ETV Bharat / bharat

Child Marriage : রাজস্থানে এবার ‘বৈধ’ বাল্যবিবাহ, কংগ্রেস সরকারের পদক্ষেপে বিতর্ক - বাল্যবিবাহ

ঘুরপথে কার্যত বাল্যবিবাহকেই স্বীকৃতি দেওয়ার রাস্তা পরিষ্কার করল কংগ্রেসশাসিত রাজস্থান সরকার ৷ রাজ্যের বিবাহ আইনে সংশোধনী এনে বাল্যবিবাহের 30 দিনের মধ্যে তা সরকারিভাবে নথিভুক্ত করার বিধান দিল তারা ৷ প্রতিবাদে সরব বিরোধী বিজেপি ৷

Rajasthan Assembly amends Marriage Registration law, opposition claims it legitimises child marriages
Child Marriage : রাজস্থানে এবার ‘বৈধ’ বাল্যবিবাহ, কংগ্রেস সরকারের পদক্ষেপে বিতর্ক
author img

By

Published : Sep 18, 2021, 3:29 PM IST

জয়পুর, 18 সেপ্টেম্বর : রাজস্থান বিধানসভায় ধ্বনি ভোটে পাস হয়ে গেল ‘রাজস্থান বাধ্যতামূলক বিবাহ নথিভুক্তি (সংশোধনী) বিল, 2021’ (Rajasthan Compulsory Registration of Marriages (Amendment) Bill, 2021) ৷ সংশোধিত নয়া আইন মোতাবেক, এবার থেকে বিয়ের 30 দিনের মধ্যে সরকারিভাবে তার রেজিস্ট্রেশন বা নথিভুক্তকরণ বাধ্যতামূলক হয়ে গেল রাজস্থানে ৷ পাশাপাশি, এবার থেকে নবদম্পতি নিজেরাই নিজেদের বিয়ে নথিভুক্ত করার জন্য আবেদন জানাতে পারবেন ৷ তবে তার জন্য সংশ্লিষ্ট এলাকায় তাঁদের কমপক্ষে 30 দিন বসবাসের প্রমাণ দাখিল করতে হবে ৷ যদিও বিরোধী বিজেপির দাবি, এর ফলে পশ্চিমের এই রাজ্যে বাল্যবিবাহকেই ঘুরপথে আইনি বৈধতা দেওয়া হল ৷ মানতে নারাজ শাসক কংগ্রেস ৷

আরও পড়ুন : Amarinder Singh : পদত্যাগের ইচ্ছাপ্রকাশ পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের

তবে কংগ্রেস যাই বলুক, সংশোধিত নয়া আইন নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে ৷ কারণ, বাল্যবিবাহকেও এই আইনের আওতাভুক্ত করা হয়েছে ! তাতে বলা হয়েছে, যদি বরের বয়স 21 বছরের কম এবং কনের বয়স 18 বছরের কম হয়, তাহলে তাদের বাবা-মা কিংবা অন্য যেকোনও অভিভাবক বিয়ের 30 দিনের মধ্যে তা সরকারিভাবে নথিভুক্ত করাতে পারবেন ! বিধানসভায় এমনটাই জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী শান্তিকুমার ধারিওয়াল (Shanti Kumar Dhariwal) ৷

তবে বিজেপি বিধায়করা প্রথম থেকেই রাজ্যের বিবাহ আইনে এই সংশোধনীর বিরোধিতা করে এসেছেন ৷ তাঁদের আপত্তি বাল্যবিবাহকে নথিভুক্ত করার অংশটুকু নিয়ে ৷ বিধানসভার অন্দরে এ নিয়ে প্রশ্ন তোলা হলে পরিষদীয় মন্ত্রী বলেন, ‘‘সংশোধিত বিলে কোথাও বলা হয়নি বাল্যবিবাহ বৈধ ৷ বিলে বলা হয়েছে, বিয়ের পর শুধুমাত্র তা নথিভুক্ত করাটাই জরুরি ৷ এর অর্থ কখনওই এমন নয় যে, বাল্যবিবাহ বৈধ ৷ যদি জেলাশাসক চান, তাহলে অনায়াসেই বাল্যবিবাহের বিরুদ্ধে আইন মাফিক পদক্ষেপ করতে পারেন ৷’’

বিধানসভায় এ নিয়ে তর্কাতর্কি চলাকালীন সংশোধনীর স্বপক্ষে একের পর এক যুক্তি খাড়া করার চেষ্টা করেন শান্তিকুমার ! তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় আইনের সঙ্গেও এই সংশোধনীর কোনও বিরোধ নেই ৷ শীর্ষ আদালতও বলেছিল, প্রত্যেকটি বিবাহই সরকারিভাবে নথিভুক্ত করা বাধ্যতামূলক ৷ সেই কারণেই বাল্যবিবাহকে সংশোধিত আইনের আওতায় আনা হয়েছে ৷’’

আরও পড়ুন : তিন মাসে তেলাঙ্গানায় 204টি বাল্যবিবাহের অভিযোগ উঠেছে

পরিষদীয় মন্ত্রীর এই বক্তব্য শোনার পরই প্রতিবাদে সোচ্চার হন বিজেপি নেতা তথা রাজস্থান বিধানসভার বিরোধী দলনেতা গুলাবচাঁদ কাটারিয়া (Gulab Chand Kataria) ৷ তিনি বলেন, ‘‘আমি মনে করি, এই আইন একেবারেই ভুল ৷ যে বিধায়করা এটি পাস করেছেন, তাঁরা এটা পড়ে দেখেননি ৷ বিলের আট নম্বর সেকশনটি বর্তমান বাল্যবিবাহবিরোধী আইনকে লঙ্ঘন করেছে ৷ এখনকার দিনে অধিকাংশ মানুষই এই আইন মেনে চলেন ৷ তাঁরা মানসিকভাবেও এর জন্য প্রস্তুত ৷ তাঁরা তাঁদের সন্তানদের পড়াশোনা শেখান ৷ বাল্যবিবাহ অপছন্দ করেন ৷ কিন্তু যদি এভাবে বাল্যবিবাহকে ব্যাখ্যা করা হয়, তাহলে মানুষের কাছে ভুল বার্তা যাবে ৷ রাজস্থান বিধানসভারও মর্যাদা ক্ষুণ্ণ হবে ৷’’

জয়পুর, 18 সেপ্টেম্বর : রাজস্থান বিধানসভায় ধ্বনি ভোটে পাস হয়ে গেল ‘রাজস্থান বাধ্যতামূলক বিবাহ নথিভুক্তি (সংশোধনী) বিল, 2021’ (Rajasthan Compulsory Registration of Marriages (Amendment) Bill, 2021) ৷ সংশোধিত নয়া আইন মোতাবেক, এবার থেকে বিয়ের 30 দিনের মধ্যে সরকারিভাবে তার রেজিস্ট্রেশন বা নথিভুক্তকরণ বাধ্যতামূলক হয়ে গেল রাজস্থানে ৷ পাশাপাশি, এবার থেকে নবদম্পতি নিজেরাই নিজেদের বিয়ে নথিভুক্ত করার জন্য আবেদন জানাতে পারবেন ৷ তবে তার জন্য সংশ্লিষ্ট এলাকায় তাঁদের কমপক্ষে 30 দিন বসবাসের প্রমাণ দাখিল করতে হবে ৷ যদিও বিরোধী বিজেপির দাবি, এর ফলে পশ্চিমের এই রাজ্যে বাল্যবিবাহকেই ঘুরপথে আইনি বৈধতা দেওয়া হল ৷ মানতে নারাজ শাসক কংগ্রেস ৷

আরও পড়ুন : Amarinder Singh : পদত্যাগের ইচ্ছাপ্রকাশ পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের

তবে কংগ্রেস যাই বলুক, সংশোধিত নয়া আইন নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে ৷ কারণ, বাল্যবিবাহকেও এই আইনের আওতাভুক্ত করা হয়েছে ! তাতে বলা হয়েছে, যদি বরের বয়স 21 বছরের কম এবং কনের বয়স 18 বছরের কম হয়, তাহলে তাদের বাবা-মা কিংবা অন্য যেকোনও অভিভাবক বিয়ের 30 দিনের মধ্যে তা সরকারিভাবে নথিভুক্ত করাতে পারবেন ! বিধানসভায় এমনটাই জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী শান্তিকুমার ধারিওয়াল (Shanti Kumar Dhariwal) ৷

তবে বিজেপি বিধায়করা প্রথম থেকেই রাজ্যের বিবাহ আইনে এই সংশোধনীর বিরোধিতা করে এসেছেন ৷ তাঁদের আপত্তি বাল্যবিবাহকে নথিভুক্ত করার অংশটুকু নিয়ে ৷ বিধানসভার অন্দরে এ নিয়ে প্রশ্ন তোলা হলে পরিষদীয় মন্ত্রী বলেন, ‘‘সংশোধিত বিলে কোথাও বলা হয়নি বাল্যবিবাহ বৈধ ৷ বিলে বলা হয়েছে, বিয়ের পর শুধুমাত্র তা নথিভুক্ত করাটাই জরুরি ৷ এর অর্থ কখনওই এমন নয় যে, বাল্যবিবাহ বৈধ ৷ যদি জেলাশাসক চান, তাহলে অনায়াসেই বাল্যবিবাহের বিরুদ্ধে আইন মাফিক পদক্ষেপ করতে পারেন ৷’’

বিধানসভায় এ নিয়ে তর্কাতর্কি চলাকালীন সংশোধনীর স্বপক্ষে একের পর এক যুক্তি খাড়া করার চেষ্টা করেন শান্তিকুমার ! তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় আইনের সঙ্গেও এই সংশোধনীর কোনও বিরোধ নেই ৷ শীর্ষ আদালতও বলেছিল, প্রত্যেকটি বিবাহই সরকারিভাবে নথিভুক্ত করা বাধ্যতামূলক ৷ সেই কারণেই বাল্যবিবাহকে সংশোধিত আইনের আওতায় আনা হয়েছে ৷’’

আরও পড়ুন : তিন মাসে তেলাঙ্গানায় 204টি বাল্যবিবাহের অভিযোগ উঠেছে

পরিষদীয় মন্ত্রীর এই বক্তব্য শোনার পরই প্রতিবাদে সোচ্চার হন বিজেপি নেতা তথা রাজস্থান বিধানসভার বিরোধী দলনেতা গুলাবচাঁদ কাটারিয়া (Gulab Chand Kataria) ৷ তিনি বলেন, ‘‘আমি মনে করি, এই আইন একেবারেই ভুল ৷ যে বিধায়করা এটি পাস করেছেন, তাঁরা এটা পড়ে দেখেননি ৷ বিলের আট নম্বর সেকশনটি বর্তমান বাল্যবিবাহবিরোধী আইনকে লঙ্ঘন করেছে ৷ এখনকার দিনে অধিকাংশ মানুষই এই আইন মেনে চলেন ৷ তাঁরা মানসিকভাবেও এর জন্য প্রস্তুত ৷ তাঁরা তাঁদের সন্তানদের পড়াশোনা শেখান ৷ বাল্যবিবাহ অপছন্দ করেন ৷ কিন্তু যদি এভাবে বাল্যবিবাহকে ব্যাখ্যা করা হয়, তাহলে মানুষের কাছে ভুল বার্তা যাবে ৷ রাজস্থান বিধানসভারও মর্যাদা ক্ষুণ্ণ হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.