ETV Bharat / bharat

CEC Writes over Cap Donation: রাজনৈতিক দলগুলির অনুদান কমানো হোক, আইনমন্ত্রীকে চিঠি মুখ্য নির্বাচন কমিশনারের

রাজনৈতিক দলগুলির তহবিলে (Political Parties Donation) জমা হওয়া অনুদান নিয়ে আইনমন্ত্রীকে চিঠি লিখলেন দেশের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷ তাতে রাজনৈতিক দলগুলিকে দেওয়া অনুদানের পরিমাণ কমানো সহ বেশ কিছু প্রস্তাবের কথা জানিয়েছেন তিনি (Chief Election Commissioner Rajiv Kumar) ৷

Chief Election Commissioner Rajiv Kumar
ETV Bharat
author img

By

Published : Sep 20, 2022, 9:26 AM IST

Updated : Sep 20, 2022, 10:36 AM IST

নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর: রাজনৈতিক দলগুলির অনুদানের তথ্য স্বচ্ছ করতে নতুন পদক্ষেপ নির্বাচন কমিশনের ৷ দেশে রাজনৈতিক দলগুলির অনুদান কমানোর কথা জানিয়ে চিঠি লিখলেন নির্বাচন কমিশনের প্রধান রাজীব কুমার ৷ কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজেজুকে দেওয়া চিঠিতে তিনি জানান, হয় অনুদান 20 শতাংশ কমাতে হবে, নতুবা 20 কোটি করতে হবে ৷ দেশে কালো টাকার কারবার নিয়ন্ত্রণে এই প্রস্তাব বলে জানা গিয়েছে (CEC Rajiv Kumar writes to Kiren Rijiju over political parties cash donations) ৷

সোমবার জানা গিয়েছে, বিভিন্ন অজ্ঞাত রাজনৈতিক অনুদান 20 হাজার থেকে 2 হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন রাজীব কুমার ৷ এতে নির্বাচনী তহবিলে কালো টাকার পরিমাণ কমানো বা মুক্ত করা যাবে (cleanse election funding of black money) ৷ এর জন্য আইনমন্ত্রী কিরণ রিজেজুকে 'রিপ্রেজেনটেশন অফ পিপল (আরপি) অ্যাক্ট' (Representation of the People (RP) Act) সংশোধনের একগুচ্ছ প্রস্তাব দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার (CEC Rajiv Kumar) ৷

আরও পড়ুন: কেজরির দলের স্বীকৃতি বাতিলের দাবিতে কমিশনকে চিঠি অবসরপ্রাপ্ত আমলাদের

প্রস্তাবে জানানো হয়েছে, 2 হাজার টাকার কম অর্থের অনুদান পেলে রাজনৈতিক দলগুলিকে নির্বাচন কমিশনের কাছে কোনও রিপোর্ট দিতে হবে না ৷ বর্তমানে লাগু আইন অনুযায়ী, তাতে 20 হাজার টাকার বেশি অনুদানের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলিকে নির্বাচন কমিশনের কাছে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হয় ৷ নির্বাচন কমিশন সম্প্রতি 284টি নথিভুক্ত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক দলকে (Registered Unrecognised Political Parties, RUPPs) বাতিল ঘোষণা করেছে ৷ এর মধ্যে 253টি সক্রিয় (inactive) ছিল না ৷

এ মাসের প্রথমে নির্বাচন কমিশনের নির্দেশে আয়কর দফতর কর ফাঁকি দেওয়ার তদন্তে নামে ৷ বিভিন্ন রাজ্য়ে তল্লাশি অভিযান চালায় ৷ এতে আরইউপিপি তালিকায় থাকা কমপক্ষে 198 টি রাজনৈতিক দলের খোঁজ পায় নির্বাচন কমিশন ৷ অভিযান চালানোর সময় যাদের কোনও অস্তিত্ব মেলেনি (non-existent during physical verification) ৷

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, 2 হাজার 100টি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করবে কমিশন, যাদের আরইউপিপি বলে চিহ্নিত করা হয়েছে ৷ এই সংস্থাগুলি নির্বাচন আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ ৷ এছাড়া, সংস্থাগুলি আর্থিক লেনদেনের তথ্য জমা দেয়নি, নাম এবং ঠিকানাও আপডটে করেনি ৷

আরও পড়ুন: শিবসেনার আসল দাবিদার কে? 27 সেপ্টেম্বর শুনানি সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর: রাজনৈতিক দলগুলির অনুদানের তথ্য স্বচ্ছ করতে নতুন পদক্ষেপ নির্বাচন কমিশনের ৷ দেশে রাজনৈতিক দলগুলির অনুদান কমানোর কথা জানিয়ে চিঠি লিখলেন নির্বাচন কমিশনের প্রধান রাজীব কুমার ৷ কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজেজুকে দেওয়া চিঠিতে তিনি জানান, হয় অনুদান 20 শতাংশ কমাতে হবে, নতুবা 20 কোটি করতে হবে ৷ দেশে কালো টাকার কারবার নিয়ন্ত্রণে এই প্রস্তাব বলে জানা গিয়েছে (CEC Rajiv Kumar writes to Kiren Rijiju over political parties cash donations) ৷

সোমবার জানা গিয়েছে, বিভিন্ন অজ্ঞাত রাজনৈতিক অনুদান 20 হাজার থেকে 2 হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন রাজীব কুমার ৷ এতে নির্বাচনী তহবিলে কালো টাকার পরিমাণ কমানো বা মুক্ত করা যাবে (cleanse election funding of black money) ৷ এর জন্য আইনমন্ত্রী কিরণ রিজেজুকে 'রিপ্রেজেনটেশন অফ পিপল (আরপি) অ্যাক্ট' (Representation of the People (RP) Act) সংশোধনের একগুচ্ছ প্রস্তাব দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার (CEC Rajiv Kumar) ৷

আরও পড়ুন: কেজরির দলের স্বীকৃতি বাতিলের দাবিতে কমিশনকে চিঠি অবসরপ্রাপ্ত আমলাদের

প্রস্তাবে জানানো হয়েছে, 2 হাজার টাকার কম অর্থের অনুদান পেলে রাজনৈতিক দলগুলিকে নির্বাচন কমিশনের কাছে কোনও রিপোর্ট দিতে হবে না ৷ বর্তমানে লাগু আইন অনুযায়ী, তাতে 20 হাজার টাকার বেশি অনুদানের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলিকে নির্বাচন কমিশনের কাছে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হয় ৷ নির্বাচন কমিশন সম্প্রতি 284টি নথিভুক্ত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক দলকে (Registered Unrecognised Political Parties, RUPPs) বাতিল ঘোষণা করেছে ৷ এর মধ্যে 253টি সক্রিয় (inactive) ছিল না ৷

এ মাসের প্রথমে নির্বাচন কমিশনের নির্দেশে আয়কর দফতর কর ফাঁকি দেওয়ার তদন্তে নামে ৷ বিভিন্ন রাজ্য়ে তল্লাশি অভিযান চালায় ৷ এতে আরইউপিপি তালিকায় থাকা কমপক্ষে 198 টি রাজনৈতিক দলের খোঁজ পায় নির্বাচন কমিশন ৷ অভিযান চালানোর সময় যাদের কোনও অস্তিত্ব মেলেনি (non-existent during physical verification) ৷

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, 2 হাজার 100টি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করবে কমিশন, যাদের আরইউপিপি বলে চিহ্নিত করা হয়েছে ৷ এই সংস্থাগুলি নির্বাচন আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ ৷ এছাড়া, সংস্থাগুলি আর্থিক লেনদেনের তথ্য জমা দেয়নি, নাম এবং ঠিকানাও আপডটে করেনি ৷

আরও পড়ুন: শিবসেনার আসল দাবিদার কে? 27 সেপ্টেম্বর শুনানি সুপ্রিম কোর্টে

Last Updated : Sep 20, 2022, 10:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.