রাজকোট, 2 নভেম্বর: গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয়ের পর থেকেই একের পর এক মন খারাপ করা খবর প্রকাশ্যে আসছে । এবার জানা গেল এক দম্পতীর কথা । প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনায় স্ত্রী মীরা প্রয়াত হয়েছেন শুনেই সংজ্ঞা হারান স্বামী হর্ষ । পরে তাঁরও মৃত্যু হয়। এর আগে জানা গিয়েছিল চার বছরের একটি শিশুর কথা । বাবা-মা প্রয়াত হলেও প্রাণে বেঁচে যায় ওই শিশুটি । এবার জানা গেল হর্ষ আর মীরার কথা (Rajkot Couple died in Gujarat Bridge tragedy) ।
রাজকোটের বাসিন্দা হর্ষ ঝালাভাদিয়া (Harsh Jhalavdia) পেশায় ইঞ্জিনিয়ার । কাজ করতেন বেঙ্গালুরুর একটি সংস্থায়। তাঁর স্ত্রী মীরার (Meera Jhalavdia) জামযোথপুরে । দু'জনের বিয়ে হয় মাত্র পাঁচ মাস আগে । দীপাবলির (Diwali 2022) ছুটিতে রাজকোটে এসেছিলেন হর্ষ। ঠিক ছিল, ছুটি কাটিয়ে স্ত্রীকে নিয়ে বেঙ্গালুরু ফিরে যাবেন । তার আগে হর্ষের আত্মীয়ের বাড়িতে যান সকলে। জানা গিয়েছে ওই পরিবারের সকালেই মোরবি ছাড়ার কথা ছিল । কিন্তু আত্মীয়দের অনুরোধে আরও একটা দিন থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন । তার ফল যে এত মারাত্মক হবে তা কেউ ভাবতেও পারেননি । সন্ধ্যায় পরিবারের বাকি সদস্যদের নিয়ে সেতুতে বেড়াতে গিয়েছিলেন। তারপরই সব শেষ।
জানা গিয়েছে, দুর্ঘটনার ঠিক আগে পরিবারের বাকি সদস্যদের থেকে আলাদা হয়ে যান মীরা । তাঁর খোঁজ শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ভেঙে পড়ে সেতুটি । ঘটনার অভিঘাতে সংজ্ঞা হারান হর্ষ । পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসার পর সম্বিত ফিরে পান হর্ষ। জানতে পারেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্ত্রী । এ কথা শুনে আবারও সংজ্ঞা হারান। জ্ঞান আর ফেরেনি ।
এদিকে ইতিমধ্যেই বিপর্যয়স্থল ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Visits Morbi)৷ হাসপাতালে গিয়ে দেখা করেন দুর্ঘটনায় আহতদের সঙ্গেও ৷ এ ছাড়াও উদ্ধারকারী দলের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Gujarat Bridge collapse) ৷
আরও পড়ুন: মোরবি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে মোদি, দুর্গত পরিবারগুলির সংস্পর্শে থাকার নির্দেশ প্রশাসনকে