ETV Bharat / bharat

রাজস্থান সীমান্তে বিএসএফের জালে পাক অনুপ্রবেশকারী - indian intelligence news

বিএসএফ’র জালে ভারতে অনুপ্রবেশকারী এক পাকিস্তানি ৷ কী উদ্দেশ্যে সে ভারতে ঢুকেছে তা জানার চেষ্টা করছে গোয়েন্দা বিভাগ এবং ইন্টেলিজেন্স ৷ রাজস্থানের বার্মার জেলার সীমান্ত থেকে মোহিত নর্থ সুমের খানকে অনুপ্রবেশের সময় পাকড়াও করে বাহিনী ৷

rajasthan-bsf-arrests-pakistani-infiltrator-at-international-border-in-barmer
বার্মার সীমান্তে বিএসএফ’র জালে পাক অনুপ্রবেশকারী
author img

By

Published : Jun 20, 2021, 6:02 PM IST

বার্মার (রাজস্থান), 20 জুন : এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে পাকড়াও করল বিএসএফ ৷ রাজস্থানের বার্মা জেলায় ভারত-পাক সীমান্তে ওই অনুপ্রবেশকারীকে ধরা হয়েছে বলে জানিয়েছেন ডিআইজ বর্ডার রিলেশেন বিনীত কুমার ৷ ওই অনুপ্রেবশকারীকে ইন্টেলিজেন্স এবং নিরাপত্তা সংস্থার গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷

বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, ধৃত অনুপ্রবেশকারীর নাম মোহিত নর্থ সুমের খান ৷ সে পাকিস্তানের নাগরিক ৷ সে মুনাবাও সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সময়ই বিএসএফ’র নজরে আসে ৷ সেই সময়ই সুমের খান নামে ওই অনুপ্রবেশকারীরকে পাকড়াও করে বিএসএফ ৷ জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই রাজস্থান ও কাশ্মীর সীমান্তে পাকিস্তানের দিক থেকে অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছে ৷ এর পিছনে বড় কোনও উদ্দেশ্য রয়েছে বলে মনে করছে সেনা ৷ অনুপ্রবেশকারীকে পাকড়াও করার পর ভারত-পাকিস্তান সীমান্তে 24 ঘণ্টা কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷

আরও পড়ুন : সোপিয়ানে এনকাউন্টরে খতম 3 জঙ্গি

প্রসঙ্গত, দু’দিন আগে সীমান্ত এলাকা থেকে কুখ্যাত মাদকপাচারকারী হালালিকে হেরোইন সহ গ্রেফতার করা হয় ৷ সে পাকিস্তান থেকে মাদক নিয়ে ভারতে ঢুকেছিল ৷ আজ গ্রেফতার হওয়া এই পাকিস্তানি অনুপ্রবেশকারীর উদ্দেশ্য কী ছিল, তা জানার চেষ্টা করছে বিএসএফের ইন্টেলিজেন্স এবং গোয়েন্দা বিভাগ ৷

বার্মার (রাজস্থান), 20 জুন : এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে পাকড়াও করল বিএসএফ ৷ রাজস্থানের বার্মা জেলায় ভারত-পাক সীমান্তে ওই অনুপ্রবেশকারীকে ধরা হয়েছে বলে জানিয়েছেন ডিআইজ বর্ডার রিলেশেন বিনীত কুমার ৷ ওই অনুপ্রেবশকারীকে ইন্টেলিজেন্স এবং নিরাপত্তা সংস্থার গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷

বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, ধৃত অনুপ্রবেশকারীর নাম মোহিত নর্থ সুমের খান ৷ সে পাকিস্তানের নাগরিক ৷ সে মুনাবাও সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সময়ই বিএসএফ’র নজরে আসে ৷ সেই সময়ই সুমের খান নামে ওই অনুপ্রবেশকারীরকে পাকড়াও করে বিএসএফ ৷ জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই রাজস্থান ও কাশ্মীর সীমান্তে পাকিস্তানের দিক থেকে অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছে ৷ এর পিছনে বড় কোনও উদ্দেশ্য রয়েছে বলে মনে করছে সেনা ৷ অনুপ্রবেশকারীকে পাকড়াও করার পর ভারত-পাকিস্তান সীমান্তে 24 ঘণ্টা কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷

আরও পড়ুন : সোপিয়ানে এনকাউন্টরে খতম 3 জঙ্গি

প্রসঙ্গত, দু’দিন আগে সীমান্ত এলাকা থেকে কুখ্যাত মাদকপাচারকারী হালালিকে হেরোইন সহ গ্রেফতার করা হয় ৷ সে পাকিস্তান থেকে মাদক নিয়ে ভারতে ঢুকেছিল ৷ আজ গ্রেফতার হওয়া এই পাকিস্তানি অনুপ্রবেশকারীর উদ্দেশ্য কী ছিল, তা জানার চেষ্টা করছে বিএসএফের ইন্টেলিজেন্স এবং গোয়েন্দা বিভাগ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.