ETV Bharat / bharat

Rajasthan CM warns Criminals: 'আত্মসমর্পণ করুন, না হলে ফল ভোগ করতে হবে' ! গ্য়াংস্টারদের হুঁশিয়ারি গেহলতের

author img

By

Published : Apr 16, 2023, 4:40 PM IST

রাজস্থানের গ্য়াংস্টার ও মাফিয়াদের সতর্ক করে তাঁদের আত্মসমর্পণ করতে বললেন মুখ্যমন্ত্রী অশোক গেহলত ৷ পুলিশের অনুষ্ঠানের মঞ্চ থেকে সরব হলেন জাতপাতের রাজনীতি নিয়েও ৷

Rajasthan CM Ashok Gehlot warns Criminals and asks them to Surrender
পুলিশের অনুষ্ঠানে অশোক গেহলত

জয়পুর, 16 এপ্রিল: গ্য়াংস্টার ও মাফিয়াদের সতর্ক করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত ৷ তাঁর সাফ কথা, হয় এইসব অপরাধীরা নিজেদের সংশোধন করবে এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করবে ৷ আর তা না হলে ওই অপরাধীদের এর জন্য কঠোর ফল ভোগ করতে হবে ! পুলিশের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী ৷ একই মঞ্চ থেকে মেরুকরণের রাজনীতির বিরুদ্ধেও সরব হন তিনি ৷

সূত্রের খবর, সম্প্রতি রাজস্থানের পুলিশ মহলে তৎপরতা শুরু হয়েছে ৷ গ্য়াংস্টার, মাফিয়াদের শায়েস্তা করতে কোমর বেঁধেছে তারা ৷ পুলিশের এই তৎপরতার ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী গেহলত ৷ তাঁর দাবি, গত দু'মাস ধরে পুলিশ দারুণ কাজ করছে ৷ 'মাথা না নোয়ানোর' (ঝুঁকেগা নেহি) মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করছেন পুলিশের কর্মী ও আধিকারিকরা ৷ এর ফলে অপরাধের পরিমাণ কমেছে প্রায় 10 শতাংশ ৷ দাগী অপরাধীদের পাকড়াও করতে একের পর এক অভিযান চালানো হচ্ছে ৷ আগামী দিনে যা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তাই গ্য়াংস্টার, মাফিয়ারা যদি আত্মসমর্পণ না করে, তাহলে তাদের এর জন্য বড় খেসারত দিতে হবে !

একইসঙ্গে, পুলিশের কর্তব্য ও আচরণ নিয়েও বেশ কিছু কথা বলেন অশোক ৷ তিনি মনে করিয়ে দেন, পুলিশের খাঁকি উর্দিতে কোনও দাগ লাগতে দেওয়া যাবে না ৷ তার জন্য পুলিশকেই সতর্ক থাকতে হবে ৷ একইসঙ্গে আমজনতার সঙ্গে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় করার পক্ষে সওয়াল করেন অশোক ৷ মনে করিয়ে দেন, বিপদে পড়েই মানুষ থানায় আসেন ৷ তাই তাঁদের সঙ্গে পুলিশকর্মীদের ভালো আচরণ করতে হবে ৷ আবেদনকারীর সমস্যা বুঝে তাঁর সহযোগিতা করতে হবে ৷ নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে ৷ পুলিশকে আমজনতার প্রতি আরও সংবেদনশীল হওয়ারও আবেদন জানান মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: 'আইনের শাসনকে সম্মান জানানো উচিত', আতিক-আশরাফ খুনে মত রমেশের

সংশ্লিষ্ট অনুষ্ঠানে রাজ্য পুলিশের বহু উচ্চপদস্থ কর্তা উপস্থিত ছিলেন ৷ তাঁদের সামনেই মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে মুখ খোলেন অশোক ৷ বলেন, এমন অনেকে আছেন, যাঁরা সংবিধান ও গণতন্ত্রের মূল্যবোধে বিশ্বাস করেন না ৷ বহু মানুষ জাতপাত ও ধর্ম নিয়ে রাজনীতি করেন ৷

জয়পুর, 16 এপ্রিল: গ্য়াংস্টার ও মাফিয়াদের সতর্ক করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত ৷ তাঁর সাফ কথা, হয় এইসব অপরাধীরা নিজেদের সংশোধন করবে এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করবে ৷ আর তা না হলে ওই অপরাধীদের এর জন্য কঠোর ফল ভোগ করতে হবে ! পুলিশের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী ৷ একই মঞ্চ থেকে মেরুকরণের রাজনীতির বিরুদ্ধেও সরব হন তিনি ৷

সূত্রের খবর, সম্প্রতি রাজস্থানের পুলিশ মহলে তৎপরতা শুরু হয়েছে ৷ গ্য়াংস্টার, মাফিয়াদের শায়েস্তা করতে কোমর বেঁধেছে তারা ৷ পুলিশের এই তৎপরতার ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী গেহলত ৷ তাঁর দাবি, গত দু'মাস ধরে পুলিশ দারুণ কাজ করছে ৷ 'মাথা না নোয়ানোর' (ঝুঁকেগা নেহি) মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করছেন পুলিশের কর্মী ও আধিকারিকরা ৷ এর ফলে অপরাধের পরিমাণ কমেছে প্রায় 10 শতাংশ ৷ দাগী অপরাধীদের পাকড়াও করতে একের পর এক অভিযান চালানো হচ্ছে ৷ আগামী দিনে যা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তাই গ্য়াংস্টার, মাফিয়ারা যদি আত্মসমর্পণ না করে, তাহলে তাদের এর জন্য বড় খেসারত দিতে হবে !

একইসঙ্গে, পুলিশের কর্তব্য ও আচরণ নিয়েও বেশ কিছু কথা বলেন অশোক ৷ তিনি মনে করিয়ে দেন, পুলিশের খাঁকি উর্দিতে কোনও দাগ লাগতে দেওয়া যাবে না ৷ তার জন্য পুলিশকেই সতর্ক থাকতে হবে ৷ একইসঙ্গে আমজনতার সঙ্গে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় করার পক্ষে সওয়াল করেন অশোক ৷ মনে করিয়ে দেন, বিপদে পড়েই মানুষ থানায় আসেন ৷ তাই তাঁদের সঙ্গে পুলিশকর্মীদের ভালো আচরণ করতে হবে ৷ আবেদনকারীর সমস্যা বুঝে তাঁর সহযোগিতা করতে হবে ৷ নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে ৷ পুলিশকে আমজনতার প্রতি আরও সংবেদনশীল হওয়ারও আবেদন জানান মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: 'আইনের শাসনকে সম্মান জানানো উচিত', আতিক-আশরাফ খুনে মত রমেশের

সংশ্লিষ্ট অনুষ্ঠানে রাজ্য পুলিশের বহু উচ্চপদস্থ কর্তা উপস্থিত ছিলেন ৷ তাঁদের সামনেই মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে মুখ খোলেন অশোক ৷ বলেন, এমন অনেকে আছেন, যাঁরা সংবিধান ও গণতন্ত্রের মূল্যবোধে বিশ্বাস করেন না ৷ বহু মানুষ জাতপাত ও ধর্ম নিয়ে রাজনীতি করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.