ETV Bharat / bharat

Ashok Gehlot tested Covid Positive : ফের কোভিডে আক্রান্ত অশোক গেহলট - করোনা ভাইরাস

দ্বিতীয়বারের জন্য কোভিডে আক্রান্ত হলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Rajasthan Chief Minister Ashok Gehlot tested Covid Positive) ৷ বৃহস্পতিবার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে ৷ টুইটে নিজেই সেকথা জানান অশোক ৷

rajasthan chief minister ashok gehlot tested covid positive for second time
Ashok Gehlot tested Covid Positive : ফের কোভিডে আক্রান্ত অশোক গেহলট
author img

By

Published : Jan 6, 2022, 8:14 PM IST

জয়পুর, 6 জানুয়ারি : ফের করোনায় আক্রান্ত হলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Rajasthan Chief Minister Ashok Gehlot tested Covid Positive) ৷ এই নিয়ে দ্বিতীয়বার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন 70 বছরের গেহলট ৷ বৃহস্পতিবার নিজেই নিজের অসুস্থ হওয়ার খবর টুইট করে জানান অশোক ৷ জানান, তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে ৷ অশোকের আবেদন, গত কয়েক দিনে যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা সকলেই যেন কোভিড পরীক্ষা করিয়ে নেন ৷

আরও পড়ুন : Babul Supriyo tests Corona Positive : তৃতীয়বার করোনায় সংক্রামিত বাবুল সুপ্রিয়, টুইটে খোঁচা শাহ-মাণ্ডব্যকে

দ্বিতীয়বার কোভিডে আক্রান্ত হওয়ার পর আমজনতাকে আরও সতর্ক হওয়ার আবেদন জানান অশোক ৷ তিনি বলেন, ‘‘গত বছরের অগাস্ট মাসে আমার একটি ধমনীতে কিছু সমস্যা ধরা পড়ে ৷ চিকিৎসকরা জানিয়েছেন, কোভিডের কারণেই এমনটা হয়েছে ৷ তাই আমি বলব, ওমিক্রনকে যথেষ্ট গুরুত্ব দিন ৷ সবাই কোভিডবিধি মেনে চলুন এবং অবশ্যই টিকার সম্পূর্ণ ডোজ নিন ৷’’

  • This evening I got myself tested for Covid and was found positive. My symptoms are very light and there is no other problem. All those who came into contact with me today, I request them to isolate themselves and undergo Covid-Test.

    — Ashok Gehlot (@ashokgehlot51) January 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Arvind Kejriwal tests Covid Positive : করোনা আক্রান্ত কেজরিওয়াল, বাড়িতেই নিভৃতবাসে দিল্লির মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, এর আগে অশোক গেহলটের ছেলে কংগ্রেস নেতা বৈভব গেহলটও করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ তবে তাঁর শরীরে তেমন কোনও উপসর্গ ছিল না ৷ কোভিডে আক্রান্ত হওয়ার পর চিকিৎসকদের পরামর্শ মেনে বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তিনি ৷ উল্লেখ্য, গত বছরের এপ্রিল মাসেও করোনার কবলে পড়েছিলেন অশোক গেহলট ৷

জয়পুর, 6 জানুয়ারি : ফের করোনায় আক্রান্ত হলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Rajasthan Chief Minister Ashok Gehlot tested Covid Positive) ৷ এই নিয়ে দ্বিতীয়বার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন 70 বছরের গেহলট ৷ বৃহস্পতিবার নিজেই নিজের অসুস্থ হওয়ার খবর টুইট করে জানান অশোক ৷ জানান, তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে ৷ অশোকের আবেদন, গত কয়েক দিনে যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা সকলেই যেন কোভিড পরীক্ষা করিয়ে নেন ৷

আরও পড়ুন : Babul Supriyo tests Corona Positive : তৃতীয়বার করোনায় সংক্রামিত বাবুল সুপ্রিয়, টুইটে খোঁচা শাহ-মাণ্ডব্যকে

দ্বিতীয়বার কোভিডে আক্রান্ত হওয়ার পর আমজনতাকে আরও সতর্ক হওয়ার আবেদন জানান অশোক ৷ তিনি বলেন, ‘‘গত বছরের অগাস্ট মাসে আমার একটি ধমনীতে কিছু সমস্যা ধরা পড়ে ৷ চিকিৎসকরা জানিয়েছেন, কোভিডের কারণেই এমনটা হয়েছে ৷ তাই আমি বলব, ওমিক্রনকে যথেষ্ট গুরুত্ব দিন ৷ সবাই কোভিডবিধি মেনে চলুন এবং অবশ্যই টিকার সম্পূর্ণ ডোজ নিন ৷’’

  • This evening I got myself tested for Covid and was found positive. My symptoms are very light and there is no other problem. All those who came into contact with me today, I request them to isolate themselves and undergo Covid-Test.

    — Ashok Gehlot (@ashokgehlot51) January 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Arvind Kejriwal tests Covid Positive : করোনা আক্রান্ত কেজরিওয়াল, বাড়িতেই নিভৃতবাসে দিল্লির মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, এর আগে অশোক গেহলটের ছেলে কংগ্রেস নেতা বৈভব গেহলটও করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ তবে তাঁর শরীরে তেমন কোনও উপসর্গ ছিল না ৷ কোভিডে আক্রান্ত হওয়ার পর চিকিৎসকদের পরামর্শ মেনে বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তিনি ৷ উল্লেখ্য, গত বছরের এপ্রিল মাসেও করোনার কবলে পড়েছিলেন অশোক গেহলট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.