ETV Bharat / bharat

করোনা সংক্রমণ রুখতে রাজস্থানে নাইট কার্ফু - করোনা সংক্রমণ রুখতে রাজস্থানে নাইট কার্ফু

করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে হিমসিম খাচ্ছে দেশ ৷ রোজ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে ৷

Rajasthan announces 6 pm to 6 am curfew in all cities
Rajasthan announces 6 pm to 6 am curfew in all cities
author img

By

Published : Apr 14, 2021, 10:00 PM IST

জয়পুর, 14 এপ্রিল : করোনা রুখতে রাজস্থান জুড়ে নাইট কার্ফু ৷ সন্ধ্যা 6টা থেকে সকাল ছটা থেকে পরদিন সকাল ছটা পর্যন্ত রোজ 12 ঘণ্টার নাইট কার্ফুর সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান সরকার ৷ শুক্রবার থেকে শুরু হচ্ছে এই নিয়ম ৷

করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে হিমসিম খাচ্ছে দেশ ৷ রোজ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে ৷ গতকালই মহারাষ্ট্র সরকার 144 ধারা জারি করার কথা ঘোষণা করেছে ৷ এবার করোনা রুখতেপদক্ষেপ নিল রাজস্থান ৷ শুক্রবার থেকে শুরু হয়ে এপ্রিল মাসের শেষদিন পর্যন্ত চলবে নাইট কার্ফু ৷ বিকেল পাঁচটার মধ্যেই বাজার এলাকা বন্ধ করে দিতে হবে ৷ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলি ৷ তবে কারখানা ও বাস স্ট্যান্ডগুলি এই নিয়ম থেকে অব্যাহতি পাবে ৷ খেলাধুলো বন্ধ থাকবে ৷ বিয়ে বাড়িতে 50 জনের বেশি অতিথি সমাগম করা যাবে না ৷

আরও পড়ুন : রাজ্যে একদিনে করোনা আক্রান্ত প্রায় 6 হাজার, মৃত 24

গত 24 ঘণ্টায় রাজস্থানে 6,200 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ তার মধ্যে রাজধানী জয়পুরে আক্রান্তের সংখ্যা 1,325 ৷ গত মাসে রাজস্থানে করোনা আক্রান্তের হার ছিল 2 শতাংশ ৷ বর্তমানে সেই হার আশি শতাংশে পৌঁছেছে ৷

জয়পুর, 14 এপ্রিল : করোনা রুখতে রাজস্থান জুড়ে নাইট কার্ফু ৷ সন্ধ্যা 6টা থেকে সকাল ছটা থেকে পরদিন সকাল ছটা পর্যন্ত রোজ 12 ঘণ্টার নাইট কার্ফুর সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান সরকার ৷ শুক্রবার থেকে শুরু হচ্ছে এই নিয়ম ৷

করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে হিমসিম খাচ্ছে দেশ ৷ রোজ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে ৷ গতকালই মহারাষ্ট্র সরকার 144 ধারা জারি করার কথা ঘোষণা করেছে ৷ এবার করোনা রুখতেপদক্ষেপ নিল রাজস্থান ৷ শুক্রবার থেকে শুরু হয়ে এপ্রিল মাসের শেষদিন পর্যন্ত চলবে নাইট কার্ফু ৷ বিকেল পাঁচটার মধ্যেই বাজার এলাকা বন্ধ করে দিতে হবে ৷ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলি ৷ তবে কারখানা ও বাস স্ট্যান্ডগুলি এই নিয়ম থেকে অব্যাহতি পাবে ৷ খেলাধুলো বন্ধ থাকবে ৷ বিয়ে বাড়িতে 50 জনের বেশি অতিথি সমাগম করা যাবে না ৷

আরও পড়ুন : রাজ্যে একদিনে করোনা আক্রান্ত প্রায় 6 হাজার, মৃত 24

গত 24 ঘণ্টায় রাজস্থানে 6,200 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ তার মধ্যে রাজধানী জয়পুরে আক্রান্তের সংখ্যা 1,325 ৷ গত মাসে রাজস্থানে করোনা আক্রান্তের হার ছিল 2 শতাংশ ৷ বর্তমানে সেই হার আশি শতাংশে পৌঁছেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.