ETV Bharat / bharat

Rajib Banerjee : আগরতলায় অভিষেকের সভায় তৃণমূলে প্রত্যাবর্তন রাজীবের - আগরতলা

বিজেপি ছেড়ে ফের তৃণমূল কংগ্রেসে ফিরলেন রাজীব বন্দ্যোপাধ্য়ায় ৷ রবিবার আগরতলায় তৃণমূলের সমাবেশে ঘর ওয়াপসি হয় রাজীবের ৷ কান্ডারি, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷ রাজীবের দাবি, বিজেপিতে গিয়ে তিনি ভুল করেছিলেন !

Rajib Banerjee reached at TMC rally at Agartala with Abhishek Banerjee
Rajib Banerjee : আগরতলায় তৃণমূলের সভাস্থলে রাজীব, সঙ্গে অভিষেক !
author img

By

Published : Oct 31, 2021, 1:39 PM IST

Updated : Oct 31, 2021, 4:21 PM IST

আগরতলা, 31 অক্টোবর : মাত্র ন’মাস ৷ আর তার মধ্যেই ঘরে ফিরল ঘরের ছেলে ৷ বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন হল ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্য়ায়ের (Rajib Banerjee) ৷ জল্পনা সত্যি করে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) হাত ধরেই পুরনো শিবিরে নতুন ইনিংস শুরু করলেন একদা তৃণমূল সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ এই মন্ত্রী ৷

আরও পড়ুন : Rajib Banerjee: ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী দেওয়া উচিত হয়নি বিজেপির : রাজীব

রবিবার ত্রিপুরার আগরতলায় সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ৷ তার আগে শনিবার থেকেই শুরু হয় কানাঘুষো ৷ শোনা যায়, অভিষেকের সভায় যোগ দিতেই নাকি ত্রিপুরা পাড়ি দিয়েছেন রাজীব ৷ যদিও প্রকাশ্যে এ নিয়ে কোনও পক্ষই কোনও মন্তব্য করেনি ৷ যাবতীয় সাসপেন্স শেষ হয় রবির সকালে ৷ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গেই সভাস্থলে পৌঁছতে দেখা যায় রাজীবকে ৷ বোঝা যায়, এদিনই পুরনো দলে ফিরছেন তিনি ৷ এরপর সভামঞ্চে রাজীবের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন অভিষেক ৷ এমনকী, দু’জনে কোলাকুলিও করেন !

এদিনের সভার মূল বক্তা অভিষেক হলেও রাজীব কী বলেন, তা নিয়ে আগ্রহ ছিল সবথেকে বেশি ৷ তিনি বললেনও ৷ আবেগ ভরা গলায় জানালেন, বিজেপি তাঁকে ভুল বুঝিয়েছিল ৷ আর তাই ‘‘রাগে, জেদে, অভিমানে’’ তৃণমূল ত্যাগ করে বিজেপিতে নাম লিখিয়েছিলেন তিনি ৷ কিন্তু, তিনি ভুল করেছিলেন ৷ সেকথা আজ বুঝতে পারছেন ৷ আর সেই কারণেই ভুল স্বীকার করে পুরনো দলে ফিরলেন রাজীব বন্দ্যোপাধ্য়ায় ৷

এখন প্রশ্ন হল, এই প্রত্যাবর্তন তো বাংলার মাটিতেও হতে পারত ৷ এরজন্য রাজীবকে ত্রিপুরায় ছুটে আসতে হল কেন ? রাজীবের ইঙ্গিত, ত্রিপুরার মানুষের স্বার্থেই এই আয়োজন ৷ সেটা কেমন ? রাজীবের কথায়, ‘‘আমি যে ভুল করেছি ৷ আপনারা দয়া করে সেই ভুল করবেন না ৷’’ অর্থাৎ, বিজেপিতে যোগ দিয়ে তিনি মারাত্মক ভুল করেছিলেন বলেই দাবি রাজীবের ৷ এদিকে, ত্রিপুরার মানুষও রাজ্যে পরিবর্তন আনতে 2018 সালে বিজেপির সরকার গড়েছিলেন ৷ কিন্তু, বিজেপির আমলে ত্রিপুরায় গণতন্ত্র ভেঙে পড়েছে বলে অভিযোগ রাজীবের ৷ তাই আগামী দিনে ত্রিপুরার মানুষ যাতে ফের বিজেপিকে না বাছেন, তাঁদের এই আবেদন জানাতেই ত্রিপুরার মাটিতে তৃণমূলে প্রত্যাবর্তন করেন রাজীব ৷

আরও পড়ুন : দলবিরোধিতায় এবার কড়া পদক্ষেপ বিজেপির, প্রথমেই নজরে রাজীব-সব্যসাচী

পশ্চিমবঙ্গে একুশের বিধানসভা ভোটের আগে রাজীব বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে কম নাটক হয়নি ৷ পার্থ চট্টোপাধ্য়ায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ রাজীবের মান ভাঙাতে চেষ্টার কসুর করেনি তৃণমূল শিবির ৷ কিন্তু তাতেও বরফ গলেনি ৷ শেষমেশ একে একে বিধায়ক পদ ও তৃণমূলের সদস্যপদ থেকে ইস্তফা দেন রাজীব ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি বুকে আঁকড়ে রাজীবের বিধানসভা ত্যাগের সেই দৃশ্য নিমেষে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ৷ এমনকী, তৃণমূল ছাড়তে গিয়ে রীতিমতো কেঁদে ভাসান তিনি ৷ পরে চাটার্ড ফ্লাইটে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেন রাজীব ৷ যদিও রাজীবের এদিনের দাবি অনুযায়ী, এই পুরো পর্বটাই আসলে ছিল ভুলে ভরা ৷ আর তার জন্য তিনি আজ ‘‘লজ্জিত এবং অনুতপ্ত’’ ৷ দলীয় নেতৃত্বের কাছে তাঁর আবেদন, মানুষের কাজ করতে, তাঁকে যে দায়িত্বই দেওয়া হোক না, নিষ্ঠা ভরে তা পালন করবেন তিনি ৷

আগরতলা, 31 অক্টোবর : মাত্র ন’মাস ৷ আর তার মধ্যেই ঘরে ফিরল ঘরের ছেলে ৷ বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন হল ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্য়ায়ের (Rajib Banerjee) ৷ জল্পনা সত্যি করে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) হাত ধরেই পুরনো শিবিরে নতুন ইনিংস শুরু করলেন একদা তৃণমূল সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ এই মন্ত্রী ৷

আরও পড়ুন : Rajib Banerjee: ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী দেওয়া উচিত হয়নি বিজেপির : রাজীব

রবিবার ত্রিপুরার আগরতলায় সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ৷ তার আগে শনিবার থেকেই শুরু হয় কানাঘুষো ৷ শোনা যায়, অভিষেকের সভায় যোগ দিতেই নাকি ত্রিপুরা পাড়ি দিয়েছেন রাজীব ৷ যদিও প্রকাশ্যে এ নিয়ে কোনও পক্ষই কোনও মন্তব্য করেনি ৷ যাবতীয় সাসপেন্স শেষ হয় রবির সকালে ৷ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গেই সভাস্থলে পৌঁছতে দেখা যায় রাজীবকে ৷ বোঝা যায়, এদিনই পুরনো দলে ফিরছেন তিনি ৷ এরপর সভামঞ্চে রাজীবের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন অভিষেক ৷ এমনকী, দু’জনে কোলাকুলিও করেন !

এদিনের সভার মূল বক্তা অভিষেক হলেও রাজীব কী বলেন, তা নিয়ে আগ্রহ ছিল সবথেকে বেশি ৷ তিনি বললেনও ৷ আবেগ ভরা গলায় জানালেন, বিজেপি তাঁকে ভুল বুঝিয়েছিল ৷ আর তাই ‘‘রাগে, জেদে, অভিমানে’’ তৃণমূল ত্যাগ করে বিজেপিতে নাম লিখিয়েছিলেন তিনি ৷ কিন্তু, তিনি ভুল করেছিলেন ৷ সেকথা আজ বুঝতে পারছেন ৷ আর সেই কারণেই ভুল স্বীকার করে পুরনো দলে ফিরলেন রাজীব বন্দ্যোপাধ্য়ায় ৷

এখন প্রশ্ন হল, এই প্রত্যাবর্তন তো বাংলার মাটিতেও হতে পারত ৷ এরজন্য রাজীবকে ত্রিপুরায় ছুটে আসতে হল কেন ? রাজীবের ইঙ্গিত, ত্রিপুরার মানুষের স্বার্থেই এই আয়োজন ৷ সেটা কেমন ? রাজীবের কথায়, ‘‘আমি যে ভুল করেছি ৷ আপনারা দয়া করে সেই ভুল করবেন না ৷’’ অর্থাৎ, বিজেপিতে যোগ দিয়ে তিনি মারাত্মক ভুল করেছিলেন বলেই দাবি রাজীবের ৷ এদিকে, ত্রিপুরার মানুষও রাজ্যে পরিবর্তন আনতে 2018 সালে বিজেপির সরকার গড়েছিলেন ৷ কিন্তু, বিজেপির আমলে ত্রিপুরায় গণতন্ত্র ভেঙে পড়েছে বলে অভিযোগ রাজীবের ৷ তাই আগামী দিনে ত্রিপুরার মানুষ যাতে ফের বিজেপিকে না বাছেন, তাঁদের এই আবেদন জানাতেই ত্রিপুরার মাটিতে তৃণমূলে প্রত্যাবর্তন করেন রাজীব ৷

আরও পড়ুন : দলবিরোধিতায় এবার কড়া পদক্ষেপ বিজেপির, প্রথমেই নজরে রাজীব-সব্যসাচী

পশ্চিমবঙ্গে একুশের বিধানসভা ভোটের আগে রাজীব বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে কম নাটক হয়নি ৷ পার্থ চট্টোপাধ্য়ায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ রাজীবের মান ভাঙাতে চেষ্টার কসুর করেনি তৃণমূল শিবির ৷ কিন্তু তাতেও বরফ গলেনি ৷ শেষমেশ একে একে বিধায়ক পদ ও তৃণমূলের সদস্যপদ থেকে ইস্তফা দেন রাজীব ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি বুকে আঁকড়ে রাজীবের বিধানসভা ত্যাগের সেই দৃশ্য নিমেষে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ৷ এমনকী, তৃণমূল ছাড়তে গিয়ে রীতিমতো কেঁদে ভাসান তিনি ৷ পরে চাটার্ড ফ্লাইটে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেন রাজীব ৷ যদিও রাজীবের এদিনের দাবি অনুযায়ী, এই পুরো পর্বটাই আসলে ছিল ভুলে ভরা ৷ আর তার জন্য তিনি আজ ‘‘লজ্জিত এবং অনুতপ্ত’’ ৷ দলীয় নেতৃত্বের কাছে তাঁর আবেদন, মানুষের কাজ করতে, তাঁকে যে দায়িত্বই দেওয়া হোক না, নিষ্ঠা ভরে তা পালন করবেন তিনি ৷

Last Updated : Oct 31, 2021, 4:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.