ETV Bharat / bharat

500 Rs LPG Cylinder: 500 টাকায় মিলবে রান্নার গ্যাস, ঘোষণা রাজস্থানের মুখ্যমন্ত্রীর - gehlot promises to give LPG Cylinder at rs 500

সোমবার 'ভারত জোড়ো যাত্রা'র মঞ্চ থেকে বড় ঘোষণা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত (CM Gehlot Big Announcement) ৷ ওবিসি ও উজ্জ্বলা গ্যাসের গ্রাহকদের 500 টাকায় এলপিজি সিলিন্ডার দেওয়া হবে বলে তিনি ঘোষণা করেছেন (Ashok Gehlot promises to give LPG Cylinder at rs 500) ৷

ETV Bharat
রাজস্থানে 500 টাকায় মিলবে রান্নার গ্যাস
author img

By

Published : Dec 19, 2022, 6:56 PM IST

Updated : Dec 19, 2022, 7:44 PM IST

আলওয়ার, 19 ডিসেম্বর: আগামী বছর বিধানসভা নির্বাচন রাজস্থানে ৷ তার আগে সোমবার 'ভারত জোড়ো যাত্রা'র মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত (CM Gehlot Big Announcement) ৷ 500 টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি রাজ্যবাসীকে (500 Rs LPG Cylinder)৷ তবে এই সুবিধা পাবেন বিপিএল তালিকাভুক্ত ও উজ্জ্বলা প্রকল্পের গ্রাহকরা ৷ আগামী বছর 1 এপ্রিল থেকে এই সুবিধা দেওয়া হবে ৷ বছরে 500 টাকা দামে 12টি সিলিন্ডার দেওয়া হবে বলে গেহলত জানিয়েছেন ৷

উল্লেখ্য, মূল্যবৃদ্ধির বাজারে দেশের বিভিন্ন রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম 1000 টাকা পেরিয়ে গিয়েছে ৷ রাজস্থানে এই দাম 1050 টাকার কাছাকাছি (LPG Price) ৷ বেড়েছে পেট্রল-ডিসেলের দামও ৷ এই ইস্যুতে লাগাতার কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে কংগ্রেস ৷ আগামী বছর ভোটের আগে এই ইস্যুকে হাতিয়ার করেই বড় ঘোষণা করলেন কংগ্রেস শাসিত রাজস্থানের মুখ্যমন্ত্রী গেহলত ৷ গৃহস্থকে মূল্যবৃদ্ধির আগুন থেকে সুরাহা দিতে আগামী মাসে বাজেটেও বেশ কিছু ঘোষণা করা হবে বলে এদিন তিনি ইঙ্গিত দিয়েছেন (Ashok Gehlot promises to give LPG Cylinder at rs 500) ৷

আরও পড়ুন: আমি ভারতকে পছন্দ করি, সেরা জায়গা, তাওয়াংয়ে সংঘর্ষ নিয়ে মন্তব্য দলাই লামার

বিজেপিকে নিশানা করে এদিন অশোক গেহলত বলেন, "মানুষ ইনকাম ট্যাক্স ও ইডি'র ভয়ে রয়েছে ৷ দেশের গণতন্ত্র দুর্বল হয়েছে ৷ রাহুল গান্ধি একটি উদ্দেশ্য নিয়ে চলছেন ৷ স্বাধীনতার পর এটাই প্রথম ভারত জোড়ো যাত্রা ৷ গোটা দেশ বেকরত্ব ও মূল্যবৃদ্ধিতে জর্জরিত ৷ রাজস্থানের আগামী বাজেট সাধারণ মানুষের জন্য হবে ৷"

আলওয়ার, 19 ডিসেম্বর: আগামী বছর বিধানসভা নির্বাচন রাজস্থানে ৷ তার আগে সোমবার 'ভারত জোড়ো যাত্রা'র মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত (CM Gehlot Big Announcement) ৷ 500 টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি রাজ্যবাসীকে (500 Rs LPG Cylinder)৷ তবে এই সুবিধা পাবেন বিপিএল তালিকাভুক্ত ও উজ্জ্বলা প্রকল্পের গ্রাহকরা ৷ আগামী বছর 1 এপ্রিল থেকে এই সুবিধা দেওয়া হবে ৷ বছরে 500 টাকা দামে 12টি সিলিন্ডার দেওয়া হবে বলে গেহলত জানিয়েছেন ৷

উল্লেখ্য, মূল্যবৃদ্ধির বাজারে দেশের বিভিন্ন রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম 1000 টাকা পেরিয়ে গিয়েছে ৷ রাজস্থানে এই দাম 1050 টাকার কাছাকাছি (LPG Price) ৷ বেড়েছে পেট্রল-ডিসেলের দামও ৷ এই ইস্যুতে লাগাতার কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে কংগ্রেস ৷ আগামী বছর ভোটের আগে এই ইস্যুকে হাতিয়ার করেই বড় ঘোষণা করলেন কংগ্রেস শাসিত রাজস্থানের মুখ্যমন্ত্রী গেহলত ৷ গৃহস্থকে মূল্যবৃদ্ধির আগুন থেকে সুরাহা দিতে আগামী মাসে বাজেটেও বেশ কিছু ঘোষণা করা হবে বলে এদিন তিনি ইঙ্গিত দিয়েছেন (Ashok Gehlot promises to give LPG Cylinder at rs 500) ৷

আরও পড়ুন: আমি ভারতকে পছন্দ করি, সেরা জায়গা, তাওয়াংয়ে সংঘর্ষ নিয়ে মন্তব্য দলাই লামার

বিজেপিকে নিশানা করে এদিন অশোক গেহলত বলেন, "মানুষ ইনকাম ট্যাক্স ও ইডি'র ভয়ে রয়েছে ৷ দেশের গণতন্ত্র দুর্বল হয়েছে ৷ রাহুল গান্ধি একটি উদ্দেশ্য নিয়ে চলছেন ৷ স্বাধীনতার পর এটাই প্রথম ভারত জোড়ো যাত্রা ৷ গোটা দেশ বেকরত্ব ও মূল্যবৃদ্ধিতে জর্জরিত ৷ রাজস্থানের আগামী বাজেট সাধারণ মানুষের জন্য হবে ৷"

Last Updated : Dec 19, 2022, 7:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.