ETV Bharat / bharat

Minor girl gangraped in Rajasthan: রাজস্থানে গণধর্ষিতা নাবালিকা, গোপনাঙ্গে ঢোকানো হল ধারালো অস্ত্র - গোপনাঙ্গে ঢোকানো হল ধারালো অস্ত্র

16 বছরের কিশোরীকে গণধর্ষণ (Minor girl gangraped in Rajasthan) করে তার গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল ধারালো অস্ত্র ৷ নৃশংস ঘটনা রাজস্থানের আলওয়ারের (Minor girl raped in Alwar)৷

Rajasthan: Minor girl gangraped in Alwar, sharp objects inserted into her private parts
রাজস্থানে গণধর্ষিতা নাবালিকা, গোপনাঙ্গে ঢোকানো হল ধারালো অস্ত্র
author img

By

Published : Jan 13, 2022, 1:30 PM IST

Updated : Jan 15, 2022, 7:00 AM IST

জয়পুর, 13 জানুয়ারি : ফের নাবালিকার উপর চরম নৃশংসতা ৷ এবার ঘটনাস্থল রাজস্থান ৷ আলওয়ারে (Minor girl raped in Alwar) 16 বছরের এক কিশোরীকে গণধর্ষণের পর তার গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল ধারালো অস্ত্র (sharp objects inserted into her private parts)৷ তাকে ওভারব্রিজের উপর থেকে ছুড়ে ফেলা হল রাস্তায় ৷ অভিযুক্তরা এখনও পর্যন্ত অধরা ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷ খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ ৷

চলতি সপ্তাহের শুরুর দিকে তিজারা ফ্লাইওভার থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বিশেষ ভাবে সক্ষম মেয়েটিকে ৷ মঙ্গলবার তাকে আলওয়ারের হাসপাতালে ভর্তি করা হয় ৷ তবে কিছুতেই তার রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না দেখে, বুধবার ওই কিশোরীকে জয়পুরের জেএন লন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এরপর প্রায় আড়াই ঘণ্টার অস্ত্রোপচারের পর তার শরীর থেকে সেই অস্ত্র বের করেন চিকিৎসকরা ৷ এখন সে বিপন্মুক্ত ৷ ডাক্তাররা জানিয়েছেন, ওই ধারালো অস্ত্রে মেয়েটির শরীরের ভেতর নানা অঙ্গে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে ৷ সেই কারণে তাকে এখনও আইসিইউ-তেই রাখা হয়েছে ৷

আরও পড়ুন: Minor Rape and killed : ফের শিরোনামে যোগী-রাজ্য, মোরাদাবাদে সাত বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন

জেকে লোন হাসপাতালের চিকিৎসক ডা. অরবিন্দ শুক্লা জানিয়েছেন, ডাক্তাররা প্রতিনিয়ত নজর রাখছেন ওই কিশোরীর উপর ৷

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি ৷ ঘটনাস্থলের 25 কিলোমিটার রেঞ্জের মধ্য়ে 300টিরও বেশি সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ তবে এখনও পর্যন্ত কোনও সাক্ষ্য-প্রমাণ পুলিশের হাতে আসেনি ৷ এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে ৷ রাজস্থানের মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী মমতা ভূপেশ আশ্বাস দিয়েছেন যে, দ্রুত অপরাধীরা শাস্তি পাবে ৷

আরও পড়ুন: Egra rape & murder : স্বামী নিখোঁজ, ছেলে মুম্বইতে ; একাকী গৃহবধূর মর্মান্তিক পরিণতি এগরায়

নিগৃহীতা কিশোরীর পরিবারকে 6 লাখ টাকা আর্থিক সাহায্যের দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি ৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট দিয়েছেন 5 লাখ টাকা এবং মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক থেকে দেওয়া হয়েছে এক লাখ টাকা ৷ সামাজিক ন্যায়বিচার মন্ত্রী টিকারাম জুলি ওই পরিবারকে 3.5 লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ কিশোরীর বাবা-মা দিনমজুরের কাজ করেন এবং তার আরও এক ভাই ও বোন রয়েছে ৷

জয়পুর, 13 জানুয়ারি : ফের নাবালিকার উপর চরম নৃশংসতা ৷ এবার ঘটনাস্থল রাজস্থান ৷ আলওয়ারে (Minor girl raped in Alwar) 16 বছরের এক কিশোরীকে গণধর্ষণের পর তার গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল ধারালো অস্ত্র (sharp objects inserted into her private parts)৷ তাকে ওভারব্রিজের উপর থেকে ছুড়ে ফেলা হল রাস্তায় ৷ অভিযুক্তরা এখনও পর্যন্ত অধরা ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷ খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ ৷

চলতি সপ্তাহের শুরুর দিকে তিজারা ফ্লাইওভার থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বিশেষ ভাবে সক্ষম মেয়েটিকে ৷ মঙ্গলবার তাকে আলওয়ারের হাসপাতালে ভর্তি করা হয় ৷ তবে কিছুতেই তার রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না দেখে, বুধবার ওই কিশোরীকে জয়পুরের জেএন লন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এরপর প্রায় আড়াই ঘণ্টার অস্ত্রোপচারের পর তার শরীর থেকে সেই অস্ত্র বের করেন চিকিৎসকরা ৷ এখন সে বিপন্মুক্ত ৷ ডাক্তাররা জানিয়েছেন, ওই ধারালো অস্ত্রে মেয়েটির শরীরের ভেতর নানা অঙ্গে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে ৷ সেই কারণে তাকে এখনও আইসিইউ-তেই রাখা হয়েছে ৷

আরও পড়ুন: Minor Rape and killed : ফের শিরোনামে যোগী-রাজ্য, মোরাদাবাদে সাত বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন

জেকে লোন হাসপাতালের চিকিৎসক ডা. অরবিন্দ শুক্লা জানিয়েছেন, ডাক্তাররা প্রতিনিয়ত নজর রাখছেন ওই কিশোরীর উপর ৷

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি ৷ ঘটনাস্থলের 25 কিলোমিটার রেঞ্জের মধ্য়ে 300টিরও বেশি সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ তবে এখনও পর্যন্ত কোনও সাক্ষ্য-প্রমাণ পুলিশের হাতে আসেনি ৷ এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে ৷ রাজস্থানের মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী মমতা ভূপেশ আশ্বাস দিয়েছেন যে, দ্রুত অপরাধীরা শাস্তি পাবে ৷

আরও পড়ুন: Egra rape & murder : স্বামী নিখোঁজ, ছেলে মুম্বইতে ; একাকী গৃহবধূর মর্মান্তিক পরিণতি এগরায়

নিগৃহীতা কিশোরীর পরিবারকে 6 লাখ টাকা আর্থিক সাহায্যের দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি ৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট দিয়েছেন 5 লাখ টাকা এবং মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক থেকে দেওয়া হয়েছে এক লাখ টাকা ৷ সামাজিক ন্যায়বিচার মন্ত্রী টিকারাম জুলি ওই পরিবারকে 3.5 লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ কিশোরীর বাবা-মা দিনমজুরের কাজ করেন এবং তার আরও এক ভাই ও বোন রয়েছে ৷

Last Updated : Jan 15, 2022, 7:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.