জয়পুর, 7 অক্টোবর: রাজস্থানে আসন্ন বিধানসভা নির্বাচন ৷ তার আগে জাতিভিত্তিক জনগণনা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত শুক্রবার এমনটাই ঘোষণা করেছেন ৷ তাঁর কথায়, এ রাজ্যও বিহারের মতো জাতিভিত্তিক আদমশুমারি করবে । বিহার সরকার 2 অক্টোবর জাতিভিত্তিক জনগণনার রিপোর্ট প্রকাশ করা হয়েছে ৷ এর কয়েকদিন পরেই রাজস্থান সরকারের তরফে এই নয়া পদক্ষেপ নেওয়া হল ।
জয়পুরে দলের রাজ্যস্তরীয় বৈঠকের পরে সংবাদমাধ্যমের সামনে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলত ৷ তিনি জানান, রাজ্য সরকার জাতিভিত্তিক আদমশুমারি করার জন্য একটি নির্দেশ জারি করবে ৷ কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । তিনি বলেন, "আমরা রাজস্থানে জাতিভিত্তিক আদমশুমারি করে রাহুল গান্ধির বৃহত্তর জনসংখ্যা ও বৃহত্তর অধিকারের প্রতিশ্রুতিকে এগিয়ে নিয়ে যাব । আমরা বিহারের মতো জাতিভিত্তিক আদমশুমারি করব ।" জাতিভিত্তিক জনগণনার গুরুত্ব সম্পর্কে কথা বলতে গিয়ে গেহলত জানান, জাতিভিত্তিক আদমশুমারি করা প্রয়োজনীয় ৷ কারণ এটি সরকারকে জনগণের সংখ্যা এবং কাদের জন্য নীতিগুলি তৈরি করতে হবে, তা জানতে সহায়তা করবে । তিনি বলেন, "সামাজিক সুরক্ষা তখনই কার্যকর করা যেতে পারে যখন আমরা রাজ্যের জাতিভিত্তিক পরিস্থিতি জানতে পারব ।"
এদিকে, রাজস্থান কংগ্রেস কমিটির প্রধান গোবিন্দ সিং দোতাসারা বলেন, "রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রাজস্থানে কংগ্রেসের কমপক্ষে ছয়টি বড় জনসভা অনুষ্ঠিত হবে । রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধি এবং দলের অন্যান্য সিনিয়র নেতাদের মতো কংগ্রেস নেতারা রাজস্থান সফর করবেন এবং রাজ্য জুড়ে জনসভা করবেন ।"
আরও পড়ুন: জাতি ভিত্তিক জনগণনা শুরু হল বিহারে
তিনি আরও জানান, কংগ্রেস পূর্ব রাজস্থান খাল প্রকল্পের জন্য একটি যাত্রা করার পরিকল্পনা করছে । রবিবার যাত্রার তারিখ ও রুট সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি । বিজেপিকে আক্রমণ করে দোতাসার বলেন, "বিজেপি কেবল ক্ষমতার লোভী । তারা নিজেদের ভালোর জন্য মানুষের উন্নয়ন করতে চায় না । তারা কখনও পূর্ব রাজস্থান খাল প্রকল্পের মতো কংক্রিট প্রকল্পের কথা বলে না, তারা একটি জাল লাল ডায়েরি দিয়ে মানুষকে বিমুখ করতে ব্যস্ত ।"