিয়ে সংসদের ভিতরে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন । অন্যদিকে, বিরোধী নেতারা উভয় কক্ষেই এই নিয়ে বক্তব্য দাবি করছেন ।

আরও পড়ুন:

  1. সংসদে হামলায় নিরাপত্তায় গাফিলতি ! সাসপেন্ড 8 আধিকারিক, সতর্ক থাকার বার্তা রাজনাথের
  2. সংসদে হামলার তদন্তে নয়া মোড়! 5 অভিযুক্তের নেপথ্যে ষড়যন্ত্রী অন্য কেউ, চাঞ্চল্যকর দাবি দিল্লি পুলিশের
  3. সংসদে হামলা ! 5 অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দিল্লি পুলিশের
Last Updated : Dec 14, 2023, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.