ETV Bharat / bharat

Rajya Sabha Adjourned: বিরোধী হট্টগোলে 13 মার্চ পর্যন্ত মুলতুবি রাজ্যসভা - গৌতম আদা

সোমবার বাজেট অধিবেশনের (Budget Session 2023) প্রথম পর্বের শেষদিন ছিল ৷ কিন্তু অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মুলতুবি করে দেন চেয়ারম্যান জগদীপ ধনকড় ৷ আগামী 13 মার্চ পর্যন্ত তিনি অধিবেশন মুলতুবি করে দিয়েছেন ৷

Rajya Sabha Adjourned
Rajya Sabha Adjourned
author img

By

Published : Feb 13, 2023, 3:06 PM IST

নয়াদিল্লি, 13 ফেব্রুয়ারি: রাজ্যসভায় বাজেট অধিবেশনের প্রথম পর্বের মুলতুবি হয়ে গেল সোমবার (Rajya Sabha Adjourned) ৷ আগামী 13 মার্চ পর্যন্ত অধিবেশন মুলতুবি করার কথা এদিন জানান, উপ রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় (Vice President Jagdeep Dhankhar) ৷ কিন্তু তার আগে এদিন আবার বিরোধীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে সংসদের উচ্চকক্ষ ৷ তার কারণ, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) মন্তব্য মুছে ফেলার বিরোধিতায় সরব হয় বিরোধীরা ৷

এছাড়া দাবি ওঠে, কংগ্রেস (Congress) সাংসদ রজনী পাটিলের সাসপেনশন প্রত্যাহার করার ৷ রজনীকে রাজ্যসভার মধ্যে ভিডিয়ো রেকর্ডিং করার অভিযোগে এই বাজেট অধিবেশনে সাসপেন্ড করা হয়েছে ৷ তাছাড়া আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে (Adani Hindenburg Issue) যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিতে আরও একবার রাজ্যসভায় হইচই করেন বিরোধী সাংসদরা ৷ আর তার জেরেই অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় ধনকড়ের তরফে ৷

যদিও সম্পূর্ণ মুলতুবি হওয়ার আগেও বেলা 11টা 50 মিনিট নাগাদ কিছুক্ষণের জন্য অধিবেশন মুলতুবি করেছিলেন চেয়ারম্যান ৷ এর পর যখন অধিবেশন আবার শুরু হয়, তখন বিরোধীরা আবার হট্টগোল শুরু করেন ৷ তাঁরা একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির (Gautam Adani) বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন ৷ যার জেরে স্বাভাবিক কাজকর্ম ব্যহত হয় সংসদের উচ্চকক্ষে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, জানুয়ারির শেষে মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ একটি প্রতিবেদন প্রকাশ করে ৷ সেখানে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারের দরে জালিয়াতি করার অভিযোগ তোলা হয় ৷ তার পর এই ইস্যুকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী ও বিজেপির (BJP) বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা ৷ গত 31 মার্চ সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ ওই দিন থেকে শুরু হয় বাজেট অধিবেশেনর প্রথম পর্ব ৷ যা শেষ হওয়ার কথা ছিল আজ ৷ কিন্তু বিরোধীদের হট্টগোলে নির্ধারিত সময়ের আগেই মুলতুবি হয়ে গেল অধিবেশন ৷

অধিবেশনে আপাতত ইতি টানার আগে বিরোধী সাংসদদের ভর্ৎসনাও করতে দেখা যায় চেয়ারম্যানকে ৷ মানুষ সব দেখছে বলেও তিনি বিক্ষোভ করতে থাকা সাংসদদের সতর্ক করেন ৷ তার পরও থামেনি বিরোধীদের বিক্ষোভ ৷ তাদের বিরুদ্ধে পালটা সরব হন ট্রেজারি বেঞ্চের সাংসদরা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় একেবারে 13 মার্চ পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন ধনকড় ৷

আরও পড়ুন: যত বেশি কাদা ছুড়বেন, তত বেশি পদ্ম ফুটবে; রাজ্যসভায় বিরোধীদের স্লোগানের পালটা মোদির

নয়াদিল্লি, 13 ফেব্রুয়ারি: রাজ্যসভায় বাজেট অধিবেশনের প্রথম পর্বের মুলতুবি হয়ে গেল সোমবার (Rajya Sabha Adjourned) ৷ আগামী 13 মার্চ পর্যন্ত অধিবেশন মুলতুবি করার কথা এদিন জানান, উপ রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় (Vice President Jagdeep Dhankhar) ৷ কিন্তু তার আগে এদিন আবার বিরোধীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে সংসদের উচ্চকক্ষ ৷ তার কারণ, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) মন্তব্য মুছে ফেলার বিরোধিতায় সরব হয় বিরোধীরা ৷

এছাড়া দাবি ওঠে, কংগ্রেস (Congress) সাংসদ রজনী পাটিলের সাসপেনশন প্রত্যাহার করার ৷ রজনীকে রাজ্যসভার মধ্যে ভিডিয়ো রেকর্ডিং করার অভিযোগে এই বাজেট অধিবেশনে সাসপেন্ড করা হয়েছে ৷ তাছাড়া আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে (Adani Hindenburg Issue) যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিতে আরও একবার রাজ্যসভায় হইচই করেন বিরোধী সাংসদরা ৷ আর তার জেরেই অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় ধনকড়ের তরফে ৷

যদিও সম্পূর্ণ মুলতুবি হওয়ার আগেও বেলা 11টা 50 মিনিট নাগাদ কিছুক্ষণের জন্য অধিবেশন মুলতুবি করেছিলেন চেয়ারম্যান ৷ এর পর যখন অধিবেশন আবার শুরু হয়, তখন বিরোধীরা আবার হট্টগোল শুরু করেন ৷ তাঁরা একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির (Gautam Adani) বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন ৷ যার জেরে স্বাভাবিক কাজকর্ম ব্যহত হয় সংসদের উচ্চকক্ষে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, জানুয়ারির শেষে মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ একটি প্রতিবেদন প্রকাশ করে ৷ সেখানে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারের দরে জালিয়াতি করার অভিযোগ তোলা হয় ৷ তার পর এই ইস্যুকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী ও বিজেপির (BJP) বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা ৷ গত 31 মার্চ সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ ওই দিন থেকে শুরু হয় বাজেট অধিবেশেনর প্রথম পর্ব ৷ যা শেষ হওয়ার কথা ছিল আজ ৷ কিন্তু বিরোধীদের হট্টগোলে নির্ধারিত সময়ের আগেই মুলতুবি হয়ে গেল অধিবেশন ৷

অধিবেশনে আপাতত ইতি টানার আগে বিরোধী সাংসদদের ভর্ৎসনাও করতে দেখা যায় চেয়ারম্যানকে ৷ মানুষ সব দেখছে বলেও তিনি বিক্ষোভ করতে থাকা সাংসদদের সতর্ক করেন ৷ তার পরও থামেনি বিরোধীদের বিক্ষোভ ৷ তাদের বিরুদ্ধে পালটা সরব হন ট্রেজারি বেঞ্চের সাংসদরা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় একেবারে 13 মার্চ পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন ধনকড় ৷

আরও পড়ুন: যত বেশি কাদা ছুড়বেন, তত বেশি পদ্ম ফুটবে; রাজ্যসভায় বিরোধীদের স্লোগানের পালটা মোদির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.