নয়া দিল্লি, 17 মে : সোমবার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) তৈরি 2-ডিঅক্সি-ডি-গ্লুকোজ (2-ডিজি) ড্রাগের প্রথম ব্যাচের সূচনা করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷
গতকাল রাতে ডিআরডিও-র তরফে টুইটে জানানো হয়, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ সোমবার সকাল সাড়ে দশটায় ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে অ্যান্টি কোভিড ড্রাগ 2-ডিজি-এর প্রথম ব্যাচটির সূচনা করবেন । ডা. রেড্ডির ল্যাবরেটরির সহযোগিতায় ডিআরডিও'র ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যাইডেড সায়েন্সেস (আইএনএমএএস) এই ড্রাগটি তৈরি করেছে ।
ক্লিনিকাল ট্রায়াল থেকে দেখা গিয়েছে, এই 2-ডিজি ওষুধের প্রভাবে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা দ্রুত সেরে উঠছেন এবং তাঁদের অক্সিজেনের প্রয়োজনও কম পড়ছে ৷ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ডিআরডিও-এর ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস (আইএনএমএএস) দ্বারা 2-ডক্সি-ডি-গ্লুকোজ (2-ডিজি) ড্রাগটি হায়দরাবাদের ডা. রেড্ডির ল্যাবরেটরিজে (ডিআরএল) তৈরি করা হয়েছে ৷
আরও পড়ুন: মোদি সরকারের কোভিড মোকাবিলা কমিটি থেকে পদত্যাগ ভাইরোলজিস্ট শাহিদ জামিলের